ক্রীড়া ডেস্ক: ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে। বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা তিনটায় ম্যাচটি শুরু হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এমনিতেই কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। শক্তিশালী ভারত ছাড়াও আছে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড। তবুও দেশ ছাড়ার আগে শান্ত বলেছিলেন, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই তারা খেলতে যাচ্ছেন। বুধবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক মনে করিয়ে দিলেন, নিজেদের দিনে বাংলাদেশ যে কোনও দলকে হারাতে পারে! ভারত ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে শান্ত আত্মবিশ্বাসী কণ্ঠে জানিয়েছেন, ‘এই সংস্করণে আমাদের দলটা ব্যালান্সড। আমরা বিশ্বাস করি, এই টুর্নামেন্টে আমরা যে কোনও দলকে হারাতে পারি।
সব দলই শিরোপা জয়ের সামর্থ্য রাখে। নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে আমরা যে কোনও দিন যে কোনও দলকে হারাতে পারি। দলে অনেক অলরাউন্ডার আছে, এটা ভালো দিক। আশা করি আমরা ভালো করবো। আমরা প্রতিপক্ষ নিয়ে খুব একটা ভাবি না। আমরা প্রস্তুত, দেখা যাক কী হয়।’ মূল মঞ্চে মাঠে নামার আগে বাংলাদেশ দল একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। তবে প্রস্তুতি ম্যাচটিতে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই হতাশাজনক পারফরম্যান্স করেছে শান্তরা। যদিও বাংলাদেশের অধিনায়ক মূল ম্যাচে প্রস্তুতি ম্যাচের কোনও প্রভাব দেখছেন না, ‘প্রস্তুতি ম্যাচে হারের প্রভাব (ভারতের বিপক্ষে) পড়বে না। প্রস্তুতি ম্যাচ অনুশীলনের জন্যই করা, এটার প্রভাব খুব একটা পড়বে না।’ বাংলাদেশ দলের ক্রিকেটাররা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে লম্বা বিপিএল মৌসুম পার করেছে। সর্বশেষ ওয়ানডে খেলেছে গত বছরের ডিসেম্বরে। তবে খেলার মধ্যে থাকায় এবং দলের ক্রিকেটাররা পারফর্ম করায় ওয়ানডে না খেলার প্রভাব পড়বে না বলে মনে করেন শান্ত, ‘আমরা অনেক ক্রিকেট খেলেছি। বিপিএল খেলেছি, সেখানে ব্যাটাররা ভালো করেছে। অনেকে রান করেছে। এটা আত্মবিশ্বাস দেবে। আমি মনে করি না, মানিয়ে নিতে সমস্যা হবে।’
বাংলাদেশ দল সর্বশেষ টানা দুই সিরিজে হেরেছে।
৬ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছেন শান্তরা। সাম্প্রতিক ছন্দটা ভালো না হলেও পাকিস্তানে সর্বশেষ সফরের আত্মবিশ্বাস কাজে লাগাতে চান শান্ত। বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচ হবে দুবাই ও রাওয়ালপিন্ডিতে। দুই ভেন্যুর কন্ডিশন নিয়ে বাংলাদেশের বাঁহাতি ব্যাটার বলেছেন, ‘এখানে (দুবাই) অনেক রান হবে না, পাকিস্তানে অনেক হবে। আমরা (পাকিস্তান সফর) রাওয়ালপিন্ডিতে টেস্ট ম্যাচ খেলেছি, যা কাজে দেবে। আটটা দলই মানসম্পন্ন। সাম্প্রতিক সময়ে আমরা দ্বিপক্ষীয় সিরিজে ভালো করেছি, কাল ভালো করলে জিতবো।’ অনেকটা কঠিন গ্রুপেই পড়েছে বাংলাদেশ। সেমিফাইনালে যেতে হলে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে সমানে সমানে লড়াই করে জিততে হবে। এক প্রশ্নের জবাবে শান্ত জানিয়েছেন, ‘হ্যাঁ, আমাদের গ্রুপ বেশ শক্তিশালী। টুর্নামেন্টের আট দলই সমান প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড প্রত্যেকের বিপক্ষেই আমাদের ভালো স্মৃতি আছে। কিছু ম্যাচ আমরা জিতেছি, যেমন গত বছর ভারতের বিপক্ষে নিজেদের মাঠে জয় পেয়েছিলাম। তবে এসব অতীত, এখন নতুন করে ভালো ক্রিকেট খেলতে হবে, পরিকল্পনাগুলো মাঠে বাস্তবায়ন করতে হবে। তাহলেই আগামীকালের ম্যাচ আমাদের জন্য ইতিবাচক হবে।’ কঠিন গ্রুপ হলেও আইসিসি ইভেন্টে সবগুলো দলেরই সমান সুযোগ আছে বলে মনে করেন শান্ত, ‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো টুর্নামেন্টে যে কোনও দল জিততে পারে, কারণ ফেভারিট দলগুলোরও খারাপ দিন যেতে পারে।’ জসপ্রীত বুমরা না থাকায় বাংলাদেশ বাড়তি সুবিধা পাবে কিনা এমন প্রশ্নের উত্তরে শান্ত বলেছেন, ‘বুমরা বা এমন একজনকে নিয়ে আমরা আলাদাভাবে চিন্তা করি না। তাদের দলে ব্যবধান গড়ে দেওয়ার মত খেলোয়াড় আরও অনেকেই আছেন।’