বিনোদন প্রতিবেদক: ভালোবাসা, বন্ধুত্ব, বিশ্বাস ও ত্যাগের গল্পে পরিচালক ইফফাত জাহান মম নির্মাণ করেছেন নাটক ‘ব্যথার বাগান’। কিঙ্কর আহসানের গল্পে নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও আইশা খান।
এক বিজ্ঞপ্তিতে নির্মাতা মম বলেন, “ভালোবাসা ও বন্ধুত্বের গল্পের নাটক ‘ব্যথার বাগান’। এই নাটকে সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।” নাটকে একটি গানও রয়েছে। যা দর্শকের পছন্দ হবে বলে মনে করেন পরিচালক। মম মনে করছেন এই নাটকের গান পছন্দ করবেন তরুণেরা। জাহিদ নীরবের সংগীতায়োজনে এতে কণ্ঠ দিয়েছেন মাশা ইসলাম ও হাসিবুল নিবীর।
গানটি লিখেছেন তারিক তুহিন। কে এস এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি এসেছে বলে জানিয়েছেন মম।