ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু ৩ মার্চ

  • আপডেট সময় : ০৪:৪৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: বিপিএল শেষ হয়েছে গত শুক্রবার রাতে। শনিবার সকাল থেকেই শুরু হয়ে গেছে ক্লাব কর্তা, কোচ ও ক্রিকেটারদের কর্ম ব্যস্ততা। এখন চলছে ক্লাবগুলোর ক্রিকেটার সংগ্রহের কাজ। ঘর গোছানোর কাজ। কথাবার্তা, দেন-দরবার শেষে পাকা কথা হওয়া মাত্র অগ্রিম অর্থ প্রদান করা হচ্ছে ক্রিকেটারদের। জানা গেছে, আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি দুইদিন ব্যাপী দল বদল অনুষ্ঠান। সেখানে দল বদলের আনুষ্ঠানিক কাজকর্ম সারবেন ক্রিকেটাররা। ক্লাবগুলো পছন্দের ক্রিকেটারদের দিয়ে ২০২৫ সালের প্রিমিয়ার লিগের নতুন দল সাজাবেন।

আগেই জানা ‘পঞ্চপাণ্ডবের’ অন্যতম তিনজন- তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লা রিয়াদ এবার খেলবেন মোহামেডানে। এরমধ্যে মাহমুদউল্লাহ গত দুই বছর ধরেই সাদা-কালো জার্সি গায়ে খেলছেন। তামিম ও মুশফিক আবার ফিরছেন পুেেরানা ঢেরায়। তাদের সাথে থাকবেন আরও এক ঝাঁক নামী ক্রিকেটার। সেই তালিকার সর্বশেষ সংযোজন তাওহিদ হৃদয়। নির্ভরযোগ্য সূত্রের খবর, আজ শনিবার দুপুরের আগেই হৃদয়ের সাথে কথা-বার্তা চূড়ান্ত হয়েছে মোহামেডানের। তবে মেহেদী হাসান মিরাজকে মোহামেডানে দেখা যাবে কিনা সন্দেহ। জানা গেছে, মিরাজ এবার পবিত্র মাহে রমজানে ওমরাহ করতে চাচ্ছেন। আর ঠিক ওই সময়ে প্রিমিয়ার লিগ চলবে। তাই মিরাজ সাদা-কালো জার্সি গায়ে চাপাবেন কিনা, তা এখনো নিশ্চিত নয়।

জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দল বদলের কথা শোনা গেলেও জানা গেছে, তিনি আবাহনী, মানে আকাশি-হলুদ শিবিরেই থেকে যাচ্ছেন। এছাড়া মোসাদ্দেকও আবাহনীর হয়ে খেলবেন বলে জানা গেছে। তবে আবাহনী ছাড়ার তালিকাও বেশ বড়। পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন আবাহনী ছেড়ে মোহামেডানে পাড়ি জমিয়েছেন। জাকের আলী অনিকও আবাহনী ছেড়ে যাচ্ছেন লিজেন্ডস অব রুপগঞ্জে। এদিকে ক্রিকেটারদের পাশাপাশি কোচ বদলের ঘটনাও আছে। দীর্ঘ এক যুগের বেশি সময়ের কোচ খালেদ মাহমুদ সুজন আবাহনী ছেড়ে চলে গেছেন। নতুন কোচ হিসেবে হান্নান সরকারকে বেছে নিয়েছেন দলটির কর্তারা।

জানা গেছে, হান্নান জাতীয় দলের নির্বাচক পদ ছেড়ে আবাহনীর কোচ হতে চুক্তিবদ্ধ হয়েছেন। এছাড়া জাতীয় দলের প্রধান সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দীনও এবার প্রিমিয়ার লিগে কোচিং করাতে পারবেন না। তার সাবেক দল প্রাইম ব্যাংকের নতুন কোচ হতে যাচ্ছেন বিপিএলে খুলনা টাইগার্সকে কোচিং করানো তালহা জুবায়ের।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দেশ নিয়ে নতুন ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা: ফখরুল

