ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫

ওপেনএআই’র বিরুদ্ধে মামলা

  • আপডেট সময় : ০৭:৫৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : ভারতের শীর্ষস্থানীয় সংবাদ সংস্থাগুলো মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই-এর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি-এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে এটি অনুমতি ছাড়া তাদের সংবাদ সামগ্রী ব্যবহার করছে। গতকাল বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সংবাদমাধ্যম বিবিসিতে এ সংবাদ প্রচারিত হয়েছে।

এই মামলার সঙ্গে যুক্ত সংবাদমাধ্যমগুলোর মধ্যে রয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য হিন্দু, ইন্ডিয়া টুডে গ্রুপ, গৌতম আদানির মালিকানাধীন এনডিটিভি-সহ আরও একাধিক সংবাদ প্রতিষ্ঠান। ওপেনএআই এ অভিযোগ অস্বীকার করেছে এবং জানিয়েছে যে তারা সর্বজনীনভাবে সংগৃহীত তথ্য ব্যবহার করে, যা প্রচলিত আইন অনুযায়ী বৈধ। গত নভেম্বর মাসে ভারতের বৃহত্তম সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) দিল্লি হাইকোর্টে ওপেনএআই-এর বিরুদ্ধে মামলা করে। তাদের অভিযোগ, ওপেনএআই চ্যাটজিপিটি-এর প্রশিক্ষণের জন্য তাদের কপিরাইটকৃত সংবাদ অবৈধভাবে ব্যবহার করেছে। এই কারণে এএনআই দুই কোটি রুপি (প্রায় ২.৩ মিলিয়ন ডলার) ক্ষতিপূরণ দাবি করেছে। এএনআই-এর দাবি, ওপেনএআই তাদের অনুমতি ছাড়াই সংবাদের তথ্য ব্যবহার করে লাভবান হচ্ছে।

আদালতে এএনআই জানিয়েছে, ওপেনএআইকে তারা সংবাদ সামগ্রী ব্যবহারের জন্য লাইসেন্স দিতে চেয়েছিল, কিন্তু ওপেনএআই তা প্রত্যাখ্যান করে। এদিকে, ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান বুধবার (৫ ফেব্রুয়ারি) দিল্লিতে ভারত সরকারের আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-এর সঙ্গে সাক্ষাৎ করেন। অল্টম্যান বলেন, ভারত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বৈশ্বিক নেতৃত্ব দিতে পারে। ভারতের অন্যান্য সংবাদমাধ্যম ও প্রকাশনা সংস্থাগুলো এই মামলার সঙ্গে যুক্ত হতে চাইছে। ফেডারেশন অব ইন্ডিয়ান পাবলিশার্স এবং ডিজিটাল নিউজ পাবলিশার্স অ্যাসোসিয়েশন (ডিএনপিএ) আদালতে আবেদন করেছে যে এই মামলা তাদেরকেও প্রভাবিত করছে।

তারা বলছে, ওপেনএআই আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস ও ফাইন্যান্সিয়াল টাইমস-এর সঙ্গে লাইসেন্স চুক্তি করেছে, কিন্তু ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে তা করেনি। এএনআই মামলায় জয়ী হলে ওপেনএআই-সহ অন্যান্য এআই কোম্পানিগুলোকে সংবাদমাধ্যমের সঙ্গে লাইসেন্সিং চুক্তি করতে হতে পারে। অন্যদিকে, ওপেনএআই যদি মামলায় জয়ী হয়, তবে এআই কোম্পানিগুলোর জন্য কপিরাইটকৃত তথ্য ব্যবহার সহজ হয়ে যাবে। বিশ্বব্যাপী ওপেনএআই-এর বিরুদ্ধে একাধিক মামলা চলছে, যার মধ্যে সবচেয়ে বড়টি দ্য নিউইয়র্ক টাইমস দায়ের করেছে।

