ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫

রাজশাহীতে পৈতৃক সম্পত্তি দখল পাঁয়তারার অভিযোগ

  • আপডেট সময় : ০৭:১৬:৫০ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

নাজমুল হক, রাজশাহী: রাজশাহীর বোয়ালিয়া মৌজার পৈতৃক সম্পত্তি দখলের পাঁয়তারা করছেন একটি প্রভাবশালী মহল বলে অভিযোগ উঠেছে। বোয়ালিয়া মৌজার মধ্য এস.এ-১৮ এবং আর, এস খতিয়ান নং ১৮০২, হাল -২২২৯ দাগে, ২২১৯ একরের কাত.১১০৯৫ একর ও হাল-২২৩৮ দাগে .১৫৫০ একরের কাত-০৭৭৫ একর মোট .৩৮৪৪ একরের কাত- .১৯২২ একর।

পৈতৃক ওয়ারিশ সূত্রে জমির মালিক বাছের আলী, নাজিম উদ্দিন সেখ, একরাম শেখ নামের তিনজনের যোগ্য ১৭ ওয়ারিশ। ওই ১৭ ওয়ারিশ হলেন মাজেদা বেওয়া, আঙ্গুরা বেওয়া, দিলেরা বেওয়া, আব্দুর রশিদ, নাদিম হোসেন, নাজমুল হক, রওশনারা খাতুন, মোজ্জামেল হক, শাহিন আলী, শাহানাজ খাতুন, বিলকিস আরা, বুলবুলি বেওয়া, নাদিম আহমেদ, আদিল শেখ, সুলতানা, শাহিনুর হাসান, সাইদুর রহমান। সম্প্রতি উক্ত জমিতে প্রভাব বিস্তারে একটি মহল চাঁদাবাজদের দ্বায়িত্ব দিয়েছে। ওই চাঁদাবাজ ও ভূমি দখল গ্রুপ ইতোমধ্যে ওয়ারিশ গণকে নানাভাবে হুমকি ধামকিসহ সাইনবোর্ড ভেঙে ফেলার পরিকল্পনা করছেন।
ওয়ারিশরা বলেন, আমরা ওই জমির পৈতৃক ওয়ারিশ। আমরা আইনগত ও কাগজ কলমে জমির প্রকৃত মালিক হওয়ায় প্রশাসন আমাদের পক্ষে সকল আইনি সহায়তা প্রদান করছেন। তবুও একটি ভুমিখেকো মহল জমিটি দখলে নেওয়ার পায়তারা করছেন। এর আগেও ক্ষমতাসীন দলের প্রভাব বিস্তার করে ওই মহলটি নানাভাবে জমিটি নিয়ে আমাদের হয়রানি করেছেন।

এসব বিষয় জানতে চাইলে বড় কুঠি ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সরকার বলেন, কাগজ যার জমি তার। কাগজ না থাকলে জোর করে কেউ কারো জমি দখল করতে পারবে না। এ ব্যাপারে যাদের কাগজ সঠিক তারাই জমি পাবেন এবং তারা আইনি সহায়তা পাবেন।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

রাজশাহীতে পৈতৃক সম্পত্তি দখল পাঁয়তারার অভিযোগ

আপডেট সময় : ০৭:১৬:৫০ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫

নাজমুল হক, রাজশাহী: রাজশাহীর বোয়ালিয়া মৌজার পৈতৃক সম্পত্তি দখলের পাঁয়তারা করছেন একটি প্রভাবশালী মহল বলে অভিযোগ উঠেছে। বোয়ালিয়া মৌজার মধ্য এস.এ-১৮ এবং আর, এস খতিয়ান নং ১৮০২, হাল -২২২৯ দাগে, ২২১৯ একরের কাত.১১০৯৫ একর ও হাল-২২৩৮ দাগে .১৫৫০ একরের কাত-০৭৭৫ একর মোট .৩৮৪৪ একরের কাত- .১৯২২ একর।

পৈতৃক ওয়ারিশ সূত্রে জমির মালিক বাছের আলী, নাজিম উদ্দিন সেখ, একরাম শেখ নামের তিনজনের যোগ্য ১৭ ওয়ারিশ। ওই ১৭ ওয়ারিশ হলেন মাজেদা বেওয়া, আঙ্গুরা বেওয়া, দিলেরা বেওয়া, আব্দুর রশিদ, নাদিম হোসেন, নাজমুল হক, রওশনারা খাতুন, মোজ্জামেল হক, শাহিন আলী, শাহানাজ খাতুন, বিলকিস আরা, বুলবুলি বেওয়া, নাদিম আহমেদ, আদিল শেখ, সুলতানা, শাহিনুর হাসান, সাইদুর রহমান। সম্প্রতি উক্ত জমিতে প্রভাব বিস্তারে একটি মহল চাঁদাবাজদের দ্বায়িত্ব দিয়েছে। ওই চাঁদাবাজ ও ভূমি দখল গ্রুপ ইতোমধ্যে ওয়ারিশ গণকে নানাভাবে হুমকি ধামকিসহ সাইনবোর্ড ভেঙে ফেলার পরিকল্পনা করছেন।
ওয়ারিশরা বলেন, আমরা ওই জমির পৈতৃক ওয়ারিশ। আমরা আইনগত ও কাগজ কলমে জমির প্রকৃত মালিক হওয়ায় প্রশাসন আমাদের পক্ষে সকল আইনি সহায়তা প্রদান করছেন। তবুও একটি ভুমিখেকো মহল জমিটি দখলে নেওয়ার পায়তারা করছেন। এর আগেও ক্ষমতাসীন দলের প্রভাব বিস্তার করে ওই মহলটি নানাভাবে জমিটি নিয়ে আমাদের হয়রানি করেছেন।

এসব বিষয় জানতে চাইলে বড় কুঠি ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সরকার বলেন, কাগজ যার জমি তার। কাগজ না থাকলে জোর করে কেউ কারো জমি দখল করতে পারবে না। এ ব্যাপারে যাদের কাগজ সঠিক তারাই জমি পাবেন এবং তারা আইনি সহায়তা পাবেন।