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু ৩ মার্চ

আপডেট সময় : ০৪:৪৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫

ক্রীড়া ডেস্ক: বিপিএল শেষ হয়েছে গত শুক্রবার রাতে। শনিবার সকাল থেকেই শুরু হয়ে গেছে ক্লাব কর্তা, কোচ ও ক্রিকেটারদের কর্ম ব্যস্ততা। এখন চলছে ক্লাবগুলোর ক্রিকেটার সংগ্রহের কাজ। ঘর গোছানোর কাজ। কথাবার্তা, দেন-দরবার শেষে পাকা কথা হওয়া মাত্র অগ্রিম অর্থ প্রদান করা হচ্ছে ক্রিকেটারদের। জানা গেছে, আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি দুইদিন ব্যাপী দল বদল অনুষ্ঠান। সেখানে দল বদলের আনুষ্ঠানিক কাজকর্ম সারবেন ক্রিকেটাররা। ক্লাবগুলো পছন্দের ক্রিকেটারদের দিয়ে ২০২৫ সালের প্রিমিয়ার লিগের নতুন দল সাজাবেন।

আগেই জানা ‘পঞ্চপাণ্ডবের’ অন্যতম তিনজন- তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লা রিয়াদ এবার খেলবেন মোহামেডানে। এরমধ্যে মাহমুদউল্লাহ গত দুই বছর ধরেই সাদা-কালো জার্সি গায়ে খেলছেন। তামিম ও মুশফিক আবার ফিরছেন পুেেরানা ঢেরায়। তাদের সাথে থাকবেন আরও এক ঝাঁক নামী ক্রিকেটার। সেই তালিকার সর্বশেষ সংযোজন তাওহিদ হৃদয়। নির্ভরযোগ্য সূত্রের খবর, আজ শনিবার দুপুরের আগেই হৃদয়ের সাথে কথা-বার্তা চূড়ান্ত হয়েছে মোহামেডানের। তবে মেহেদী হাসান মিরাজকে মোহামেডানে দেখা যাবে কিনা সন্দেহ। জানা গেছে, মিরাজ এবার পবিত্র মাহে রমজানে ওমরাহ করতে চাচ্ছেন। আর ঠিক ওই সময়ে প্রিমিয়ার লিগ চলবে। তাই মিরাজ সাদা-কালো জার্সি গায়ে চাপাবেন কিনা, তা এখনো নিশ্চিত নয়।

জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দল বদলের কথা শোনা গেলেও জানা গেছে, তিনি আবাহনী, মানে আকাশি-হলুদ শিবিরেই থেকে যাচ্ছেন। এছাড়া মোসাদ্দেকও আবাহনীর হয়ে খেলবেন বলে জানা গেছে। তবে আবাহনী ছাড়ার তালিকাও বেশ বড়। পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন আবাহনী ছেড়ে মোহামেডানে পাড়ি জমিয়েছেন। জাকের আলী অনিকও আবাহনী ছেড়ে যাচ্ছেন লিজেন্ডস অব রুপগঞ্জে। এদিকে ক্রিকেটারদের পাশাপাশি কোচ বদলের ঘটনাও আছে। দীর্ঘ এক যুগের বেশি সময়ের কোচ খালেদ মাহমুদ সুজন আবাহনী ছেড়ে চলে গেছেন। নতুন কোচ হিসেবে হান্নান সরকারকে বেছে নিয়েছেন দলটির কর্তারা।

জানা গেছে, হান্নান জাতীয় দলের নির্বাচক পদ ছেড়ে আবাহনীর কোচ হতে চুক্তিবদ্ধ হয়েছেন। এছাড়া জাতীয় দলের প্রধান সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দীনও এবার প্রিমিয়ার লিগে কোচিং করাতে পারবেন না। তার সাবেক দল প্রাইম ব্যাংকের নতুন কোচ হতে যাচ্ছেন বিপিএলে খুলনা টাইগার্সকে কোচিং করানো তালহা জুবায়ের।