লামা (বান্দরবান) সংবাদদাতা: বান্দরবানে লামা উপজেলার সরই ইউনিয়ন থেকে ৭ শ্রমিককে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা। শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে সরই ইউনিয়নের লুলাইং এলাকায় আমবাগানে এ ঘটনা ঘটে। মোবাইলের নেটওয়ার্কবিহীন দুর্গম এলাকা হওয়ার কারণে অপহৃত শ্রমিকদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, সরই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড লেমুপালং এলাকার আমবাগান থেকে শনিবার দিবাগত গভীর রাতে কাঠ কাটার ৭ শ্রমিককে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। এরপর অপহৃত শ্রমিকদের পরিবারের সদস্যদের নিকট এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। এ ব্যাপারে খবর পেয়ে শ্রমিকদের উদ্ধারে যৌথবাহিনীর সদস্যরা অভিযান শুরু করেছে।
সরই ইউনিয়নের চেয়ারম্যান মো. ইদ্রিস কোম্পানি জানান, তার ইউনিয়নের আমবাগান এলাকা থেকে সন্ত্রাসীরা কাঠ কাটার ৭ শ্রমিককে অপহরণ করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।
লামা উপজেলার ক্যজু পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আতিকুর রহমান জানান, ৭ শ্রমিককে সন্ত্রাসীরা অপহরণ করেছে। তিনি ঘটনাস্থলের দিকে যাচ্ছেন। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি গভীর রাতে একই এলাকা থেকে ৭ শ্রমিককে অপহরণ করে এক লাখ ৯০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছিল সন্ত্রাসীরা। পরে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে ১৯ ঘণ্টা পর ৭ শ্রমিককে অক্ষত অবস্থায় উদ্ধার।