ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

বক্স অফিসে ‘ছাবা’র দাপট অব্যাহত

  • আপডেট সময় : ০৬:০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: মুক্তির শুরুর দিন থেকেই বক্স অফিসে তরতরিয়ে ব্যবসা করছে বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ছাবা’। ভিকি কৌশল ও রাশমিকা মান্দানা অভিনীত এই ছবিটি মুক্তির ছয় দিনে রীতিমত চমকে দিয়েছে সবাইকে! শুধু তাই নয়, মুক্তির চার দিনেই ছবির নির্মাণ ব্যয় তুলে ফেলেছে ‘ছাবা’। ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া ভিকির ‘ছাবা’ মুক্তির দিনে আয় করলো ৩৩.১ কোটি রুপি (প্রডিউসার ফিগার)। দ্বিতীয় দিনে ছিল যা ৩৭ কোটি রুপি। তবে তৃতীয় দিনে ছবিটির আয় বেড়ে দাঁড়ায় ৪৮.৫ কোটি রুপি। এরপর চতুর্থ ও পঞ্চম দিনে আয় কিছুটা কমলেও ষষ্ঠ দিনে তা বেড়ে দাঁড়ায় ৩২ কোটি রুপি। আর সব মিলিয়ে এখন সর্বমোট ছবিটির আয় দাঁড়িয়েছে প্রায় ২০০ কোটি রুপি।

ছত্রপতির জীবন নিয়ে বলিউডে তৈরি হয়েছে ‘ছাবা’। মূল চরিত্রে স্বয়ং ভিকি কৌশল। ছত্রপতির তেজোদীপ্ত চরিত্র নিয়ে পর্দায় ভিকির আগমন আরও একবার তার অভিনয় প্রতিভার ঝলক দেখিয়েছেন। ঘোড়দৌড় থেকে লাঠিখেলা সব শিখে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন ঐতিহাসিক বীরের চরিত্র। মারাঠি মহারাজের চরিত্রে ভিকি কৌশল এককথায় দুর্র্ধষ! ট্রেড অ্যানালিস্টরা বলছেন, ‘ছাবা’ যেভাবে বক্স অফিসে দাপট দেখাচ্ছে, তাতে মনে হচ্ছে- ২০২৫ সালের অন্যতম ব্যবসাসফল ছবির তকমা নিয়েই বছর পার করবে এটি।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বক্স অফিসে ‘ছাবা’র দাপট অব্যাহত

আপডেট সময় : ০৬:০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫

বিনোদন ডেস্ক: মুক্তির শুরুর দিন থেকেই বক্স অফিসে তরতরিয়ে ব্যবসা করছে বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ছাবা’। ভিকি কৌশল ও রাশমিকা মান্দানা অভিনীত এই ছবিটি মুক্তির ছয় দিনে রীতিমত চমকে দিয়েছে সবাইকে! শুধু তাই নয়, মুক্তির চার দিনেই ছবির নির্মাণ ব্যয় তুলে ফেলেছে ‘ছাবা’। ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া ভিকির ‘ছাবা’ মুক্তির দিনে আয় করলো ৩৩.১ কোটি রুপি (প্রডিউসার ফিগার)। দ্বিতীয় দিনে ছিল যা ৩৭ কোটি রুপি। তবে তৃতীয় দিনে ছবিটির আয় বেড়ে দাঁড়ায় ৪৮.৫ কোটি রুপি। এরপর চতুর্থ ও পঞ্চম দিনে আয় কিছুটা কমলেও ষষ্ঠ দিনে তা বেড়ে দাঁড়ায় ৩২ কোটি রুপি। আর সব মিলিয়ে এখন সর্বমোট ছবিটির আয় দাঁড়িয়েছে প্রায় ২০০ কোটি রুপি।

ছত্রপতির জীবন নিয়ে বলিউডে তৈরি হয়েছে ‘ছাবা’। মূল চরিত্রে স্বয়ং ভিকি কৌশল। ছত্রপতির তেজোদীপ্ত চরিত্র নিয়ে পর্দায় ভিকির আগমন আরও একবার তার অভিনয় প্রতিভার ঝলক দেখিয়েছেন। ঘোড়দৌড় থেকে লাঠিখেলা সব শিখে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন ঐতিহাসিক বীরের চরিত্র। মারাঠি মহারাজের চরিত্রে ভিকি কৌশল এককথায় দুর্র্ধষ! ট্রেড অ্যানালিস্টরা বলছেন, ‘ছাবা’ যেভাবে বক্স অফিসে দাপট দেখাচ্ছে, তাতে মনে হচ্ছে- ২০২৫ সালের অন্যতম ব্যবসাসফল ছবির তকমা নিয়েই বছর পার করবে এটি।