ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

র‌্যাব পুনর্গঠনের আভাস স্বরাষ্ট্র উপদেষ্টার

  • আপডেট সময় : ০৯:০১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের (ওএইচসিএইচআর) এক প্রতিবেদনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্তির সুপারিশ করা হলেও সরকার এই এলিট বাহিনীকে ‘নতুন করে গঠনের’ কথা ভাবছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, র‌্যাব নিয়ে আলোচনা হয়েছে। এটার ব্যাপারে আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি। একটা আইডিয়া দেওয়া হয়েছে একটা নামের, ড্রেসের ক্ষেত্রে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন উপদেষ্টা।

র‌্যাবের ক্ষেত্রে পরিবর্তনটা কী আসছে জানতে চাওয়া হয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। জবাবে তিনি বলেন, দরকার হলে নতুন করে গঠন করা হবে।

পরবর্তী সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হবে জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, যেহেতু সবাইকে চিন্তাভাবনা করতে হবে এটারে কীভাবে কী করা যায়ৃ। একটা জিনিস করতে গেলে তো নিজেদের মধ্যে থেকে আইডিয়া আসতে হবে।

বাংলাদেশে জুলাই-আগস্টের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে গত ১২ ফেব্রুয়ারি প্রতিবেদন প্রকাশ করে ওএইচসিএইচআর।

সেখানে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্তির সুপারিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) কেবল সীমান্তরক্ষা এবং প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরকে কেবল সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে সীমাবদ্ধ রাখতে বলা হয়।

প্রতিবেদনে র‌্যাব সম্পর্কে বলা হয়, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে বিলুপ্ত করুন এবং গুরুতর লঙ্ঘনের সঙ্গে জড়িত নয় এমন কর্মীদের স্ব স্ব ইউনিটে ফিরিয়ে দিন।

পরদিন সংবাদ সম্মেলনে ওএইচসিএইচআরের ওই সুপারিশকে স্বাগত জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে এটা ওয়েলকাম করা হয়েছে। তারা একটা ভালো কাজ করেছে। তারপরে আমরা বসে একটা ডিসিশন নিব।

মঙ্গলবারের বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনার কথা তুলে ধরে জাহাঙ্গীর আলম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে উন্নত করা যায়, সে ব্যাপারে আলোচনা হয়েছে। আর উন্নতি হচ্ছে কি হচ্ছে না সেটা আপনারাই (সাংবাদিক) ভালো বলতে পারবেন।

উত্তরায় সোমবার রাতে চাপাতি নিয়ে হামলার ঘটনার ভাইরাল ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, উত্তরায় যে ঘটনা ঘটেছে সেটা সঙ্গে সঙ্গে অপরাধীদের আইনের আওতায় আনা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সঙ্গে সঙ্গে কাজ করছে কিনা সেটা দেখার বিষয়। ওই লোকটা যতক্ষণ পর্যন্ত অপকর্ম না করে ততক্ষণ তাকে আমি ধরতে পারছি না। অপকর্মের পর না ধরলে তখন বলতে পারেন। অপর এক প্রশ্নে তিনি বলেন, কিশোরগ্যাং, ছিনতাইয়ের ঘটনাগুলো আগের চেয়ে অনেক কমলেও ‘সহনীয় পর্যায়ে’ আসেনি।

বর্তমান সরকারে বিভিন্ন সংগঠন বা প্রতিষ্ঠানের নিত্যনৈমিত্তিক দাবি-দাওয়া, আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এই দাবি দাওয়া শুনতে শুনতেৃআমাদের বাহিনীটা তো এই কাজে (অপরাধ নিয়ন্ত্রণে) ইউজ হবে। এই কাজ না করে অন্য কাজে চলে যেতে হচ্ছে। স্ট্রেন্থ (শক্তি) তো কমে যাচ্ছে।

কারও দাবিদাওয়া থাকলে তাদের সংশ্লিষ্ট ইনস্টিটিউট বা সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে করুক। তারা জনগণের ভোগান্তি কেন করবে। রাস্তাঘাট বন্ধ করে জনভোগান্তি কেউ চায় না।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আইন-বিবেক অনুযায়ী ডিসিদের কাজ করার নির্দেশনা আইন উপদেষ্টার

