বরিশাল সংবাদদাতা : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচির আয়োজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিশ্ববিদ্যালয় শাখা। সমাবেশ বক্তারা বলেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনকভাবে হামলা চালানো হয়েছে। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তেরও দাবি জানাই, সেই সঙ্গে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই।
এদিকে একইসময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। যদিও বিষয়টি মীমাংসার জন্য কলেজ প্রশাসনের উদ্যোগে উভয় পক্ষ বৈঠকে বসে। এ বিষয়ে ছাত্রদলের নেতাকর্মীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের মুখপাত্র ইসরাত মায়া জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছেলেদের ওপর হামলা করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটিয়েছে ছাত্রদল। এদিকে হাতেম আলী কলেজের অধ্যক্ষ হারুণ অর রশিদ জানান, কলেজের একটি অনুষ্ঠান ছিল। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা একটি মিছিল বের করতে চেয়েছে। আর সেই মিছিলে যোগ দিতে বহিরাগত সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্যাম্পাসে এলে ছাত্রদলের অনুসারীরা তাতে ক্ষুব্ধ হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়, তবে কোনো হামলার ঘটনা ঘটেনি।