ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

বাস কন্ডাক্টর হতে চেয়েছিলেন ঋতাভরী

  • আপডেট সময় : ০৪:৫৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: টলিউডের স্বনামধন্য অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। একাধারে গ্ল্যামার এবং অভিনয়ের জন্য প্রশংসিত তিনি। ছোটবেলা থেকেই অভিনয় জগতে পা রাখলেও, একেবারে ভিন্ন পেশার প্রতি ছিল আগ্রহ তার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ঋতাভরী নিজেই জানিয়েছেন এমন চমকপ্রদ এক তথ্য। ছোটবেলায় অভিনেত্রী হওয়ার কোনও ইচ্ছা ছিল না তার। এ কথা নিজ মুখেই সবাইকে জানিয়েছেন অভিনেত্রী।

তাহলে প্রশ্ন হলো, কী হতে চেয়েছিলেন তিনি? ঋতাভরী জানালেন, তার স্বপ্ন ছিল বাস কন্ডাক্টর অথবা টিকিট বিক্রেতা হওয়ার। ইনস্টাগ্রামে নিজের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘জীবনের সেরা সময় কাটানোর সময়ই মনে পড়ে, তুমি একজন বাস কন্ডাক্টর হতে চেয়েছিলে।’

এছাড়াও ঋতাভরী তার পোস্টে আরও জানান, আমার সব সংগ্রহ করা টিকিট কোথায় গেল? আর কে বাস কন্ডাক্টর হতে চেয়েছিল জীবনে? অথচ আজ তারা অন্য কিছু করছেন! এই পোস্টের মাধ্যমে ঋতাভরী তার শৈশবের স্মৃতি ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। যেমনটা জেনে ভক্তরাও বেশ মজাই পেয়েছেন বলা যায়। ঋতাভরী বর্তমানে টলিউডের বেশ পরিচিত মুখ। সম্প্রতি তার অভিনীত ‘বহুরূপী’ সিনেমাটি পুজার সময় মুক্তি পেয়েছে।

ভবিষ্যতে আরও বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়াও বলিউড অভিনেতা সুমিত অরোরার সঙ্গে প্রেমের গুঞ্জনও শোনা যাচ্ছে তার সম্পর্কে, যা সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত বিষয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বাস কন্ডাক্টর হতে চেয়েছিলেন ঋতাভরী

আপডেট সময় : ০৪:৫৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

বিনোদন ডেস্ক: টলিউডের স্বনামধন্য অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। একাধারে গ্ল্যামার এবং অভিনয়ের জন্য প্রশংসিত তিনি। ছোটবেলা থেকেই অভিনয় জগতে পা রাখলেও, একেবারে ভিন্ন পেশার প্রতি ছিল আগ্রহ তার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ঋতাভরী নিজেই জানিয়েছেন এমন চমকপ্রদ এক তথ্য। ছোটবেলায় অভিনেত্রী হওয়ার কোনও ইচ্ছা ছিল না তার। এ কথা নিজ মুখেই সবাইকে জানিয়েছেন অভিনেত্রী।

তাহলে প্রশ্ন হলো, কী হতে চেয়েছিলেন তিনি? ঋতাভরী জানালেন, তার স্বপ্ন ছিল বাস কন্ডাক্টর অথবা টিকিট বিক্রেতা হওয়ার। ইনস্টাগ্রামে নিজের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘জীবনের সেরা সময় কাটানোর সময়ই মনে পড়ে, তুমি একজন বাস কন্ডাক্টর হতে চেয়েছিলে।’

এছাড়াও ঋতাভরী তার পোস্টে আরও জানান, আমার সব সংগ্রহ করা টিকিট কোথায় গেল? আর কে বাস কন্ডাক্টর হতে চেয়েছিল জীবনে? অথচ আজ তারা অন্য কিছু করছেন! এই পোস্টের মাধ্যমে ঋতাভরী তার শৈশবের স্মৃতি ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। যেমনটা জেনে ভক্তরাও বেশ মজাই পেয়েছেন বলা যায়। ঋতাভরী বর্তমানে টলিউডের বেশ পরিচিত মুখ। সম্প্রতি তার অভিনীত ‘বহুরূপী’ সিনেমাটি পুজার সময় মুক্তি পেয়েছে।

ভবিষ্যতে আরও বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়াও বলিউড অভিনেতা সুমিত অরোরার সঙ্গে প্রেমের গুঞ্জনও শোনা যাচ্ছে তার সম্পর্কে, যা সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত বিষয়।