ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

জাতীয়করণ দাবিতে ‘গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশন’ কর্মসূচি ঘোষণা শিক্ষকদের

  • আপডেট সময় : ০৭:২৭:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

রোববার সকাল থেকে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট’-এর ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষক-কর্মচারীরা। ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে টানা পঞ্চম দিনের মতো অবস্থান নিয়েছেন শিক্ষক-কর্মচারীরা। ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট’-এর ব্যানারে তারা এ কর্মসূচি পালন করছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন তারা। একই সঙ্গে এদিন অর্ধদিবস কর্মবিরতিও করেছেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীদের দাবি, বেতন স্কেলসহ সরকারি নিয়মে তাদের বাড়িভাড়া, চিকিৎসাভাতা ও শতভাগ উৎসবভাতা দিতে হবে। আজকের (রোববার) মধ্যে দাবি মেনে না নিলে সোমবার (১৭ ফেব্রুয়ারি) থেকে ঢাকায় ‘গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশন’ কর্মসূচি পালন করবেন। এ কর্মসূচিতে সারাদেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অংশ নেবেন।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের যুগ্ম সদস্য সচিব আবুল বাশার বলেন, আজকের অবস্থান কর্মসূচি থেকে সিনিয়র নেতারা পরবর্তী গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশন কর্মসূচি ঘোষণা দিয়েছেন। আশা করি, সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে নেবে।

অবস্থান কর্মসূচি চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য দেন জোটের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী আবুল বাশার, শাহ আলম, মো. জহিরুল ইসলাম, মো. আবদুল হাই সিদ্দিকী, মো. রবিউল ইসলাম, মো. তোফায়েল সরকার, অধ্যক্ষ আলাউদ্দীন, জাহাঙ্গীর হোসেন, অধ্যক্ষ হাবিবুর রহমান, অধ্যক্ষ আবু সায়েম মোল্লা, উপাধ্যক্ষ নুরুল আলম খান, অধ্যক্ষ রুহুল আমিন প্রমুখ।
গত ১২ ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট ঘোষিত কর্মসূচিতে সারা দেশ থেকে কয়েকশ শিক্ষক ঢাকায় এসে দিনভর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করছেন। ক্রমে তাদের আন্দোলনে শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণ বাড়ছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জাতীয়করণ দাবিতে ‘গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশন’ কর্মসূচি ঘোষণা শিক্ষকদের

আপডেট সময় : ০৭:২৭:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে টানা পঞ্চম দিনের মতো অবস্থান নিয়েছেন শিক্ষক-কর্মচারীরা। ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট’-এর ব্যানারে তারা এ কর্মসূচি পালন করছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন তারা। একই সঙ্গে এদিন অর্ধদিবস কর্মবিরতিও করেছেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীদের দাবি, বেতন স্কেলসহ সরকারি নিয়মে তাদের বাড়িভাড়া, চিকিৎসাভাতা ও শতভাগ উৎসবভাতা দিতে হবে। আজকের (রোববার) মধ্যে দাবি মেনে না নিলে সোমবার (১৭ ফেব্রুয়ারি) থেকে ঢাকায় ‘গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশন’ কর্মসূচি পালন করবেন। এ কর্মসূচিতে সারাদেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অংশ নেবেন।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের যুগ্ম সদস্য সচিব আবুল বাশার বলেন, আজকের অবস্থান কর্মসূচি থেকে সিনিয়র নেতারা পরবর্তী গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশন কর্মসূচি ঘোষণা দিয়েছেন। আশা করি, সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে নেবে।

অবস্থান কর্মসূচি চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য দেন জোটের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী আবুল বাশার, শাহ আলম, মো. জহিরুল ইসলাম, মো. আবদুল হাই সিদ্দিকী, মো. রবিউল ইসলাম, মো. তোফায়েল সরকার, অধ্যক্ষ আলাউদ্দীন, জাহাঙ্গীর হোসেন, অধ্যক্ষ হাবিবুর রহমান, অধ্যক্ষ আবু সায়েম মোল্লা, উপাধ্যক্ষ নুরুল আলম খান, অধ্যক্ষ রুহুল আমিন প্রমুখ।
গত ১২ ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট ঘোষিত কর্মসূচিতে সারা দেশ থেকে কয়েকশ শিক্ষক ঢাকায় এসে দিনভর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করছেন। ক্রমে তাদের আন্দোলনে শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণ বাড়ছে।