ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫

প্রাচ্যনাটের ২৯ বছরে মাসব্যাপী আয়োজন

  • আপডেট সময় : ০৫:০৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: প্রখ্যাত নাট্যকার সেলিম আল দীন ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠা করেন ‘প্রাচ্যনাট’ নাট্যদল। দেখতে দেখতে সেই যাত্রার ২৯ বছর হয়ে গেল। এই উপলক্ষে প্রাচ্যনাট ফেব্রুয়ারি থেকে এক মাসব্যাপী উদযাপনের আয়োজন করেছে। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে ‘পুলসিরাত’ নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে আয়োজনের শুরু হয়। নাটক প্রদর্শনীর আগে সন্ধ্যা ৬টায় প্রদীপ প্রজ্বালন ও উদ্বোধনী গানের আয়োজনও ছিল।

আগামী ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় প্রাচ্যনাট মহড়াকক্ষে মঞ্চস্থ হবে নাটক ‘রিড ইন দ্য নেম অব মাই ডেথ’। এরপর রাত ৮টায় থাকবে গান ও আড্ডার আয়োজন। ১৫ ফেব্রুয়ারি বগুড়া শিল্পকলা একাডেমিতে সন্ধ্যা ৭টায় ‘খোয়াবনামা’ নাটক প্রদর্শিত হবে। পরদিন ১৬ ফেব্রুয়ারি একই নাটকটি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চস্থ হবে। ২১ ফেব্রুয়ারি বিকেল ৫টায় মহিলা সমিতির বহিরাঙ্গনে অর্কেস্ট্রা পরিবেশনা এবং প্রাচ্যনাটের গান থাকবে। সেদিন সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে ‘কিনু কাহারের থেটার’। ২২ ফেব্রুয়ারি বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলের বহিরাঙ্গনে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে।

সন্ধ্যা ৭টায় একই স্থানে প্রদর্শিত হবে কানাডার টরন্টো থিয়েটার ফোকসের নাটক ‘এক জোড়া জুতা’। এই নাটকটির আরেকটি প্রদর্শনী হবে ২৩ ফেব্রুয়ারি একই সময়। ২৮ ফেব্রুয়ারি সমাপনী দিনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে শিশুদের জন্য থাকবে চিলড্রেন থিয়েটার, পাপেট শো, ওয়ার্কশপ এবং অন্যান্য আয়োজন। বিকেল ৫টায় প্রাচ্যনাটের বন্ধু সংগঠনগুলোর পথনাটক প্রদর্শনী ও লোকশিল্পীদের পরিবেশনা এবং শিল্পকর্ম প্রদর্শনী হবে চিত্রশালায়।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

প্রাচ্যনাটের ২৯ বছরে মাসব্যাপী আয়োজন

আপডেট সময় : ০৫:০৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫

বিনোদন ডেস্ক: প্রখ্যাত নাট্যকার সেলিম আল দীন ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠা করেন ‘প্রাচ্যনাট’ নাট্যদল। দেখতে দেখতে সেই যাত্রার ২৯ বছর হয়ে গেল। এই উপলক্ষে প্রাচ্যনাট ফেব্রুয়ারি থেকে এক মাসব্যাপী উদযাপনের আয়োজন করেছে। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে ‘পুলসিরাত’ নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে আয়োজনের শুরু হয়। নাটক প্রদর্শনীর আগে সন্ধ্যা ৬টায় প্রদীপ প্রজ্বালন ও উদ্বোধনী গানের আয়োজনও ছিল।

আগামী ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় প্রাচ্যনাট মহড়াকক্ষে মঞ্চস্থ হবে নাটক ‘রিড ইন দ্য নেম অব মাই ডেথ’। এরপর রাত ৮টায় থাকবে গান ও আড্ডার আয়োজন। ১৫ ফেব্রুয়ারি বগুড়া শিল্পকলা একাডেমিতে সন্ধ্যা ৭টায় ‘খোয়াবনামা’ নাটক প্রদর্শিত হবে। পরদিন ১৬ ফেব্রুয়ারি একই নাটকটি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চস্থ হবে। ২১ ফেব্রুয়ারি বিকেল ৫টায় মহিলা সমিতির বহিরাঙ্গনে অর্কেস্ট্রা পরিবেশনা এবং প্রাচ্যনাটের গান থাকবে। সেদিন সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে ‘কিনু কাহারের থেটার’। ২২ ফেব্রুয়ারি বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলের বহিরাঙ্গনে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে।

সন্ধ্যা ৭টায় একই স্থানে প্রদর্শিত হবে কানাডার টরন্টো থিয়েটার ফোকসের নাটক ‘এক জোড়া জুতা’। এই নাটকটির আরেকটি প্রদর্শনী হবে ২৩ ফেব্রুয়ারি একই সময়। ২৮ ফেব্রুয়ারি সমাপনী দিনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে শিশুদের জন্য থাকবে চিলড্রেন থিয়েটার, পাপেট শো, ওয়ার্কশপ এবং অন্যান্য আয়োজন। বিকেল ৫টায় প্রাচ্যনাটের বন্ধু সংগঠনগুলোর পথনাটক প্রদর্শনী ও লোকশিল্পীদের পরিবেশনা এবং শিল্পকর্ম প্রদর্শনী হবে চিত্রশালায়।