ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫

রাতে হরতাল ডেকে দুপুরে প্রত্যাহার

  • আপডেট সময় : ০৭:২৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও সংবাদদাতা : সম্মেলন স্থগিত হওয়ার জেরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিএনপির ডাকা হরতাল গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় প্রত্যাহার করা হয়েছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশ্বাসের পরিপ্রেক্ষিতে উপজেলার দুওসুও ইউনিয়ন শাখা বিএনপির নেতাকর্মীদের শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ডাকা হরতাল প্রত্যাহার করে নেওয়া হয়।

উপজেলার দুওসুও ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী আবু বকর সিদ্দিক সবার পক্ষ থেকে দুপুরে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন। বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবর রহমান জানান, মহাসচিবের সুষ্ঠু সমাধানের আশ্বাসের কারণে হরতাল প্রত্যাহার করা হয়েছে। এর আগে সম্মেলন স্থগিতের প্রতিবাদে গত শুক্রবার রাতে অনির্দিষ্টকালের হরতাল ডাক দিয়েছিল বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়ন বিএনপি। গতকাল শনিবার জেলার বালিয়াডাঙ্গী উপজেলা দুওসুও ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হওয়ার কথা ছিল।

সম্মেলনকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন করে। কিন্তু সম্মেলন শুরুর কয়েক ঘণ্টা আগে হঠাৎ জেলা বিএনপি সম্মেলনটি স্থগিতের ঘোষণা দেয়। জেলা বিএনপির এমন সিদ্ধান্তের প্রতিবাদে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় বিক্ষোভ মিছিল বের করেন প্রার্থী ও ভোটাররা এবং অনির্দিষ্টকালের জন্য হরতালের ডাক দেন। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলায় আন্তঃপরিবহন মিনিবাস, থ্রি-হুইলার (পাগলু), ইজিবাইক চলাচল বন্ধ ছিল। অবশেষে দুওসুও ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী আবু বকর সিদ্দিক সবার পক্ষ থেকে দুপুরে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

রাতে হরতাল ডেকে দুপুরে প্রত্যাহার

আপডেট সময় : ০৭:২৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

ঠাকুরগাঁও সংবাদদাতা : সম্মেলন স্থগিত হওয়ার জেরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিএনপির ডাকা হরতাল গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় প্রত্যাহার করা হয়েছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশ্বাসের পরিপ্রেক্ষিতে উপজেলার দুওসুও ইউনিয়ন শাখা বিএনপির নেতাকর্মীদের শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ডাকা হরতাল প্রত্যাহার করে নেওয়া হয়।

উপজেলার দুওসুও ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী আবু বকর সিদ্দিক সবার পক্ষ থেকে দুপুরে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন। বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবর রহমান জানান, মহাসচিবের সুষ্ঠু সমাধানের আশ্বাসের কারণে হরতাল প্রত্যাহার করা হয়েছে। এর আগে সম্মেলন স্থগিতের প্রতিবাদে গত শুক্রবার রাতে অনির্দিষ্টকালের হরতাল ডাক দিয়েছিল বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়ন বিএনপি। গতকাল শনিবার জেলার বালিয়াডাঙ্গী উপজেলা দুওসুও ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হওয়ার কথা ছিল।

সম্মেলনকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন করে। কিন্তু সম্মেলন শুরুর কয়েক ঘণ্টা আগে হঠাৎ জেলা বিএনপি সম্মেলনটি স্থগিতের ঘোষণা দেয়। জেলা বিএনপির এমন সিদ্ধান্তের প্রতিবাদে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় বিক্ষোভ মিছিল বের করেন প্রার্থী ও ভোটাররা এবং অনির্দিষ্টকালের জন্য হরতালের ডাক দেন। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলায় আন্তঃপরিবহন মিনিবাস, থ্রি-হুইলার (পাগলু), ইজিবাইক চলাচল বন্ধ ছিল। অবশেষে দুওসুও ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী আবু বকর সিদ্দিক সবার পক্ষ থেকে দুপুরে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন।