চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে নিয়মিত অভিযানে সিটি করপোরেশনের সাবেক এক কাউন্সিলরসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে গ্রেফতারের তথ্য দিয়েছে মহানগর পুলিশ।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।
গ্রেফতারদের মধ্যে রয়েছেন ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. ইসমাইল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও বাংলাদেশ মুক্তিযুদ্ধমঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মো. আরাফাত। এছাড়া চকবাজার থানার মামলায় এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে এবং সন্ত্রাস বিরোধী আইনের মামলার আসামি বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে পুলিশ।