নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের পুঁজিবাজারের টেকসই উন্নয়নের জন্য ১০ সদস্য বিশিষ্ট্য উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে সরকার। গঠিত এ কমিটির প্রধান হলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর প্রতিনিধি (ন্যূনতম কমিশনার), বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি (ন্যূনতম নির্বাহী পরিচালক), বীমা নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধি (ন্যূনতম নির্বাহী পরিচালক), মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি প্রতিনিধি (ন্যূনতম নির্বাহী পরিচালক), ফাইন্যান্সিয়াল রিপোর্টি কাউন্সিলের প্রতিনিধি (ন্যূনতম নির্বাহী পরিচালক), ঢাকা ও চট্রগাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব (পুঁজিবাজার) কে কমিটির সদস্য সচিব করা হয়েছে। জানা গেছে, শিগগিরই পুঁজিবাজার উন্নয়নে পরামর্শের জন্য বৈঠক করবে এ কমিটি।