ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

জাবিতে শাখা ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি

  • আপডেট সময় : ০৪:০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ সেশনের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। ভর্তি পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে জমে যাওয়া ময়লা-আবর্জনা পরিষ্কার করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট) থেকে শুরু করে শহীদ মিনার পর্যন্ত গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিচ্ছন্ন করেন তারা। পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন গণিত বিভাগের অধ্যাপক মো. নজরুল ইসলাম। এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পরিচ্ছনতা অভিযানে অংশ নেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, “ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব। ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার্থী ও অভিভাবকদের আগমনের ফলে প্রচুর আবর্জনা জমে যায়। সেই দায়বদ্ধতা থেকেই আমরা এ উদ্যোগ নিয়েছি।” তিনি বলেন, “আমাদের লক্ষ্য, শুধু সংগঠনের সদস্যরা নয়, সাধারণ শিক্ষার্থীরাও যেন পরিচ্ছন্ন ক্যাম্পাসের বিষয়ে সচেতন হয়। পরিচ্ছন্ন জাহাঙ্গীরনগর গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জাবিতে শাখা ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি

আপডেট সময় : ০৪:০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ সেশনের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। ভর্তি পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে জমে যাওয়া ময়লা-আবর্জনা পরিষ্কার করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট) থেকে শুরু করে শহীদ মিনার পর্যন্ত গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিচ্ছন্ন করেন তারা। পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন গণিত বিভাগের অধ্যাপক মো. নজরুল ইসলাম। এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পরিচ্ছনতা অভিযানে অংশ নেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, “ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব। ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার্থী ও অভিভাবকদের আগমনের ফলে প্রচুর আবর্জনা জমে যায়। সেই দায়বদ্ধতা থেকেই আমরা এ উদ্যোগ নিয়েছি।” তিনি বলেন, “আমাদের লক্ষ্য, শুধু সংগঠনের সদস্যরা নয়, সাধারণ শিক্ষার্থীরাও যেন পরিচ্ছন্ন ক্যাম্পাসের বিষয়ে সচেতন হয়। পরিচ্ছন্ন জাহাঙ্গীরনগর গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”