মাদারীপুর সংবাদদাতা : ছাত্র-জনতার অভ্যুত্থানে পতিত স্বৈরশাসক শেখ হাসিনার ভাষণ প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে মাদারীপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। যুবদল, ছাত্রদলের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে এ ভাঙচুর চালানো হয়। এর আগে গত বছর জুলাই আন্দোলনের সময় প্রথমবারের মতো আওয়ামী লীগের কার্যালয়টি ভাঙচুর করা হয়েছিল।
জানা গেছে, দুপুর ১টার দিকে মাদারীপুর শহরের পুরান বাজার এলাকায় যুবদল, ছাত্রদলের নেতৃত্বে মিছিল বের করে ছাত্র-জনতা। পরে একত্রিত হয়ে ভাঙচুর চালায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, স্লোগান দিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। তাদের সঙ্গে যোগ দেন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।