র‌্যাব পুনর্গঠনের আভাস স্বরাষ্ট্র উপদেষ্টার

আপডেট সময় : ০৯:০১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের (ওএইচসিএইচআর) এক প্রতিবেদনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্তির সুপারিশ করা হলেও সরকার এই এলিট বাহিনীকে ‘নতুন করে গঠনের’ কথা ভাবছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, র‌্যাব নিয়ে আলোচনা হয়েছে। এটার ব্যাপারে আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি। একটা আইডিয়া দেওয়া হয়েছে একটা নামের, ড্রেসের ক্ষেত্রে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন উপদেষ্টা।

র‌্যাবের ক্ষেত্রে পরিবর্তনটা কী আসছে জানতে চাওয়া হয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। জবাবে তিনি বলেন, দরকার হলে নতুন করে গঠন করা হবে।

পরবর্তী সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হবে জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, যেহেতু সবাইকে চিন্তাভাবনা করতে হবে এটারে কীভাবে কী করা যায়ৃ। একটা জিনিস করতে গেলে তো নিজেদের মধ্যে থেকে আইডিয়া আসতে হবে।

বাংলাদেশে জুলাই-আগস্টের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে গত ১২ ফেব্রুয়ারি প্রতিবেদন প্রকাশ করে ওএইচসিএইচআর।

সেখানে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্তির সুপারিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) কেবল সীমান্তরক্ষা এবং প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরকে কেবল সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে সীমাবদ্ধ রাখতে বলা হয়।

প্রতিবেদনে র‌্যাব সম্পর্কে বলা হয়, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে বিলুপ্ত করুন এবং গুরুতর লঙ্ঘনের সঙ্গে জড়িত নয় এমন কর্মীদের স্ব স্ব ইউনিটে ফিরিয়ে দিন।

পরদিন সংবাদ সম্মেলনে ওএইচসিএইচআরের ওই সুপারিশকে স্বাগত জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে এটা ওয়েলকাম করা হয়েছে। তারা একটা ভালো কাজ করেছে। তারপরে আমরা বসে একটা ডিসিশন নিব।

মঙ্গলবারের বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনার কথা তুলে ধরে জাহাঙ্গীর আলম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে উন্নত করা যায়, সে ব্যাপারে আলোচনা হয়েছে। আর উন্নতি হচ্ছে কি হচ্ছে না সেটা আপনারাই (সাংবাদিক) ভালো বলতে পারবেন।

উত্তরায় সোমবার রাতে চাপাতি নিয়ে হামলার ঘটনার ভাইরাল ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, উত্তরায় যে ঘটনা ঘটেছে সেটা সঙ্গে সঙ্গে অপরাধীদের আইনের আওতায় আনা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সঙ্গে সঙ্গে কাজ করছে কিনা সেটা দেখার বিষয়। ওই লোকটা যতক্ষণ পর্যন্ত অপকর্ম না করে ততক্ষণ তাকে আমি ধরতে পারছি না। অপকর্মের পর না ধরলে তখন বলতে পারেন। অপর এক প্রশ্নে তিনি বলেন, কিশোরগ্যাং, ছিনতাইয়ের ঘটনাগুলো আগের চেয়ে অনেক কমলেও ‘সহনীয় পর্যায়ে’ আসেনি।

বর্তমান সরকারে বিভিন্ন সংগঠন বা প্রতিষ্ঠানের নিত্যনৈমিত্তিক দাবি-দাওয়া, আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এই দাবি দাওয়া শুনতে শুনতেৃআমাদের বাহিনীটা তো এই কাজে (অপরাধ নিয়ন্ত্রণে) ইউজ হবে। এই কাজ না করে অন্য কাজে চলে যেতে হচ্ছে। স্ট্রেন্থ (শক্তি) তো কমে যাচ্ছে।

কারও দাবিদাওয়া থাকলে তাদের সংশ্লিষ্ট ইনস্টিটিউট বা সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে করুক। তারা জনগণের ভোগান্তি কেন করবে। রাস্তাঘাট বন্ধ করে জনভোগান্তি কেউ চায় না।