বিনোদন ডেস্ক: চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে ফুল উৎসবের সমাপনী উপলক্ষে ‘গালা নাইট কনসার্টে’ ব্যান্ডতারকা জেমসের নগরবাউলসহ আটটি ব্যান্ড অংশ নেবে। আগামী ৬ ফেব্রুয়ারি এম এ আজিজ স্টেডিয়ামে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম জেলা প্রশাসন ফৌজদারহাটের ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবের আয়োজন করেছে। ওই উৎসবের সমাপনীতে এই কনসার্টের আয়োজন করা হচ্ছে। কনসার্টে অংশ নেবে জনপ্রিয় ব্যান্ড নগরবাউল, শিরোনামহীন, আর্টসেল, আর্বোভাইরাস, অ্যাভয়েডরাফা, লালন, তীরন্দাজ ও উন্মাদ।
চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাদি উর রহমান জাদিদ বলেন, “এম এ আজিজ স্টেডিয়ামে ৬ ফেব্রুয়ারি বিকেল তিনটা থেকে কনসার্ট শুরু হবে। “কনসার্টের টিকেট বিক্রি হবে ১ ফেব্রুয়ারির পর। গ্যালারির টিকেট ৩০০ টাকা এবং ফ্রন্টলাইনের টিকেট ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনলাইনে বিক্রি হবে সব টিকেট।” ২০২২ সাল থেকে ফৌজদারহাটে সাগর তীর সংলগ্ন ডিসি পার্কে ফুল উৎসবের আয়োজন করা হয়।
এবার ৪ জানুয়ারি থেকে শুরু হওয়া ফুল উৎসবে ১৩৬ প্রজাতির দেশি-বিদেশি প্রজাতির ফুলের সমারোহ ঘটেছে। ফুল উৎসব উপলক্ষ্যে ডিসি পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান, মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল, গ্রামীণ মেলা, বই উৎসব, ঘুড়ি উৎসব, ফুলের সাজে একদিন, পিঠা উৎসব, লেজার লাইট শো, মুভি শো, ভায়োলিন শো ও পুতুল নাচ আয়োজন করা হয়েছে।






















