গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হকের পৈতৃক বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে জাতীয় নাগরিক কমিটি।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের রাজবাড়ী মাঠে বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানান নেতৃবৃন্দ।
কর্মসূচিতে জাতীয় নাগরিক কমিটির গাজীপুর জেলা ও মহানগরের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন দল ও সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
হামলায় জড়িতদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সমাবেশে বক্তারা বলেন, ‘হামলাকারীদের বিচার যদি না হয় তাহলে আমরা গাজীপুরের সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ করে দেবো। রাজপথ বন্ধ করে দেবো, নৌপথ বন্ধ করে দেবো, শিল্প প্রতিষ্ঠান বন্ধ করে দেবো। ফ্যাসিস্টবিরোধী আন্দোলন থেকে ফ্যাসিবাদের দোসরদের নিশ্চিহ্ন করে গাজীপুর থেকে আমরা ঘরে ফিরে যাবো।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্যসচিব আরিফ সোহেল বলেন, ‘আমাদের ভাইদের উপরে এখনও আক্রমণ চলছে। আমরা খবর পেয়েছি। জুলাইয়ের আন্দোলনের মাঠে, লড়াইয়ের মাঠে আমাদের জয় হয়েছে। আজকে আমরা আবারও প্রস্তুত হবো। আজ বিভিন্ন জায়গায় আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী, বিভিন্ন বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণ করে সেই দায় আমাদের ওপর দেওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সবার প্রতি অনুরোধ সংঘবদ্ধভাবে প্রতিহত করবেন, কেউ বিচ্ছিন্ন হবেন না। সুশৃঙ্খলভাবে গাজীপুরের মাটি থেকে ফ্যাসিবাদমুক্ত করতে হবে।’
কেন্দ্রীয় সংগঠক আলী রাসেল খান বলেন, ‘গাজীপুরে গতকাল যারা শিক্ষার্থীদের ওপর তাণ্ডব চালিয়েছে তাদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে। আওয়ামী লীগ ফ্যাসিস্টদের নিবন্ধন বাতিল করতে হবে। সম্পত্তি বাতিল করতে হবে। গতকাল যারা আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়েছেন, সেইসব কর্মকর্তাদের অপসারণ করতে হবে।’
গাজীপুর মহানগর ছাত্রশিবিরের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হায়দার আলী বলেন, ‘আমরা দেখছি, জুলাই পরবর্তী সময়ে ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন জায়গায় উঁকিঝুঁকি মারার চেষ্টা করছে। এখনও তারা আমাদের ভাইদের বিভিন্ন জায়গায় আক্রমণ করছে। এই সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, অনতিবিলম্বে ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।’ এ সময় ছাত্র-জনতা জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দেয়।