ময়মনসিংহ সংবাদদাতা: ময়মনসিংহ নগরীর কলেজ রোড রেলক্রসিং এলাকার একটি ছাত্রবাস থেকে ঢাকার মিরপুরের বাঙলা কলেজের শিক্ষার্থী সাব্বির ইসলামের (২১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৩ জানুয়ারি) বিকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
সাব্বির নেত্রকোনা জেলার মদন উপজেলার ফতেহপুর গ্রামের আগপাড়া এলাকার কৃষক রফিক মিয়ার ছেলে। তিনি ঢাকায় থেকে লেখাপড়া করতেন। তবে গত এক মাস আগে সাব্বির অর্নাস দ্বিতীয় বর্ষে ভর্তি হয়ে ময়মনসিংহ এসে কলেজ রোড এলাকার ছাত্রবাসে এক বন্ধুর সিটে বসবাস করতেন।
স্থানীয়রা জানায়, সোমবার বিকাল ৩টার দিকে ফেসবুকে একটি ভিডিও পোস্ট দেন সাব্বির।
১ মিনিট ২৯ সেকেন্ডের এই ভিডিও বার্তায় হতাশাগ্রস্ত ও কান্নারত অবস্থায় দেখা যায় তাকে। ওই পোস্টের শিরোনামে মৃত্যুর জন্য তার প্রেমিকার বড় ভাইকে দায়ী করেন সাব্বির।
সহপাঠীরা জানান, সাব্বির ইসলাম জামালপুরের আশেক মাহমুদ কলেজের এক ছাত্রীকে ভালোবাসতেন। কিন্তু তাদের এই সম্পর্ক মেনে নেননি প্রেমিকার বড় ভাই শামীম। এটা নিয়ে সাব্বির ইসলামের মাঝে হতাশা ছিল।
ময়মনসিংহ কোতয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান বলেন, ‘ঘটনার খবর পেয়ে সাব্বির ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের হাতে মরদেহ তুলে দেওয়া হয়েছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’