ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

পাকিস্তানে এমপিদের বেতন বাড়ছে ১৩৮ শতাংশ

  • আপডেট সময় : ০৭:৩৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক: এমপিদের বেতন বৃদ্ধি সংক্রান্ত একটি বিল পাস হয়েছে পাকিস্তানের পার্লামেন্টে। ওই অনুযায়ী এখন থেকে এমপিরা বেতন হিসেবে প্রতি মাসে পাবেন ৫ লাখ ১৯ হাজার পাকিস্তানি রুপি।
এতদিন পর্যন্ত প্রত্যেক এমপির মাসিক বেতন ছিল ২ লাখ ১৮ হাজার রুপি। নতুন বিল পাসের পর শতকরা হিসাবে তাদের বেতন বাড়ছে ১৩৮ শতাংশ।
পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে আগেই সংখ্যাগরিষ্ঠ এমপিদের ভোটের ভিত্তিতে পাস হয়েছিল এই বিলটি। গতকাল মঙ্গলবার উচ্চকক্ষ সিনেটও এই বিলটিতে সবুজ সংকেত দিয়েছে। পার্লামেন্টসূত্রে জানা গেছে, সিনেটে পাস হওয়ার পর বিলটি প্রেসিডেন্টের দপ্তরে পাঠানো হয়েছে। প্রেসিডেন্ট স্বাক্ষর করলেই সেটি আইনে পরিণত হবে।

এমপিদের পাশাপাশি প্রাদেশিক আইনসভার মন্ত্রী, স্পিকার-ডেপুটি স্পিকার, পার্লামেন্ট সচিব, প্রাদেশিক মুখ্যমন্ত্রীর উপদেষ্টা এবং বিশেষ সহকারীর বেতনও বাড়ছে। নতুন বিলে প্রেসিডেন্ট স্বাক্ষর করলে প্রত্যেক প্রাদেশিক মন্ত্রীর মাসিক বেতন হবে ৯ লাখ ৬০ হাজার রুপি (বর্তমান বেতন ১ লাখ রুপি) স্পিকারের বেতন হবে ৯ লাখ ৫০ হাজার রুপি (বর্তমান বেতন ১ লাখ ২৫ হাজার রুপি), ডেপুটি স্পিকারের বেতন হবে ৮ লাখ রুপি (বর্তমান বেতন ১ লাখ ২০ হাজার রুপি), পার্লামেন্ট সচিবদের বেতন হবে ৪ লাখ ৫১ হাজার রুপি (বর্তমান বেতন ৮৩ হাজার রুপি। এছাড়া প্রাদেশিক মুখ্যমন্ত্রীর উপদেষ্টা ও বিশেষ সহকারীর বেতন ১ লাখ থেকে বেড়ে হবে ৬ লাখ ৬৫ হাজার রুপি।

গত ২৬ জানুয়ারি ন্যাশনাল অ্যাসেম্বলিতে বিলটি উত্থাপন করেন ক্ষমতাসীন জোট সরকারের প্রধান শরিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএলএন) এমপি রোমিনা খুরশিদ আলম। ১৯৭৪ সালে প্রণীত ‘মেম্বারর্স অব পার্লামেন্ট (স্যালারিজ অ্যান্ড অ্যালাউয়েন্স) অ্যাক্ট ১৯৭৪’ অনুসরণ করে প্রস্তুত করা এই বিলটি কোনো বিরোধিতা ছাড়াই পাস হয় অ্যাসম্বলিতে। নিম্নকক্ষে পাসের পর বিলটি পাঠানো হয় সিনেটে। সেখানে গতকাল পাস হলো সেটি।
গত ডিসেম্বরে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আইনসভার বিধায়াকদের বেতন ৭৬ হাজার রুপি থেকে বাড়িয়ে ৪ লাখ রুপি করা হয়েছিল। সূত্র : জিও টিভি।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আয়নাঘরের পরতে পরতে নির্যাতনের চিহ্ন

