ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

সুস্থ হয়ে প্রথমবার প্রকাশ্যে সাইফ, যা বললেন

  • আপডেট সময় : ০৬:৪৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: ছুরির আঘাত, অস্ত্রোপচার, বাড়ি ফেরা এবং পুলিশের জেরায় ভারাতীয় অভিনেতা সাইফ আলী খানের জীবন থেকে চলে গেছে দুই সপ্তাহের বেশি সময়। এত ঘটনা পেরিয়ে অবশেষে প্রথমবার এক অনুষ্ঠানে হাজির হয়েছেন সাইফ। এনডিটিভি লিখেছে, মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে নেটফ্লিক্স আয়োজিত ‘নেক্সট অন নেটফ্লিক্স’ আয়োজন করা হয়েছিল। সেখানেই গিয়েছিলেন সাইফ।

পতৌদি নবাবপুত্র অনুষ্ঠানে গিয়ে জানিয়েছেন, সবার সঙ্গে সামনাসামনি দেখা হয়ে তার অনেক ভালো লাগছে। সাইফ বলেন, “এখানে এসেছি এটা সত্যি দারুণ ব্যাপার।” চলতি বছর নেটফ্লিক্সে কোন কোন সিরিজ ও সিনেমা আসতে চলেছে, সে সবের আনুষ্ঠানিক ঘোষণা করা হয় ওই আয়োজন।

সখানে বলা হয় হিন্দি সিনেমার নির্মাতা সিদ্ধার্থ আনন্দের ‘দ্য জুয়েল থিফ’ নামের একটি সিনেমা চলতি বছরেই মুক্তি পেতে যাচ্ছে নেটফ্লিক্সের পর্দায়। সাইফ ও জয়দীপ অহলাওয়াতকে একসঙ্গে দেখা যাবে।

সিনেমা নিয়ে সাইফ বলেন, “কাজটি নিয়ে আমি খুবই রোমাঞ্চিত। সিদ্ধার্থ ও আমি অনেক দিন ধরেই সিনেমাটি নিয়ে কাজ করছি। আর সহশিল্পীদের পেয়েও ভালো লাগছে।” গত ১৬ জানুয়ারি গভীর রাতে শরীরে গভীর ক্ষত নিয়ে রক্তাক্ত অবস্থায় সাইফ বাড়ির কাছে লীলাবতীয় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ভর্তির পর সাইফের শরীর ৫ ঘণ্টা ধরে অস্ত্রোপচার করা হয়। এরপর চিকিৎসকরা বলেছিলেন নায়কের শরীরে ছয়টি ক্ষত ছিল। সেগুলোর মধ্যে মেরুদণ্ডের দুই ক্ষতকে বিপজ্জনক বলেছেন চিকিৎসকরা।

অস্ত্রোপচারে সাইফের শরীর মেরুদণ্ডের খুব কাছ থেকে ছুরির আড়াই ইঞ্চির ভাঙা অংশও বের করা হয়। ওই ঘটনার পর সাইফের বাসস্থান সৎগুরু শরণ আবাসনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। তাদের ফ্ল্যাটের বারান্দা ঘিরে দেওয়া হয়েছে লোহার জালে। এর মধ্যে এই হামলার ঘটনায় গ্রেপ্তার বাংলাদেশের শরিফুল ইসলাম শেহজাদকে দুই দফায় ১০ দিনের রিমান্ডও শেষ হয়েছে। মুম্বাই পুলিশের ভাষ্য, তথ্য প্রমাণ এবং জিজ্ঞাসাবাদে তারা নিশ্চিত হয়েছে যে শেহজাদই সাইফের হামলাকারী। পুলিশের তদন্ত কর্মকর্তা আদালতের কাছে বলেছেনসাইফের ওপর হামলার ঘটনার তদন্ত প্রায় শেষের দিকে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মব বন্ধ না করলে ডেভিল হিসেবে ট্রিট করবো: উপদেষ্টা মাহফুজ

