ক্রীড়া ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে নিয়ে অনেকেই আশার আলো দেখতে পাননি। তবে ভারতের সাবেক বোলার মুরালি কার্তিক ভিন্ন দলে। তার মতে বাংলাদেশ টুর্নামেন্টের ডার্ক হর্স এবং সেমিফাইনালে উঠতে পারে তারা। এখানেই থামেননি তিনি, বাংলাদেশ কিংবা ভারতের হাতেই ট্রফি দেখছেন। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক্সপার্টদের এক প্রেডিকশনে এমন কথা বলেছেন কার্তিক। অনেকেই বাংলাদেশের কোনও সম্ভাবনা দেখতে না পেলেও তার বিশ্বাস, ‘এ’ গ্রুপে বাংলাদেশ ও ভারত উঠবে সেমিফাইনালে। তবে পাকিস্তান ও নিউজিল্যান্ডকে পরের পর্বে দেখছেন না তিনি। ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়াকে ফেভারিট মনে করছেন কার্তিক।
কার্তিক বললেন, ‘ভারত ও বাংলাদেশ উঠবে সেমিফাইনালে। দক্ষিণ আফ্রিকাও ভালো করবে এবং অস্ট্রেলিয়াও।’ বেশিরভাগ এক্সপার্টই ভারতের হাতে ট্রফি উঠবে বলে মনে করছেন। কার্তিকের মতে, বাংলাদেশকে দেখে মনে হচ্ছে তারাও ভয়ঙ্কর একটি দল। এখন দেখার অপেক্ষা সংশয়কারীদের ভুল প্রমাণ করে কার্তিকের বিশ্বাস সত্যি করতে পারে কি না বাংলাদেশ?