ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

১৬ প্রেক্ষাগৃহে ‘ময়না’

  • আপডেট সময় : ০৪:১২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ভালোবাসা দিবসে দেশের ১৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ময়না’ সিনেমা। এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে নবাগত নায়িকা রাজ রিপার। তার বিপরীতে রয়েছেন চার নায়ক— আমান রেজা, কায়েজ আরজু, আফফান মিতুল ও আরেফিন জিলানী। অভিষেক সিনেমা নিয়ে বেশ উচ্ছ্বসিত রাজ রিপা। তিনি বলেন, “অবশেষে আমার কাঙ্ক্ষিত স্বপ্নপূরণ হচ্ছে, এতে আমি খুশি। দিনটি খুব স্পেশাল। আর এই স্পেশাল দিনে দর্শকদের কাছে ‘ময়না’ একটি স্পেশাল উপহার হবে এমনটাই আশা করছি। সবাইকে অনুরোধ করব, আমার অভিনীত প্রথম সিনেমা দর্শক হলে গিয়ে উপভোগ করবেন।”

অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে মোংলা বাগেরহাট থেকে ঢাকায় পাড়ি জমান রাজ রিপা। জাজ মাল্টিমিডিয়ার ‘দহন’ সিনেমায় ছোট্ট একটি চরিত্রে অভিনয় করার পর পরিচালকদের নজরে আসেন এই অভিনেত্রী। পরে ‘মুক্তি’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন। কিন্তু ‘মুক্তি’ সিনেমার আগেই মুক্তি পাচ্ছে ‘ময়না’। মঞ্জুরুল ইসলাম মেঘ পরিচালিত সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন রাজ রিপা। ‘ময়না’ একটি নারীকেন্দ্রিক গল্পের সিনেমা। চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য, সংলাপ পরিচালনা করেছেন পরিচালক। এতে একটি মেয়ের জীবন-সংগ্রামের গল্প দেখতে পাবেন দর্শক। সিনেমাটিতে রিপা ছাড়া অভিনয় করেছেন মোমেনা চৌধুরী, নাদের চৌধুরী, সুব্রত, সুচনা, খলিলুর রহমান কাদরী, আনোয়ার, সীমান্ত, জারা, তাহমিনা মোনা প্রমুখ। বিশেষ চরিত্রে রয়েছেন নায়ক শিশির সরদার, নায়িকা এঞ্জেলা জলি, আপন, শিশুশিল্পী জান্নাতুল ভোর।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

১৬ প্রেক্ষাগৃহে ‘ময়না’

আপডেট সময় : ০৪:১২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

বিনোদন ডেস্ক: ভালোবাসা দিবসে দেশের ১৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ময়না’ সিনেমা। এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে নবাগত নায়িকা রাজ রিপার। তার বিপরীতে রয়েছেন চার নায়ক— আমান রেজা, কায়েজ আরজু, আফফান মিতুল ও আরেফিন জিলানী। অভিষেক সিনেমা নিয়ে বেশ উচ্ছ্বসিত রাজ রিপা। তিনি বলেন, “অবশেষে আমার কাঙ্ক্ষিত স্বপ্নপূরণ হচ্ছে, এতে আমি খুশি। দিনটি খুব স্পেশাল। আর এই স্পেশাল দিনে দর্শকদের কাছে ‘ময়না’ একটি স্পেশাল উপহার হবে এমনটাই আশা করছি। সবাইকে অনুরোধ করব, আমার অভিনীত প্রথম সিনেমা দর্শক হলে গিয়ে উপভোগ করবেন।”

অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে মোংলা বাগেরহাট থেকে ঢাকায় পাড়ি জমান রাজ রিপা। জাজ মাল্টিমিডিয়ার ‘দহন’ সিনেমায় ছোট্ট একটি চরিত্রে অভিনয় করার পর পরিচালকদের নজরে আসেন এই অভিনেত্রী। পরে ‘মুক্তি’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন। কিন্তু ‘মুক্তি’ সিনেমার আগেই মুক্তি পাচ্ছে ‘ময়না’। মঞ্জুরুল ইসলাম মেঘ পরিচালিত সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন রাজ রিপা। ‘ময়না’ একটি নারীকেন্দ্রিক গল্পের সিনেমা। চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিইও মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য, সংলাপ পরিচালনা করেছেন পরিচালক। এতে একটি মেয়ের জীবন-সংগ্রামের গল্প দেখতে পাবেন দর্শক। সিনেমাটিতে রিপা ছাড়া অভিনয় করেছেন মোমেনা চৌধুরী, নাদের চৌধুরী, সুব্রত, সুচনা, খলিলুর রহমান কাদরী, আনোয়ার, সীমান্ত, জারা, তাহমিনা মোনা প্রমুখ। বিশেষ চরিত্রে রয়েছেন নায়ক শিশির সরদার, নায়িকা এঞ্জেলা জলি, আপন, শিশুশিল্পী জান্নাতুল ভোর।