ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

ভারতে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩১ মাওবাদী নিহত

  • আপডেট সময় : ০৭:৪৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : ভারতের ছত্তিশগড়ের বিজাপুর জেলায় রোববার (৯ ফেব্রুয়ারি) নিরাপত্তা বাহিনী ৩১ মাওবাদীকে গুলি করে হত্যা করেছে। ইন্দ্রাবতী জাতীয় উদ্যান এলাকার জঙ্গলে মাওবাদীবিরোধী অভিযানের সময় দুইপক্ষের সংঘর্ষ শুরু হয়। এ সময় দুই নিরাপত্তা কর্মীও আহত হন। দেশটির সরকারি বিবৃতি অনুসারে, দুইজন নিরাপত্তা কর্মীও আহত হয়েছেন।

তবে তারা বিপদমুক্ত এবং চিকিৎসার জন্য তাদের সরিয়ে নেওয়া হয়েছে। জেলা রিজার্ভ গ্রুপ, স্পেশাল টাস্ক ফোর্স এবং বাস্তার ফাইটার ফোর্সের নিরাপত্তা কর্মীদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ শুরু হলে বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে ৩১ মাওবাদীর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় যৌথ বাহিনী একে-৪৭ রাইফেল, সেলফ লোডিং রাইফেল এবং পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং গ্রেনেড ও বিস্ফোরক উদ্ধার করে। কর্মকর্তারা জানান, বন্দুকযুদ্ধে নিহত মাওবাদীদের শনাক্ত করা হচ্ছে। অনুসন্ধান অভিযান চলছে এবং সংঘর্ষস্থলে আরও বাহিনী পাঠানো হয়েছে। সূত্র: এনডিটিভি

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মব বন্ধ না করলে ডেভিল হিসেবে ট্রিট করবো: উপদেষ্টা মাহফুজ

ভারতে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩১ মাওবাদী নিহত

আপডেট সময় : ০৭:৪৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫

বিদেশের খবর ডেস্ক : ভারতের ছত্তিশগড়ের বিজাপুর জেলায় রোববার (৯ ফেব্রুয়ারি) নিরাপত্তা বাহিনী ৩১ মাওবাদীকে গুলি করে হত্যা করেছে। ইন্দ্রাবতী জাতীয় উদ্যান এলাকার জঙ্গলে মাওবাদীবিরোধী অভিযানের সময় দুইপক্ষের সংঘর্ষ শুরু হয়। এ সময় দুই নিরাপত্তা কর্মীও আহত হন। দেশটির সরকারি বিবৃতি অনুসারে, দুইজন নিরাপত্তা কর্মীও আহত হয়েছেন।

তবে তারা বিপদমুক্ত এবং চিকিৎসার জন্য তাদের সরিয়ে নেওয়া হয়েছে। জেলা রিজার্ভ গ্রুপ, স্পেশাল টাস্ক ফোর্স এবং বাস্তার ফাইটার ফোর্সের নিরাপত্তা কর্মীদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ শুরু হলে বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে ৩১ মাওবাদীর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় যৌথ বাহিনী একে-৪৭ রাইফেল, সেলফ লোডিং রাইফেল এবং পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং গ্রেনেড ও বিস্ফোরক উদ্ধার করে। কর্মকর্তারা জানান, বন্দুকযুদ্ধে নিহত মাওবাদীদের শনাক্ত করা হচ্ছে। অনুসন্ধান অভিযান চলছে এবং সংঘর্ষস্থলে আরও বাহিনী পাঠানো হয়েছে। সূত্র: এনডিটিভি