অর্থনৈতিক ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক (এআইবি) পিএলসি পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডেটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড (চঈও উঝঝ) সার্টিফিকেট অর্জন করেছে। বুধবার (২৯ জানুয়ারি) ব্যাংকের প্রধান কর্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরীর হাতে সার্টিফিকেট হস্তান্তর করেন সার্টিফাইং অথরিটি কন্ট্রোল কেসের সভাপতি সুরেশ দাদলানি। এ সময় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাদিম, মো. আবদুল্লাহ আল-মামুন, মোঃ ফজলুর রহমান চৌধুরী, মো. আসাদুজ্জামান ভূঁঞা, মো. আমিনুল ইসলাম ভূঁঞা, এসএম আবু জাফরসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান ও শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।
পেমেন্ট কার্ড নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় শর্ত পূরণের স্বীকৃতিস্বরুপ প্রদান করা হয় এই সার্টিফিকেট। পেমেন্ট কার্ড ব্যবসায় কার্যক্রমের কার্যকর, দক্ষ, দৃঢ় ও গোপনীয়তা নিশ্চিত করতে পিসিআই এসএসসি নির্ধারিত বাধ্যতামূলক শর্তসমূহ সফলভাবে প্রয়োগের মাধ্যমে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই সার্টিফিকেট অর্জন করেছে।


























