ঢাকা ০২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

দক্ষিণপূর্ব লিবিয়ায় গণকবরে ২৮ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ

  • আপডেট সময় : ০৭:৪৮:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

গণকবর থেকে উদ্ধার অভিবাসীদের মরদেহ: ছবি

বিদেশের খবর ডেস্ক : লিবিয়ার নিরাপত্তা কর্তৃপক্ষ দেশটির দক্ষিণপূর্বের মরুভূমিতে একটি গণকবর থেকে অন্তত ২৮ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করেছে। উত্তর আফ্রিকার এ আরব দেশটির অ্যাটর্নি জেনারেল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে এ খবর দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অ্যাটর্নি জেনারেল জানান, কুফরা শহরের উত্তরে এই মরদেহগুলো পাওয়া গেছে।

পাশাপাশি ৭৬ জন অভিবাসনপ্রত্যাশীকে জোরপূর্বক বন্দিদশা থেকে মুক্তও করা হয়েছে। এ অভিবাসনপ্রত্যাশীরা কোন দেশের নাগরিক রয়টার্সের প্রতিবেদনে সে বিষয়ে কিছু জানানো হয়নি। কুফরা শহরটি রাজধানী ত্রিপোলি থেকে প্রায় এক হাজার ৭১২ কিলোমিটার দূরে অবস্থিত। এর আগে বৃহস্পতিবার একই অঞ্চলের জিখারা এলাকায় একটি গণকবর থেকে ১৯টি মরদেহ উদ্ধার করে আলওয়াহাত নিরাপত্তা অধিদপ্তর। এদিকে পশ্চিমের জিবিয়া শহরের দিলা বন্দরের কাছে সমুদ্রে নৌকা ডুবির ঘটনায় আরও ১০ জন অভিবাসনপ্রত্যাশীর লাশ উদ্ধার করেছে লিবিয়ান রেড ক্রিসেন্ট।

ভেরিফায়েড ফেইসবুক পেইজে লিবিয়ার অ্যাটর্নি জেনারেল বলেন, সংঘবদ্ধ একটি চক্রের সদস্যরা ইচ্ছাকৃতভাবে অবৈধ অভিবাসীদের স্বাধীনতা খর্ব করেছে, তাদের উপর নির্যাতন চালিয়েছে, তাদের সঙ্গে নিষ্ঠুর, অপমানজনক ও অমানবিক আচরণ করেছে। এ অভিবাসনপ্রত্যাশীদের ‘মৃত্যুর কারণ জানতে’ কর্তৃপক্ষ ময়নাতদন্ত শুরু করেছে। পাশাপাশি জীবিত উদ্ধার ব্যক্তিদের সাক্ষ্য নেওয়া হচ্ছে। এই ঘটনায় তিন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজন লিবিয়ার নাগরিক, বাকিরা বিদেশি।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মব বন্ধ না করলে ডেভিল হিসেবে ট্রিট করবো: উপদেষ্টা মাহফুজ

দক্ষিণপূর্ব লিবিয়ায় গণকবরে ২৮ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ

আপডেট সময় : ০৭:৪৮:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

বিদেশের খবর ডেস্ক : লিবিয়ার নিরাপত্তা কর্তৃপক্ষ দেশটির দক্ষিণপূর্বের মরুভূমিতে একটি গণকবর থেকে অন্তত ২৮ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করেছে। উত্তর আফ্রিকার এ আরব দেশটির অ্যাটর্নি জেনারেল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে এ খবর দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অ্যাটর্নি জেনারেল জানান, কুফরা শহরের উত্তরে এই মরদেহগুলো পাওয়া গেছে।

পাশাপাশি ৭৬ জন অভিবাসনপ্রত্যাশীকে জোরপূর্বক বন্দিদশা থেকে মুক্তও করা হয়েছে। এ অভিবাসনপ্রত্যাশীরা কোন দেশের নাগরিক রয়টার্সের প্রতিবেদনে সে বিষয়ে কিছু জানানো হয়নি। কুফরা শহরটি রাজধানী ত্রিপোলি থেকে প্রায় এক হাজার ৭১২ কিলোমিটার দূরে অবস্থিত। এর আগে বৃহস্পতিবার একই অঞ্চলের জিখারা এলাকায় একটি গণকবর থেকে ১৯টি মরদেহ উদ্ধার করে আলওয়াহাত নিরাপত্তা অধিদপ্তর। এদিকে পশ্চিমের জিবিয়া শহরের দিলা বন্দরের কাছে সমুদ্রে নৌকা ডুবির ঘটনায় আরও ১০ জন অভিবাসনপ্রত্যাশীর লাশ উদ্ধার করেছে লিবিয়ান রেড ক্রিসেন্ট।

ভেরিফায়েড ফেইসবুক পেইজে লিবিয়ার অ্যাটর্নি জেনারেল বলেন, সংঘবদ্ধ একটি চক্রের সদস্যরা ইচ্ছাকৃতভাবে অবৈধ অভিবাসীদের স্বাধীনতা খর্ব করেছে, তাদের উপর নির্যাতন চালিয়েছে, তাদের সঙ্গে নিষ্ঠুর, অপমানজনক ও অমানবিক আচরণ করেছে। এ অভিবাসনপ্রত্যাশীদের ‘মৃত্যুর কারণ জানতে’ কর্তৃপক্ষ ময়নাতদন্ত শুরু করেছে। পাশাপাশি জীবিত উদ্ধার ব্যক্তিদের সাক্ষ্য নেওয়া হচ্ছে। এই ঘটনায় তিন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে একজন লিবিয়ার নাগরিক, বাকিরা বিদেশি।