ক্রীড়া ডেস্ক: গেরো ছুটল অবশেষে। অনেক টানাপোড়েনের পর প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলার দরজা খুলল জামাল ভূইয়ার। গোপীবাগের দলটির হয়ে প্রথম পর্বেই খেলার কথা ছিল জামালের; কিন্তু চুক্তি সংক্রান্ত নানা জটিলতায় তা আটকে ছিল।
২০২৪-২৫ মৌসুমের জন্য শুরুতে আবাহনীর সঙ্গে মৌখিকভাবে কথা পাকাপাকি হয় এই মিডফিল্ডারের। কিন্তু ৫ অগাস্ট পরবর্তী সময়ে দেশের ক্ষমতার পালাবদলে বদলে যায় অনেক কিছু। আবাহনী চেয়েছিল কম পারিশ্রমিক দিয়ে জামালকে ধরে রাখতে; তবে তিনি রাজি হননি। এরপর জামাল চুক্তি করেন ব্রাদার্সের সঙ্গে। চুক্তি সংক্রান্ত ওই ঝামেলায় প্রথম পর্বে দলটির হয়ে খেলা হয়নি তার। মাঝের সময়ে আবাহনীর বিরুদ্ধে চুক্তি ভঙ্গে অভিযোগ করেন জামাল। এ নিয়ে আবাহনী, বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও জামাল-এই তিন পক্ষের মধ্যে বিস্তর চিঠিও চালাচালি হয়।
অবশেষে সমাধান মিলেছে এবং জামালের ব্রাদার্সের হয়ে খেলতে পারবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন দলটির টিম ম্যানেজার আমের খান। “লিগের প্রথম পর্বেই তো জামালের ব্রাদার্সের হয়ে খেলার কথা ছিল। আমাদের সাথে অনুশীলনও করেছিল, কিন্তু নানা জটিলতায় সে খেলতে পারেনি। তবে লিগের দ্বিতীয় পর্বে খেলবে। এ নিয়ে এখন আর কোনো বাধা নেই। এখন সে দলের সাথে প্রস্তুতি নিচ্ছে।” লিগের প্রথম পর্ব শেষে ব্রাদার্স খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই।
৯ ম্যাচে চার জয় ও তিন ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলে ১০ দলের মধ্যে পঞ্চম স্থানে আছে তারা। লিগের দ্বিতীয় পর্ব শুরু হবে ২১ ফেব্রুয়ারি। মার্চের এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতিও শুরু হবে লিগের দ্বিতীয় পর্বের এক-দুই রাউন্ড শেষের পর। সেক্ষেত্রে ভারত ম্যাচের আগে খেলায় ফেরার সুযোগ পাচ্ছেন জামাল।