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

হাসিনার সহিংস আচরণের প্রতিক্রিয়ায় বাড়ি ভাঙার ঘটনা: অন্তর্বর্তী সরকার

ওপেনএআই’র বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৭:৫৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫

প্রত্যাশা ডেস্ক : ভারতের শীর্ষস্থানীয় সংবাদ সংস্থাগুলো মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই-এর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি-এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে এটি অনুমতি ছাড়া তাদের সংবাদ সামগ্রী ব্যবহার করছে। গতকাল বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সংবাদমাধ্যম বিবিসিতে এ সংবাদ প্রচারিত হয়েছে।

এই মামলার সঙ্গে যুক্ত সংবাদমাধ্যমগুলোর মধ্যে রয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য হিন্দু, ইন্ডিয়া টুডে গ্রুপ, গৌতম আদানির মালিকানাধীন এনডিটিভি-সহ আরও একাধিক সংবাদ প্রতিষ্ঠান। ওপেনএআই এ অভিযোগ অস্বীকার করেছে এবং জানিয়েছে যে তারা সর্বজনীনভাবে সংগৃহীত তথ্য ব্যবহার করে, যা প্রচলিত আইন অনুযায়ী বৈধ। গত নভেম্বর মাসে ভারতের বৃহত্তম সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) দিল্লি হাইকোর্টে ওপেনএআই-এর বিরুদ্ধে মামলা করে। তাদের অভিযোগ, ওপেনএআই চ্যাটজিপিটি-এর প্রশিক্ষণের জন্য তাদের কপিরাইটকৃত সংবাদ অবৈধভাবে ব্যবহার করেছে। এই কারণে এএনআই দুই কোটি রুপি (প্রায় ২.৩ মিলিয়ন ডলার) ক্ষতিপূরণ দাবি করেছে। এএনআই-এর দাবি, ওপেনএআই তাদের অনুমতি ছাড়াই সংবাদের তথ্য ব্যবহার করে লাভবান হচ্ছে।

আদালতে এএনআই জানিয়েছে, ওপেনএআইকে তারা সংবাদ সামগ্রী ব্যবহারের জন্য লাইসেন্স দিতে চেয়েছিল, কিন্তু ওপেনএআই তা প্রত্যাখ্যান করে। এদিকে, ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান বুধবার (৫ ফেব্রুয়ারি) দিল্লিতে ভারত সরকারের আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-এর সঙ্গে সাক্ষাৎ করেন। অল্টম্যান বলেন, ভারত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বৈশ্বিক নেতৃত্ব দিতে পারে। ভারতের অন্যান্য সংবাদমাধ্যম ও প্রকাশনা সংস্থাগুলো এই মামলার সঙ্গে যুক্ত হতে চাইছে। ফেডারেশন অব ইন্ডিয়ান পাবলিশার্স এবং ডিজিটাল নিউজ পাবলিশার্স অ্যাসোসিয়েশন (ডিএনপিএ) আদালতে আবেদন করেছে যে এই মামলা তাদেরকেও প্রভাবিত করছে।

তারা বলছে, ওপেনএআই আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস ও ফাইন্যান্সিয়াল টাইমস-এর সঙ্গে লাইসেন্স চুক্তি করেছে, কিন্তু ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে তা করেনি। এএনআই মামলায় জয়ী হলে ওপেনএআই-সহ অন্যান্য এআই কোম্পানিগুলোকে সংবাদমাধ্যমের সঙ্গে লাইসেন্সিং চুক্তি করতে হতে পারে। অন্যদিকে, ওপেনএআই যদি মামলায় জয়ী হয়, তবে এআই কোম্পানিগুলোর জন্য কপিরাইটকৃত তথ্য ব্যবহার সহজ হয়ে যাবে। বিশ্বব্যাপী ওপেনএআই-এর বিরুদ্ধে একাধিক মামলা চলছে, যার মধ্যে সবচেয়ে বড়টি দ্য নিউইয়র্ক টাইমস দায়ের করেছে।