ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

১০ কোটি টাকার ডায়মন্ড অর্নামেন্টস জব্দ, আটক ১

  • আপডেট সময় : ০৬:২৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

বেনাপোল সংবাদদাতা : ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় যশোরের শার্শা সীমান্ত থেকে ১০ কোটি টাকা মূল্যের ডায়মন্ড অর্নামেন্টস সহ হাফিজুর রহমান (৪৭) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি। গতকাল বৃহস্পতিবার সকালে সীমান্তের পাঁচভূলট গ্রামের বদিপাড়া রাস্তার ওপর থেকে ডায়মন্ড অর্নামেন্টসসহ তাকে আটক করা হয়। আটক পাচারকারী ওই গ্রামের মৃত শাহাদাত মোড়লের ছেলে। বিজিবি জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন চোরাকারবারিরা বিপুল পরিমাণ ডায়মন্ড অর্নামেন্টসের একটি চালান নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করবে। এমন খবরে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধীনে পাঁচভূলট বিওপির বিজিবির একটি দল ওই সীমান্তের পাঁচভূলট গ্রামের বদিপাড়া রাস্তার পাশে গোপনে অবস্থান নেয়।

বেনাপোল অভিমুখী ব্যাটারিচালিত একটি ভ্যান আসতে দেখে বিজিবি সদস্যরা ভ্যানটি আটক করে। এসময় ভ্যানে থাকা একজনকে দেখে বিজিবির সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে অভিনব কায়দায় স্কচটেপ কোমরে বাধা ডায়মন্ড অর্নামেন্টস পাওয়া যায়। জব্দকৃত ডায়মন্ড অর্নামেন্টসের ওজন ২১০ গ্রাম। যার মূল্য প্রায় ১০ কোটি টাকা বলে জানায় বিজিবি।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

১০ কোটি টাকার ডায়মন্ড অর্নামেন্টস জব্দ, আটক ১

আপডেট সময় : ০৬:২৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

বেনাপোল সংবাদদাতা : ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় যশোরের শার্শা সীমান্ত থেকে ১০ কোটি টাকা মূল্যের ডায়মন্ড অর্নামেন্টস সহ হাফিজুর রহমান (৪৭) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি। গতকাল বৃহস্পতিবার সকালে সীমান্তের পাঁচভূলট গ্রামের বদিপাড়া রাস্তার ওপর থেকে ডায়মন্ড অর্নামেন্টসসহ তাকে আটক করা হয়। আটক পাচারকারী ওই গ্রামের মৃত শাহাদাত মোড়লের ছেলে। বিজিবি জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন চোরাকারবারিরা বিপুল পরিমাণ ডায়মন্ড অর্নামেন্টসের একটি চালান নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করবে। এমন খবরে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধীনে পাঁচভূলট বিওপির বিজিবির একটি দল ওই সীমান্তের পাঁচভূলট গ্রামের বদিপাড়া রাস্তার পাশে গোপনে অবস্থান নেয়।

বেনাপোল অভিমুখী ব্যাটারিচালিত একটি ভ্যান আসতে দেখে বিজিবি সদস্যরা ভ্যানটি আটক করে। এসময় ভ্যানে থাকা একজনকে দেখে বিজিবির সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে অভিনব কায়দায় স্কচটেপ কোমরে বাধা ডায়মন্ড অর্নামেন্টস পাওয়া যায়। জব্দকৃত ডায়মন্ড অর্নামেন্টসের ওজন ২১০ গ্রাম। যার মূল্য প্রায় ১০ কোটি টাকা বলে জানায় বিজিবি।