ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

সঞ্জয়ের সিনেমায় আছেন যারা

  • আপডেট সময় : ০৬:৪৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: মোশাররফ করিম, তাসনিয়া ফারিণ এবং শরিফুল রাজ-এই ত্রয়ীকে নিয়ে সিনেমা বানাতে বসেছেন নির্মাতা সঞ্জয় সমাদ্দার। যিনি কলকাতার জনপ্রিয় নায়ক জিৎকে নিয়ে ‘মানুষ’ নামের সিনেমা বানিয়ে বড়পর্দার পরিচালক হিসেবে নাম লিখিয়েছেন দুইবছর আগে। এটি হতে যাচ্ছে এই নির্মাতার বাংলাদেশে প্রথম কোনো কাজ। কদিন ধরেই শোনা যাচ্ছে ফারিণ ও রাজ জুটির প্রথম এই সিনেমার নাম হবে ‘ইনসাফ’। তবে সঞ্জয় বলেছেন নাম এখনো চূড়ান্ত হয়নি। তিনি গ্লিটজকে বলেন, “ইনকিলাব’ বা ইনসাফ এই দুইটি নামের মধ্যে একটি চূড়ান্ত হবে।”

তার নতুন সিনেমার পোস্টার বা নাম নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে জানিয়ে সঞ্জয় বলেন, “আমরা কোনো পোস্টার প্রকাশ করিনি বা সিনেমা নিয়ে আনুষ্ঠানিক কিছুই আসলে এখনো প্রকাশ করা হয়নি। খুব শিগগিরই আমরা সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিব।” শিল্পীদের চূড়ান্ত হওয়ার খবর নিশ্চিত করে সঞ্জয় বলেন, “মোশাররফ করিম, ফারিণ ও রাজ আমাদের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে, আমাদের চরিত্র এবং কাস্টিংয়ে আরও চমক আছে।

যেগুলো আমরা একে একে প্রকাশ করব।” সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখছেন নাজিম উদ দৌলা; তিতাস কথাচিত্র প্রযোজনার দায়িত্ব নিয়েছে। ড্রামা অ্যাকশ থ্রিলার ঘরানার গল্প এখানে আনা হয়েছে বলে জানিয়েছেন সঞ্জয়। বাংলাদেশে প্রথম সিনেমা নিয়ে উচ্ছ্বাস কেমন কাজ করছে প্রশ্নে তিনি বলেন, “উচ্ছ্বাসের থেকেও দায়িত্ববোধ বিষয়টা বেশি কাজ করছে। কারণ এই সিনেমায় প্রযোজক অনেকগুলো টাকা লগ্নি করেছে। দর্শকের জন্যও একটা কমিটমেন্টের জায়গা রয়েছে। যারা সিনেমা দেখতে আসবেন তাদের যেন সময় এবং টাকা দুটোই কাজে লাগে সেটার দিকেও খেয়াল রাখাই বড় দায়িত্ব।” সিনেমার প্রি প্রোডাকশনের কাজ চলছে, দৃশ্যধারণের তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন সঞ্জয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মব বন্ধ না করলে ডেভিল হিসেবে ট্রিট করবো: উপদেষ্টা মাহফুজ

সঞ্জয়ের সিনেমায় আছেন যারা

আপডেট সময় : ০৬:৪৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫

বিনোদন ডেস্ক: মোশাররফ করিম, তাসনিয়া ফারিণ এবং শরিফুল রাজ-এই ত্রয়ীকে নিয়ে সিনেমা বানাতে বসেছেন নির্মাতা সঞ্জয় সমাদ্দার। যিনি কলকাতার জনপ্রিয় নায়ক জিৎকে নিয়ে ‘মানুষ’ নামের সিনেমা বানিয়ে বড়পর্দার পরিচালক হিসেবে নাম লিখিয়েছেন দুইবছর আগে। এটি হতে যাচ্ছে এই নির্মাতার বাংলাদেশে প্রথম কোনো কাজ। কদিন ধরেই শোনা যাচ্ছে ফারিণ ও রাজ জুটির প্রথম এই সিনেমার নাম হবে ‘ইনসাফ’। তবে সঞ্জয় বলেছেন নাম এখনো চূড়ান্ত হয়নি। তিনি গ্লিটজকে বলেন, “ইনকিলাব’ বা ইনসাফ এই দুইটি নামের মধ্যে একটি চূড়ান্ত হবে।”

তার নতুন সিনেমার পোস্টার বা নাম নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে জানিয়ে সঞ্জয় বলেন, “আমরা কোনো পোস্টার প্রকাশ করিনি বা সিনেমা নিয়ে আনুষ্ঠানিক কিছুই আসলে এখনো প্রকাশ করা হয়নি। খুব শিগগিরই আমরা সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিব।” শিল্পীদের চূড়ান্ত হওয়ার খবর নিশ্চিত করে সঞ্জয় বলেন, “মোশাররফ করিম, ফারিণ ও রাজ আমাদের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে, আমাদের চরিত্র এবং কাস্টিংয়ে আরও চমক আছে।

যেগুলো আমরা একে একে প্রকাশ করব।” সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখছেন নাজিম উদ দৌলা; তিতাস কথাচিত্র প্রযোজনার দায়িত্ব নিয়েছে। ড্রামা অ্যাকশ থ্রিলার ঘরানার গল্প এখানে আনা হয়েছে বলে জানিয়েছেন সঞ্জয়। বাংলাদেশে প্রথম সিনেমা নিয়ে উচ্ছ্বাস কেমন কাজ করছে প্রশ্নে তিনি বলেন, “উচ্ছ্বাসের থেকেও দায়িত্ববোধ বিষয়টা বেশি কাজ করছে। কারণ এই সিনেমায় প্রযোজক অনেকগুলো টাকা লগ্নি করেছে। দর্শকের জন্যও একটা কমিটমেন্টের জায়গা রয়েছে। যারা সিনেমা দেখতে আসবেন তাদের যেন সময় এবং টাকা দুটোই কাজে লাগে সেটার দিকেও খেয়াল রাখাই বড় দায়িত্ব।” সিনেমার প্রি প্রোডাকশনের কাজ চলছে, দৃশ্যধারণের তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন সঞ্জয়।