পাকিস্তানে এমপিদের বেতন বাড়ছে ১৩৮ শতাংশ

আপডেট সময় : ০৭:৩৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

বিদেশের খবর ডেস্ক: এমপিদের বেতন বৃদ্ধি সংক্রান্ত একটি বিল পাস হয়েছে পাকিস্তানের পার্লামেন্টে। ওই অনুযায়ী এখন থেকে এমপিরা বেতন হিসেবে প্রতি মাসে পাবেন ৫ লাখ ১৯ হাজার পাকিস্তানি রুপি।
এতদিন পর্যন্ত প্রত্যেক এমপির মাসিক বেতন ছিল ২ লাখ ১৮ হাজার রুপি। নতুন বিল পাসের পর শতকরা হিসাবে তাদের বেতন বাড়ছে ১৩৮ শতাংশ।
পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে আগেই সংখ্যাগরিষ্ঠ এমপিদের ভোটের ভিত্তিতে পাস হয়েছিল এই বিলটি। গতকাল মঙ্গলবার উচ্চকক্ষ সিনেটও এই বিলটিতে সবুজ সংকেত দিয়েছে। পার্লামেন্টসূত্রে জানা গেছে, সিনেটে পাস হওয়ার পর বিলটি প্রেসিডেন্টের দপ্তরে পাঠানো হয়েছে। প্রেসিডেন্ট স্বাক্ষর করলেই সেটি আইনে পরিণত হবে।

এমপিদের পাশাপাশি প্রাদেশিক আইনসভার মন্ত্রী, স্পিকার-ডেপুটি স্পিকার, পার্লামেন্ট সচিব, প্রাদেশিক মুখ্যমন্ত্রীর উপদেষ্টা এবং বিশেষ সহকারীর বেতনও বাড়ছে। নতুন বিলে প্রেসিডেন্ট স্বাক্ষর করলে প্রত্যেক প্রাদেশিক মন্ত্রীর মাসিক বেতন হবে ৯ লাখ ৬০ হাজার রুপি (বর্তমান বেতন ১ লাখ রুপি) স্পিকারের বেতন হবে ৯ লাখ ৫০ হাজার রুপি (বর্তমান বেতন ১ লাখ ২৫ হাজার রুপি), ডেপুটি স্পিকারের বেতন হবে ৮ লাখ রুপি (বর্তমান বেতন ১ লাখ ২০ হাজার রুপি), পার্লামেন্ট সচিবদের বেতন হবে ৪ লাখ ৫১ হাজার রুপি (বর্তমান বেতন ৮৩ হাজার রুপি। এছাড়া প্রাদেশিক মুখ্যমন্ত্রীর উপদেষ্টা ও বিশেষ সহকারীর বেতন ১ লাখ থেকে বেড়ে হবে ৬ লাখ ৬৫ হাজার রুপি।

গত ২৬ জানুয়ারি ন্যাশনাল অ্যাসেম্বলিতে বিলটি উত্থাপন করেন ক্ষমতাসীন জোট সরকারের প্রধান শরিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএলএন) এমপি রোমিনা খুরশিদ আলম। ১৯৭৪ সালে প্রণীত ‘মেম্বারর্স অব পার্লামেন্ট (স্যালারিজ অ্যান্ড অ্যালাউয়েন্স) অ্যাক্ট ১৯৭৪’ অনুসরণ করে প্রস্তুত করা এই বিলটি কোনো বিরোধিতা ছাড়াই পাস হয় অ্যাসম্বলিতে। নিম্নকক্ষে পাসের পর বিলটি পাঠানো হয় সিনেটে। সেখানে গতকাল পাস হলো সেটি।
গত ডিসেম্বরে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আইনসভার বিধায়াকদের বেতন ৭৬ হাজার রুপি থেকে বাড়িয়ে ৪ লাখ রুপি করা হয়েছিল। সূত্র : জিও টিভি।