ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

ফাইনালের জন্য জিমি নিশামকে উড়িয়ে আনলো বরিশাল

  • আপডেট সময় : ০৫:২৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: চিটাগং কিংসের কাছে হারলে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলতে হতো। সেক্ষেত্রে হয়তো ওই ম্যাচেই ফরচুন বরিশালের একাদশে দেখা যেতো জিমি নিশামকে। মঙ্গলবার সকালে যিনি বরিশাল শিবিরে যোগ দিচ্ছেন। তবে নিশামের আর কোয়ালিফায়ার খেলতে হচ্ছে না। চিটাগংকে হারিয়ে যে এক চান্সেই সরাসরি ফাইনালে উঠে গেছে ফরচুন বরিশাল।

কিউই অলরাউন্ডার জিমি নিশাম ফাইনালে খেলবেন দলটির হয়ে। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকায় পা রাখেন কিউই তারকা। হার্ড-হিটিং ব্যাটিং ও কার্যকরী মিডিয়াম পেস বোলিংয়ের কারণে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ভীষণ জনপ্রিয় এই ক্রিকেটার। তিনি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। ফরচুন বরিশাল স্কোয়াডে আগে থেকেই বেশ কয়েকজন অভিজ্ঞ অলরাউন্ডার রয়েছেন। নিশামের অন্তর্ভুক্তি দলের ব্যাটিং-বোলিং গভীরতা নিঃসন্দেহে আরও বাড়াবে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ফাইনালের জন্য জিমি নিশামকে উড়িয়ে আনলো বরিশাল

আপডেট সময় : ০৫:২৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫

ক্রীড়া প্রতিবেদক: চিটাগং কিংসের কাছে হারলে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলতে হতো। সেক্ষেত্রে হয়তো ওই ম্যাচেই ফরচুন বরিশালের একাদশে দেখা যেতো জিমি নিশামকে। মঙ্গলবার সকালে যিনি বরিশাল শিবিরে যোগ দিচ্ছেন। তবে নিশামের আর কোয়ালিফায়ার খেলতে হচ্ছে না। চিটাগংকে হারিয়ে যে এক চান্সেই সরাসরি ফাইনালে উঠে গেছে ফরচুন বরিশাল।

কিউই অলরাউন্ডার জিমি নিশাম ফাইনালে খেলবেন দলটির হয়ে। মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকায় পা রাখেন কিউই তারকা। হার্ড-হিটিং ব্যাটিং ও কার্যকরী মিডিয়াম পেস বোলিংয়ের কারণে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ভীষণ জনপ্রিয় এই ক্রিকেটার। তিনি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। ফরচুন বরিশাল স্কোয়াডে আগে থেকেই বেশ কয়েকজন অভিজ্ঞ অলরাউন্ডার রয়েছেন। নিশামের অন্তর্ভুক্তি দলের ব্যাটিং-বোলিং গভীরতা নিঃসন্দেহে আরও বাড়াবে।