ঢাকা ১১:০৯ অপরাহ্ন, শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫

বিপিএলে বিদেশি ক্রিকেটার ব্যবস্থাপনায় বিসিবির নতুন সিদ্ধান্ত

  • আপডেট সময় : ০৪:৫১:০৮ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: পারিশ্রমিক বিতর্ক তো টুর্নামেন্টজুড়েই ছিল। এবারের বিপিএলে কেলেঙ্কারি নতুন মাত্রা পায় দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটারদের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা ও বিমান টিকেট না পাওয়ায়। এসব নিয়ে অনেক আলোচনা-সমালোচনার পর অবশেষে বিসিবি জানাল, বিপিএলে বিদেশি ক্রিকেটার ব্যবস্থায় সব দায়িত্ব এখন থেকে বোর্ডের।

বিপিএলের একাদশ আসর শেষ হওয়ার পরদিন শনিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বিপিএলে ‘কঠোর আর্থিক প্রটোকলের’ পরিকল্পনা নিয়েছে বোর্ড। বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্তা সংস্থা জানায়, বিদেশি ক্রিকেটারদের ব্যবস্থাপনার ব্যাপারটি সরাসরি দেখভাল করবেন তারা। প্লেয়াস ড্রাফটে নাম লেখানো সব বিদেশি ক্রিকেটারের চুক্তির দায়িত্ব বোর্ড নেবে এবং তাদের পারিশ্রমিক সময়মতো ও স্বচ্ছ প্রক্রিয়ায় পাওয়া বোর্ড নিশ্চিত করবে।

বিদেশি ক্রিকেটারদের সার্বিক লজিস্টিক্যাল ব্যাপারটিও সামলাবে বিসিবি। এই প্রক্রিয়ার অংশ হিসেবে, বিপিএল শেষে বিদেশি ক্রিকেটারদের নিজ নিজ গন্তব্যে মসৃণভাবে ফেরা নিশ্চিত করবে বোর্ড। এছাড়াও জানানো হয়, আরও কঠোর আর্থিক প্রটোকল গগে তুলতে, ক্রিকেটারদের স্বার্থ নিশ্চিত করতে ও আর্থিক প্রক্রিয়া প্রবাহমান রাখতে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বিসিবি। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, বিপিএলকে পেশাদারি ও মসৃণ করে তুলতে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। “বিপিএলের শুদ্ধতা তুলে ধরতে এবং সব দেশি-বিদেশি ক্রিকেটারকে পেশাদারি অভিজ্ঞতার স্বাদ দিতে বিসিবির অঙ্গীকারকেই ফুটিয়ে তুলছে এই উদ্যোগগুলো।

এই লিগের সব ধরনের পরিচলন ও আর্থিক ক্ষেত্রগুলো শক্তিশালী করতে সব অংশীদারের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ চালিয়ে যাবে বোর্ড।” সামনের বিপিএলে তাকিয়ে কিছু প্রশ্নের জায়গা অবশ্য আছে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, আগামী বিপিএলের আগেই বিসিবির নির্বাচন হয়ে যাবে। সেক্ষেত্রে ফারুক আহমেদই বোর্ড প্রধান থাকবেন নাকি বিসিবিতে পরিবর্তন আসবে, সেটি বড় কৌতূহলের জায়গা। নতুন কেউ দায়িত্বে এলে তার নেতৃত্বাধীন বোর্ড নতুন কোনো সিদ্ধান্ত নেবে কি না, দেখার থাকবে সেসবও। এছাড়া ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বিসিবির চুক্তিও শেষ এই আসর দিয়ে। বর্তমান ফ্র্যাঞ্চাইজির কতগুলো সামনে থাকে, নতুন ফ্র্যাঞ্চাইজি আসে কি না, কৌতুহল থাকবে এসব নিয়েও।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দেশ নিয়ে নতুন ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা: ফখরুল

বিপিএলে বিদেশি ক্রিকেটার ব্যবস্থাপনায় বিসিবির নতুন সিদ্ধান্ত

আপডেট সময় : ০৪:৫১:০৮ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫

ক্রীড়া প্রতিবেদক: পারিশ্রমিক বিতর্ক তো টুর্নামেন্টজুড়েই ছিল। এবারের বিপিএলে কেলেঙ্কারি নতুন মাত্রা পায় দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটারদের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা ও বিমান টিকেট না পাওয়ায়। এসব নিয়ে অনেক আলোচনা-সমালোচনার পর অবশেষে বিসিবি জানাল, বিপিএলে বিদেশি ক্রিকেটার ব্যবস্থায় সব দায়িত্ব এখন থেকে বোর্ডের।

বিপিএলের একাদশ আসর শেষ হওয়ার পরদিন শনিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বিপিএলে ‘কঠোর আর্থিক প্রটোকলের’ পরিকল্পনা নিয়েছে বোর্ড। বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্তা সংস্থা জানায়, বিদেশি ক্রিকেটারদের ব্যবস্থাপনার ব্যাপারটি সরাসরি দেখভাল করবেন তারা। প্লেয়াস ড্রাফটে নাম লেখানো সব বিদেশি ক্রিকেটারের চুক্তির দায়িত্ব বোর্ড নেবে এবং তাদের পারিশ্রমিক সময়মতো ও স্বচ্ছ প্রক্রিয়ায় পাওয়া বোর্ড নিশ্চিত করবে।

বিদেশি ক্রিকেটারদের সার্বিক লজিস্টিক্যাল ব্যাপারটিও সামলাবে বিসিবি। এই প্রক্রিয়ার অংশ হিসেবে, বিপিএল শেষে বিদেশি ক্রিকেটারদের নিজ নিজ গন্তব্যে মসৃণভাবে ফেরা নিশ্চিত করবে বোর্ড। এছাড়াও জানানো হয়, আরও কঠোর আর্থিক প্রটোকল গগে তুলতে, ক্রিকেটারদের স্বার্থ নিশ্চিত করতে ও আর্থিক প্রক্রিয়া প্রবাহমান রাখতে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বিসিবি। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, বিপিএলকে পেশাদারি ও মসৃণ করে তুলতে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। “বিপিএলের শুদ্ধতা তুলে ধরতে এবং সব দেশি-বিদেশি ক্রিকেটারকে পেশাদারি অভিজ্ঞতার স্বাদ দিতে বিসিবির অঙ্গীকারকেই ফুটিয়ে তুলছে এই উদ্যোগগুলো।

এই লিগের সব ধরনের পরিচলন ও আর্থিক ক্ষেত্রগুলো শক্তিশালী করতে সব অংশীদারের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ চালিয়ে যাবে বোর্ড।” সামনের বিপিএলে তাকিয়ে কিছু প্রশ্নের জায়গা অবশ্য আছে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, আগামী বিপিএলের আগেই বিসিবির নির্বাচন হয়ে যাবে। সেক্ষেত্রে ফারুক আহমেদই বোর্ড প্রধান থাকবেন নাকি বিসিবিতে পরিবর্তন আসবে, সেটি বড় কৌতূহলের জায়গা। নতুন কেউ দায়িত্বে এলে তার নেতৃত্বাধীন বোর্ড নতুন কোনো সিদ্ধান্ত নেবে কি না, দেখার থাকবে সেসবও। এছাড়া ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বিসিবির চুক্তিও শেষ এই আসর দিয়ে। বর্তমান ফ্র্যাঞ্চাইজির কতগুলো সামনে থাকে, নতুন ফ্র্যাঞ্চাইজি আসে কি না, কৌতুহল থাকবে এসব নিয়েও।