নারী ও শিশু ডেস্ক: কিছুদিন ধরেই দেখা যাচ্ছে, শোরুম ও রেস্তোরাঁ উদ্বোধন করতে গিয়ে বাধার মুখে পড়ছেন মেহজাবীন চৌধুরী, পরীমনির পর অপু বিশ্বাসের মতো তারকারা। বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে টিভি নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ।
লিখিত বিবৃতিতে বলা হয়, ‘সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু ঘটনা আমাদের উদ্বিগ্ন ও শঙ্কিত করেছে এবং শিল্পীর স্বাধীনতা ও পেশার প্রতি হুমকি হয়ে দাঁড়াচ্ছে। আমরা লক্ষ করেছি, নারী অভিনয়শিল্পীদের বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণে বাধা দেওয়া হয়েছে।’
তিন মাসের ব্যবধানে একই কায়দায় রাজধানীর কামরাঙ্গীরচরে অপু বিশ্বাস, চট্টগ্রামে মেহজাবীন চৌধুরী, টাঙ্গাইলে পরীমনি বাধার মুখে পড়েছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।
এর বাইরে শুটিং ও শিল্পীদের বিদেশযাত্রায়ও বাধা দেওয়ার ঘটনা ঘটেছে বলে দাবি করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। সংগঠনটি লিখেছে, ‘যদি কোনো অভিনয়শিল্পী কোনো রকম অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন, তাহলে সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে রাষ্ট্রের প্রচলিত আইনে তার বিচার হবে। কিন্তু অহেতুক হয়রানি বন্ধ করা না গেলে ভয়-শঙ্কাহীন ও স্বাধীনভাবে শিল্প-সংস্কৃতির চর্চা করা কঠিন হয়ে দাঁড়াবে। এতে দেশীয় শিল্প-সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হবে এবং ভিনদেশি ও অপসংস্কৃতির বিস্তার ঘটার আশঙ্কা তৈরি হবে। আমরা এ বিষয়ে সরকার ও যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং আশু সমাধান দাবি করছি।’
সংগঠনটির ভাষ্য, ‘এই মুহূর্তে সবাকে সাথে নিয়ে আগামী দিনের বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সংস্কৃতিবান্ধব বাংলাদেশ বিনির্মাণ হোক আমাদের সকলের লক্ষ্য।’
সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তৃতীয় বার্ষিক সাধারণ সভায় সদস্যদের সম্মতিক্রমে ওই বিবৃতি দেওয়া হয়েছে। এতে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি আহসান হাবীব নাসিম ও সাধারণ সম্পাদক রওনক হাসান।