সুস্থ হয়ে প্রথমবার প্রকাশ্যে সাইফ, যা বললেন

আপডেট সময় : ০৬:৪৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫

বিনোদন ডেস্ক: ছুরির আঘাত, অস্ত্রোপচার, বাড়ি ফেরা এবং পুলিশের জেরায় ভারাতীয় অভিনেতা সাইফ আলী খানের জীবন থেকে চলে গেছে দুই সপ্তাহের বেশি সময়। এত ঘটনা পেরিয়ে অবশেষে প্রথমবার এক অনুষ্ঠানে হাজির হয়েছেন সাইফ। এনডিটিভি লিখেছে, মুম্বাইয়ের একটি পাঁচতারা হোটেলে নেটফ্লিক্স আয়োজিত ‘নেক্সট অন নেটফ্লিক্স’ আয়োজন করা হয়েছিল। সেখানেই গিয়েছিলেন সাইফ।

পতৌদি নবাবপুত্র অনুষ্ঠানে গিয়ে জানিয়েছেন, সবার সঙ্গে সামনাসামনি দেখা হয়ে তার অনেক ভালো লাগছে। সাইফ বলেন, “এখানে এসেছি এটা সত্যি দারুণ ব্যাপার।” চলতি বছর নেটফ্লিক্সে কোন কোন সিরিজ ও সিনেমা আসতে চলেছে, সে সবের আনুষ্ঠানিক ঘোষণা করা হয় ওই আয়োজন।

সখানে বলা হয় হিন্দি সিনেমার নির্মাতা সিদ্ধার্থ আনন্দের ‘দ্য জুয়েল থিফ’ নামের একটি সিনেমা চলতি বছরেই মুক্তি পেতে যাচ্ছে নেটফ্লিক্সের পর্দায়। সাইফ ও জয়দীপ অহলাওয়াতকে একসঙ্গে দেখা যাবে।

সিনেমা নিয়ে সাইফ বলেন, “কাজটি নিয়ে আমি খুবই রোমাঞ্চিত। সিদ্ধার্থ ও আমি অনেক দিন ধরেই সিনেমাটি নিয়ে কাজ করছি। আর সহশিল্পীদের পেয়েও ভালো লাগছে।” গত ১৬ জানুয়ারি গভীর রাতে শরীরে গভীর ক্ষত নিয়ে রক্তাক্ত অবস্থায় সাইফ বাড়ির কাছে লীলাবতীয় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ভর্তির পর সাইফের শরীর ৫ ঘণ্টা ধরে অস্ত্রোপচার করা হয়। এরপর চিকিৎসকরা বলেছিলেন নায়কের শরীরে ছয়টি ক্ষত ছিল। সেগুলোর মধ্যে মেরুদণ্ডের দুই ক্ষতকে বিপজ্জনক বলেছেন চিকিৎসকরা।

অস্ত্রোপচারে সাইফের শরীর মেরুদণ্ডের খুব কাছ থেকে ছুরির আড়াই ইঞ্চির ভাঙা অংশও বের করা হয়। ওই ঘটনার পর সাইফের বাসস্থান সৎগুরু শরণ আবাসনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। তাদের ফ্ল্যাটের বারান্দা ঘিরে দেওয়া হয়েছে লোহার জালে। এর মধ্যে এই হামলার ঘটনায় গ্রেপ্তার বাংলাদেশের শরিফুল ইসলাম শেহজাদকে দুই দফায় ১০ দিনের রিমান্ডও শেষ হয়েছে। মুম্বাই পুলিশের ভাষ্য, তথ্য প্রমাণ এবং জিজ্ঞাসাবাদে তারা নিশ্চিত হয়েছে যে শেহজাদই সাইফের হামলাকারী। পুলিশের তদন্ত কর্মকর্তা আদালতের কাছে বলেছেনসাইফের ওপর হামলার ঘটনার তদন্ত প্রায় শেষের দিকে।