ঢাকা ০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

আইইউবিতে হয়ে গেল ফিজিক্স অলিম্পিয়াড

  • আপডেট সময় : ০৪:১৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক: বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) হয়ে গেল ঢাকা-নর্থ আঞ্চলিক ফিজিক্স অলিম্পিয়াডের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শুক্রবার ডিপার্টমেন্ট অব ফিজিক্যাল সায়েন্সেসের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠান হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, এবারের প্রতিযোগিতায় তিন শতাধিক স্কুল ও কলেজের এক হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে চারটি শ্রেণিতে প্রায় ৩৫০ জন প্রতিযোগী জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ম তামিম তার বক্তব্যে পদার্থবিজ্ঞানে শিক্ষার্থীদের আগ্রহ ও দক্ষতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক নওরীন আহসান, অধ্যাপক খন্দকার সাদাত হোসেন, আইইউবির স্কুল অব ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের ডিন হাবীব বিন মুজাফফার, ডিপার্টমেন্ট অব ফিজিক্যাল সায়েন্সেসের বিভাগীয় প্রধান ফরহাদ আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আইইউবিতে হয়ে গেল ফিজিক্স অলিম্পিয়াড

আপডেট সময় : ০৪:১৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক: বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) হয়ে গেল ঢাকা-নর্থ আঞ্চলিক ফিজিক্স অলিম্পিয়াডের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শুক্রবার ডিপার্টমেন্ট অব ফিজিক্যাল সায়েন্সেসের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠান হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, এবারের প্রতিযোগিতায় তিন শতাধিক স্কুল ও কলেজের এক হাজারের বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে চারটি শ্রেণিতে প্রায় ৩৫০ জন প্রতিযোগী জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ম তামিম তার বক্তব্যে পদার্থবিজ্ঞানে শিক্ষার্থীদের আগ্রহ ও দক্ষতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক নওরীন আহসান, অধ্যাপক খন্দকার সাদাত হোসেন, আইইউবির স্কুল অব ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের ডিন হাবীব বিন মুজাফফার, ডিপার্টমেন্ট অব ফিজিক্যাল সায়েন্সেসের বিভাগীয় প্রধান ফরহাদ আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।