ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিশ্বকাপের পর ভারতের কোচ থাকছেন না রবি শাস্ত্রী

  • আপডেট সময় : ১১:৫৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
  • ৯৮ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পদত্যাগ করতে যাচ্ছেন। আইসিসির এই ইভেন্টের পর তার বর্তমান মেয়াদ শেষ হচ্ছে এবং তিনি আর নতুন চুক্তি করতে চান না। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) সূত্রে এমন খবর দিয়েছে দেশটির গণমাধ্যম।
শাস্ত্রী তার এই সিদ্ধান্তের কথা বোর্ড কর্মকর্তাদের জানিয়েছেন। ভারতীয় দলের জন্য নতুন কোচ খুঁজতে বলে দিয়েছেন তিনি। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রধান কোচ ছিলেন শাস্ত্রী। ২০১৯ সালের আগস্টে দুই বছরের জন্য আবারো প্রধান কোচ হিসেবে তাকে নিযুক্ত করা হ
সূত্রের দাবি, শাস্ত্রী তার চুক্তির বর্তমান মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পদত্যাগের ঘোষণা দিবেন। তার সঙ্গে সহকারী কোচও চুক্তি নবায়ন করবেন না বলে জানা গেছে। মানে বোলিং কোচ ভারত অরুণ ও ফিল্ডিং কোচ শ্রীধর বিরাটও থাকছেন না বিশ্বকাপের পর। তবে ব্যাটিং কোচ বিক্রম রাঠোর দায়িত্বে থেকে যাবেন।
বোর্ড এরই মধ্যে নতুন কোচের সন্ধানে নেমে গেছে। তারা আবেদনপত্র চেয়ে বিজ্ঞপ্তি দিবে শিগগিরই। বাছাই প্রক্রিয়া ও সাক্ষাৎকার হবে আবেদনের ভিত্তিতে।
কিছু গণমাধ্যমের দাবি, সম্প্রতি শ্রীলঙ্কা সফরে কোচ হয়ে যাওয়া সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড় শাস্ত্রীর উত্তরসূরি হচ্ছেন। নাম শোনা যাচ্ছে সাবেক ওপেনার বীরেন্দর শেবাগেরও।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নতুন আপদ ‘মব সন্ত্রাস’, আতঙ্কে সারা দেশ

বিশ্বকাপের পর ভারতের কোচ থাকছেন না রবি শাস্ত্রী

আপডেট সময় : ১১:৫৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১

ক্রীড়া ডেস্ক : ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পদত্যাগ করতে যাচ্ছেন। আইসিসির এই ইভেন্টের পর তার বর্তমান মেয়াদ শেষ হচ্ছে এবং তিনি আর নতুন চুক্তি করতে চান না। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) সূত্রে এমন খবর দিয়েছে দেশটির গণমাধ্যম।
শাস্ত্রী তার এই সিদ্ধান্তের কথা বোর্ড কর্মকর্তাদের জানিয়েছেন। ভারতীয় দলের জন্য নতুন কোচ খুঁজতে বলে দিয়েছেন তিনি। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রধান কোচ ছিলেন শাস্ত্রী। ২০১৯ সালের আগস্টে দুই বছরের জন্য আবারো প্রধান কোচ হিসেবে তাকে নিযুক্ত করা হ
সূত্রের দাবি, শাস্ত্রী তার চুক্তির বর্তমান মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পদত্যাগের ঘোষণা দিবেন। তার সঙ্গে সহকারী কোচও চুক্তি নবায়ন করবেন না বলে জানা গেছে। মানে বোলিং কোচ ভারত অরুণ ও ফিল্ডিং কোচ শ্রীধর বিরাটও থাকছেন না বিশ্বকাপের পর। তবে ব্যাটিং কোচ বিক্রম রাঠোর দায়িত্বে থেকে যাবেন।
বোর্ড এরই মধ্যে নতুন কোচের সন্ধানে নেমে গেছে। তারা আবেদনপত্র চেয়ে বিজ্ঞপ্তি দিবে শিগগিরই। বাছাই প্রক্রিয়া ও সাক্ষাৎকার হবে আবেদনের ভিত্তিতে।
কিছু গণমাধ্যমের দাবি, সম্প্রতি শ্রীলঙ্কা সফরে কোচ হয়ে যাওয়া সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড় শাস্ত্রীর উত্তরসূরি হচ্ছেন। নাম শোনা যাচ্ছে সাবেক ওপেনার বীরেন্দর শেবাগেরও।