ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

পশ্চিম তীরে ইসরায়েলের ভয়াবহ অভিযান

  • আপডেট সময় : ০৭:৩৬:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েল ভয়াবহ সামরিক অভিযান চালাচ্ছে। মঙ্গলবার এক অভিযানে ফিলিস্তিনি তরুণ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তুলকারেম শহরের কাছেই একটি আবাসিক অঞ্চলে এ অভিযান চলে। গাজায় যুদ্ধবিরতি শুরুর পর থেকে পশ্চিম তীরে তৎপরতা বাড়িয়েছে ইসরায়েল। সেখানে নিয়মিতভাবেই সামরিক অভিযান চলছে। মঙ্গলবারের ওই অভিযানে নিহত তরুণের নাম আয়মান ফাদি কাসিম নাজি।

বার্তাসংস্থা বুধবার ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটিকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে জানায়, ইরতাহ শহরতলীতে ওই তরুণ ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী নাজিকে মঙ্গলবার রাতে আটক করে। পরে তার মরদেহ রেড ক্রিসেন্টের কাছে হস্তান্তর করে। স্থানীয় বাসিন্দারা জানান, ইসরায়েলি বাহিনী ওই অঞ্চলে বেশ কয়েকটি বাড়ি ঘেরাও করে। তারা গুলির আওয়াজ শুনতে পান। অভিযান চলাকালে আরও সেনা মোতায়েন করা হয়। তখন নাজি গুলিবিদ্ধ হন। তারা জানান, নাজিকে মেডিকেল টিম উদ্ধার করতে পারেনি।

ইসরায়েলি বাহিনী তাকে মৃত্যু পর্যন্ত আটকে রাখে। পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলের ভয়াবহ সামরিক অভিযান দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে। অভিযান পশ্চিম তীরের উত্তর দিকেও বিস্তৃত হচ্ছে। ইসরায়েলি বাহিনী সেখানে আহত ফিলিস্তিনিদের চিকিৎসা দিতে বরাবরই অস্বীকৃতি জানায়। অনেক ক্ষেত্রে উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করতে গেলে ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হন। এদিকে মঙ্গলবার রাতে ইসরায়েলি বাহিনী তুলকারেমের উত্তরে একটি বাড়ি ধ্বংস করে দেয়। ওই বাড়ি ছিল ২০২৪ সালের মে মাসে নিহত হওয়া এক তরুণের।

বাড়িটি গুঁড়িয়ে দিতে পাঠানো হয় বুলডোজার। বাড়িটি ঘেরাও করে রাখে ইসরায়েলি বাহিনী। বাড়ির ভেতরে থাকা মাহমুদ আমিন আবু আমদেহ নামে এক তরুণও আটক হন। ইসরায়েলি বাহিনী জেনিনের পশ্চিমে একটি বাড়িতেও অভিযান চালায় এবং পরে সিলাত আল-হারিথিয়ায় আনাদ আবু আল-খাইর তাহাইন নামে একজনকে গ্রেপ্তার করে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

পশ্চিম তীরে ইসরায়েলের ভয়াবহ অভিযান

আপডেট সময় : ০৭:৩৬:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

বিদেশের খবর ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েল ভয়াবহ সামরিক অভিযান চালাচ্ছে। মঙ্গলবার এক অভিযানে ফিলিস্তিনি তরুণ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তুলকারেম শহরের কাছেই একটি আবাসিক অঞ্চলে এ অভিযান চলে। গাজায় যুদ্ধবিরতি শুরুর পর থেকে পশ্চিম তীরে তৎপরতা বাড়িয়েছে ইসরায়েল। সেখানে নিয়মিতভাবেই সামরিক অভিযান চলছে। মঙ্গলবারের ওই অভিযানে নিহত তরুণের নাম আয়মান ফাদি কাসিম নাজি।

বার্তাসংস্থা বুধবার ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটিকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে জানায়, ইরতাহ শহরতলীতে ওই তরুণ ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী নাজিকে মঙ্গলবার রাতে আটক করে। পরে তার মরদেহ রেড ক্রিসেন্টের কাছে হস্তান্তর করে। স্থানীয় বাসিন্দারা জানান, ইসরায়েলি বাহিনী ওই অঞ্চলে বেশ কয়েকটি বাড়ি ঘেরাও করে। তারা গুলির আওয়াজ শুনতে পান। অভিযান চলাকালে আরও সেনা মোতায়েন করা হয়। তখন নাজি গুলিবিদ্ধ হন। তারা জানান, নাজিকে মেডিকেল টিম উদ্ধার করতে পারেনি।

ইসরায়েলি বাহিনী তাকে মৃত্যু পর্যন্ত আটকে রাখে। পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলের ভয়াবহ সামরিক অভিযান দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে। অভিযান পশ্চিম তীরের উত্তর দিকেও বিস্তৃত হচ্ছে। ইসরায়েলি বাহিনী সেখানে আহত ফিলিস্তিনিদের চিকিৎসা দিতে বরাবরই অস্বীকৃতি জানায়। অনেক ক্ষেত্রে উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করতে গেলে ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হন। এদিকে মঙ্গলবার রাতে ইসরায়েলি বাহিনী তুলকারেমের উত্তরে একটি বাড়ি ধ্বংস করে দেয়। ওই বাড়ি ছিল ২০২৪ সালের মে মাসে নিহত হওয়া এক তরুণের।

বাড়িটি গুঁড়িয়ে দিতে পাঠানো হয় বুলডোজার। বাড়িটি ঘেরাও করে রাখে ইসরায়েলি বাহিনী। বাড়ির ভেতরে থাকা মাহমুদ আমিন আবু আমদেহ নামে এক তরুণও আটক হন। ইসরায়েলি বাহিনী জেনিনের পশ্চিমে একটি বাড়িতেও অভিযান চালায় এবং পরে সিলাত আল-হারিথিয়ায় আনাদ আবু আল-খাইর তাহাইন নামে একজনকে গ্রেপ্তার করে।