ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট দিতে পরিপত্র জারি

  • আপডেট সময় : ০৯:০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট প্রদানের সিদ্ধান্ত দিয়ে পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী গোলাম তৌসিফের সই করা এ পরিপত্র জারি করা হয়।

পরিপত্রে বলা হয়, পাসপোর্ট-সেবা সহজ করার লক্ষ্যে সরকার বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। সেগুলো হচ্ছে—প্রথমত, নতুন পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাই করা জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে আবেদনকারীদের পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট প্রদান করতে হবে।

দ্বিতীয়ত, বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য পাসপোর্টের নতুন আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাই করা জন্মনিবন্ধন সনদের তথ্যের ভিত্তিতে আবেদনকারীদের পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট দিতে হবে।

সব শেষে বলা হয়, পাসপোর্ট পুনঃইস্যুর ক্ষেত্রে বিদ্যমান পাসপোর্টের সঙ্গে চাহিদা অনুযায়ী মৌলিক তথ্যের (নিজ নাম, পিতা-মাতার নাম, জন্ম তারিখ, জন্ম স্থান) পরিবর্তন হলে জাতীয় পরিচয়পত্রে প্রদত্ত তথ্য দিয়ে পাসপোর্ট ইস্যু করা যাবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আইন-বিবেক অনুযায়ী ডিসিদের কাজ করার নির্দেশনা আইন উপদেষ্টার

পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট দিতে পরিপত্র জারি

আপডেট সময় : ০৯:০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক: পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট প্রদানের সিদ্ধান্ত দিয়ে পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী গোলাম তৌসিফের সই করা এ পরিপত্র জারি করা হয়।

পরিপত্রে বলা হয়, পাসপোর্ট-সেবা সহজ করার লক্ষ্যে সরকার বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। সেগুলো হচ্ছে—প্রথমত, নতুন পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাই করা জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে আবেদনকারীদের পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট প্রদান করতে হবে।

দ্বিতীয়ত, বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য পাসপোর্টের নতুন আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাই করা জন্মনিবন্ধন সনদের তথ্যের ভিত্তিতে আবেদনকারীদের পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট দিতে হবে।

সব শেষে বলা হয়, পাসপোর্ট পুনঃইস্যুর ক্ষেত্রে বিদ্যমান পাসপোর্টের সঙ্গে চাহিদা অনুযায়ী মৌলিক তথ্যের (নিজ নাম, পিতা-মাতার নাম, জন্ম তারিখ, জন্ম স্থান) পরিবর্তন হলে জাতীয় পরিচয়পত্রে প্রদত্ত তথ্য দিয়ে পাসপোর্ট ইস্যু করা যাবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।