ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

চার জিম্মির মৃতদেহ ইসরায়েলকে হস্তান্তর করল হামাস

  • আপডেট সময় : ০৭:২৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রথম ইসরায়েলি বন্দিদের লাশ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। বৃহস্পতিবার তারা দুই শিশু ও মা-সহ চারজনের মৃতদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে। মা শিরি বিবাস ও দুই শিশু ৯ বছর বয়সী কেফির বিবাস এবং তার চার বছর বয়সী ভাই অ্যারিয়েল বিবাসকে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর সময় ধরে এনে জিম্মি করেছিল হামাস। আর চতুর্থজন হচ্ছে ৮৪ বছর বয়সী ওদেদ লিফশিৎজ। তিনি প্রবীণ এক শান্তিকর্মী। হামাস জানিয়েছে, বিবাস পরিবারের ওই তিন সদস্য একবছর আগে ইসরায়েলের বিমান হামলায় মারা গেছে।

তবে বিবিসি নিরপেক্ষ সূত্রে এ খবর যাচাই করতে পারেনি। ওদিকে, ইসরায়েল বলছে, তারা মরদেহের ফরেনসিক পরীক্ষার আগে বিষয়টি নিশ্চিত করে বলতে পারছে না। রেড ক্রসের গাড়িতে করে চারটি কফিন ইসরায়েলে নিয়ে গিয়ে হস্তান্তর করা হয়। মৃতদেহগুলো এখন পরীক্ষার জন্য আবু কবির ফরেনসিক ইন্সটিটিউটে নিয়ে যাওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সমর্থনে এবং কাতার ও মিশরের মধ্যস্থতায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরু হয়। এর আওতায়ই হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিচ্ছে এবং এর বিনিময়ে ইসরায়েল তাদের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিচ্ছে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জামায়াত ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে

চার জিম্মির মৃতদেহ ইসরায়েলকে হস্তান্তর করল হামাস

আপডেট সময় : ০৭:২৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রথম ইসরায়েলি বন্দিদের লাশ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। বৃহস্পতিবার তারা দুই শিশু ও মা-সহ চারজনের মৃতদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে। মা শিরি বিবাস ও দুই শিশু ৯ বছর বয়সী কেফির বিবাস এবং তার চার বছর বয়সী ভাই অ্যারিয়েল বিবাসকে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর সময় ধরে এনে জিম্মি করেছিল হামাস। আর চতুর্থজন হচ্ছে ৮৪ বছর বয়সী ওদেদ লিফশিৎজ। তিনি প্রবীণ এক শান্তিকর্মী। হামাস জানিয়েছে, বিবাস পরিবারের ওই তিন সদস্য একবছর আগে ইসরায়েলের বিমান হামলায় মারা গেছে।

তবে বিবিসি নিরপেক্ষ সূত্রে এ খবর যাচাই করতে পারেনি। ওদিকে, ইসরায়েল বলছে, তারা মরদেহের ফরেনসিক পরীক্ষার আগে বিষয়টি নিশ্চিত করে বলতে পারছে না। রেড ক্রসের গাড়িতে করে চারটি কফিন ইসরায়েলে নিয়ে গিয়ে হস্তান্তর করা হয়। মৃতদেহগুলো এখন পরীক্ষার জন্য আবু কবির ফরেনসিক ইন্সটিটিউটে নিয়ে যাওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সমর্থনে এবং কাতার ও মিশরের মধ্যস্থতায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরু হয়। এর আওতায়ই হামাস ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিচ্ছে এবং এর বিনিময়ে ইসরায়েল তাদের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিচ্ছে।