ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

সিরিয়ায় নতুন সরকার আগামী মাসে

  • আপডেট সময় : ০৭:৫৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : আগামী মার্চ মাসে সিরিয়ায় নতুুন সরকার গঠন করা হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি। গতকাল বুধবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ফাঁকে এক বৈঠকে এই তথ্য জানিয়েছেন তিনি। গত ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে অন্তর্র্বতী সরকারের অধীনে দেশটি পরিচালিত হচ্ছে। আমিরাতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নেওয়া সিরিয়ার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আগামী ১ মার্চ যে সরকার চালু করা হবে সেখানে জনগণের প্রতিনিধিত্ব থাকবে এবং দেশের বৈচিত্র্যকে বিবেচনায় নেওয়া হবে।

আসাদকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল সিরিয়ার সশস্ত্র ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির-আল শাম (এইচটিএস)। গত ডিসেম্বরে এই গোষ্ঠী নেতৃত্বাধীন বিদ্রোহীদের তুমুল আন্দোলনের মুখে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান। এরপর গত মাসে দেশটির অন্তর্র্বতীকালীন সরকারের প্রেসিডেন্টের দায়িত্ব নেন হায়াত তাহরির-আল শামের নেতা আহমেদ আল-শারা। ক্ষমতায় আসার পরপরই তিনি আসাদ আমলের সংসদ বিলুপ্ত ও কয়েক দশক ধরে সিরিয়া শাসন করা আসাদের রাজনৈতিক দল বার্থ পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করেন। সিরিয়ার অন্তর্র্বতীকালীন আইনসভা গঠনের দায়িত্বও তাকে দেওয়া হয় আহমেদ আল-শারাকে।

সিরিয়ার নতুন সরকার ক্ষমতায় আসার পর হায়াত তাহরির আল-শাম ও তাদের মিত্র অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলোকেও ভেঙে দেওয়া হয়। দেশটির নতুন জাতীয় বাহিনীতে এই বিদ্রোহী গোষ্ঠীগুলোর যোদ্ধাদের একীভূত করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। চলতি মাসের শুরুর দিকে এক সাক্ষাৎকারে আল-শারা বলেছিলেন, দেশে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য পাঁচ বছর পর্যন্ত সময় লাগতে পারে। দেশটির নতুন কর্তৃপক্ষ সকল নাগরিকের অংশগ্রহণে জাতীয় সংলাপ সম্মেলন করার প্রতিশ্রুতি দিয়েছে। তবে এখন পর্যন্ত এই সম্মেলনের তারিখ নির্ধারণ করতে পারেনি তারা। সূত্র: এএফপি।

 

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আয়নাঘরের পরতে পরতে নির্যাতনের চিহ্ন

সিরিয়ায় নতুন সরকার আগামী মাসে

আপডেট সময় : ০৭:৫৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

প্রত্যাশা ডেস্ক : আগামী মার্চ মাসে সিরিয়ায় নতুুন সরকার গঠন করা হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি। গতকাল বুধবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ফাঁকে এক বৈঠকে এই তথ্য জানিয়েছেন তিনি। গত ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে অন্তর্র্বতী সরকারের অধীনে দেশটি পরিচালিত হচ্ছে। আমিরাতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নেওয়া সিরিয়ার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আগামী ১ মার্চ যে সরকার চালু করা হবে সেখানে জনগণের প্রতিনিধিত্ব থাকবে এবং দেশের বৈচিত্র্যকে বিবেচনায় নেওয়া হবে।

আসাদকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল সিরিয়ার সশস্ত্র ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির-আল শাম (এইচটিএস)। গত ডিসেম্বরে এই গোষ্ঠী নেতৃত্বাধীন বিদ্রোহীদের তুমুল আন্দোলনের মুখে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান। এরপর গত মাসে দেশটির অন্তর্র্বতীকালীন সরকারের প্রেসিডেন্টের দায়িত্ব নেন হায়াত তাহরির-আল শামের নেতা আহমেদ আল-শারা। ক্ষমতায় আসার পরপরই তিনি আসাদ আমলের সংসদ বিলুপ্ত ও কয়েক দশক ধরে সিরিয়া শাসন করা আসাদের রাজনৈতিক দল বার্থ পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করেন। সিরিয়ার অন্তর্র্বতীকালীন আইনসভা গঠনের দায়িত্বও তাকে দেওয়া হয় আহমেদ আল-শারাকে।

সিরিয়ার নতুন সরকার ক্ষমতায় আসার পর হায়াত তাহরির আল-শাম ও তাদের মিত্র অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলোকেও ভেঙে দেওয়া হয়। দেশটির নতুন জাতীয় বাহিনীতে এই বিদ্রোহী গোষ্ঠীগুলোর যোদ্ধাদের একীভূত করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। চলতি মাসের শুরুর দিকে এক সাক্ষাৎকারে আল-শারা বলেছিলেন, দেশে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য পাঁচ বছর পর্যন্ত সময় লাগতে পারে। দেশটির নতুন কর্তৃপক্ষ সকল নাগরিকের অংশগ্রহণে জাতীয় সংলাপ সম্মেলন করার প্রতিশ্রুতি দিয়েছে। তবে এখন পর্যন্ত এই সম্মেলনের তারিখ নির্ধারণ করতে পারেনি তারা। সূত্র: এএফপি।