বিনোদন ডেস্ক: লাক্সতারকা হিসেবে শোবিজে পথচলা শুরু শানারেই দেবী শানুর। কাজ করেছেন বিজ্ঞাপন, নাটক ও সিনেমায়। শানু অভিনীত একমাত্র সিনেমা খিঁজির হায়াত খান পরিচালিত ‘মিস্টার বাংলাদেশ’ বেশ প্রশংসা পায়। দীর্ঘদিন অভিনয়ে নেই শানু। তবে তিনি জানান শিগগিরই অভিনয়ে ফিরবেন। তবে লেখালেখিতে মগ্ন শানু এবারের অমর একুশে বইমেলা নিয়েও ব্যস্ত কাটাচ্ছেন। তিনি এবার লিখেছেন মিথলজিক্যাল থ্রিলার ‘বাঘমানুষ’। এই বইকে ঘিরে বইমেলা ও পাঠকদের নিয়ে মুখরিত হয়ে আছেন তিনি। আজব প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে তার বইটি। মেলার ৩৯৮ ও ৩৯৯ নং স্টলে পাওয়া যাচ্ছে।
প্রথম দিন থেকেই বইমেলায় যাচ্ছেন শানু। পাঠকদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে বই নিয়ে। এবারের বইটি নিয়ে শানু বলেন, ‘প্রতিটা মানুষই কিছু না কিছু আঁকড়ে বেঁচে থাকে। আমি আমার শব্দ আঁকড়ে বাঁচি। জানি না শব্দ কতোটুকু ভালোবাসা ফিরিয়ে দেবে আমায়! প্রত্যাশার আশা না করে যে প্রেম সেই প্রেমই তো স্বার্থহীন ভালোবাসার মায়া..আমি শুধু নিরন্তর ভালোবেসে যেতে চাই শব্দের এই নিবিড় প্রেমে..যদি শব্দ কখনো ছেড়ে যায়,তবে হয়ত নির্বাক বসে থাকব তবু ভালোবেসেই যাব আমৃত্যু।’ প্রাণের বইমেলা শুরু হলো এরইমধ্যে।
বইপ্রেমী পাঠকদের সাথে দেখা হচ্ছে, আড্ডা হচ্ছে,গল্প হচ্ছে। এর চেয়ে ভালো লাগার আর কি হতে পারে একজন শব্দের মানুষের জন্য। এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করলেন শানু। শানু জানান, ২০১৭ সালের বইমেলায় প্রথম বই আসে তার। সেটি ছিলো কবিতার বই। নাম ছিল ‘নীল ফড়িং কাব্য’। প্রথম বই প্রকাশ করেই ‘আনন্দ আলো সাহিত্য পুরস্কার’-এ ভূষিত হন শানু। তার লেখা প্রথম উপন্যাস ছিল ‘একলা আকাশ’। ২০১৯ সালে প্রকাশিত হয় এটি। ২০১৮ সালে আরও তিনটি কবিতার বই প্রকাশিত হয়। সেগুলো হলো ‘লাল এপিটাফ’, ‘চৈতন্য থেকে অসময়েল চিরকুট’ ও ‘ত্রিভূজ’। গেল বছর প্রকাশিত হয় ‘পেবেৎ’,‘ অলৌকিক শব্দের ঘ্রাণ’,‘ অদ্ভূত নীল বিভ্রম’ ইত্যাদি।