ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

কলেজশিক্ষার্থীকে হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

  • আপডেট সময় : ০৭:৪৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

রাজশাহী সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে রাজশাহী কলেজ শিক্ষার্থীকে হত্যার অভিযোগ তুলে এর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। গতকাল শনিবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী রাজশাহী কলেজ প্রশাসন ভবনের সামনের সড়ক অবরোধ করে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

এর আগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রাজশাহী কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে শিক্ষার্থীরা কলেজ প্রশাসন ভবনের সামনের সড়কে গিয়ে অবস্থান নেন।
বিক্ষোভ কর্মসূচি চলাকালে ’প্রক্টরের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘তুমি কে, আমি কে, বহিরাগত, বহিরাগত’, ’বিচার চাই, বিচার চাই, শিমুল হত্যার বিচার চাই’, ‘আয় প্রক্টর দেখে যা, রাজপথে তোর বাপেরা’, ‘আমার ভাই কবরে, খুনিরা কেন বাইরে’?, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন রাজশাহী কলেজ শিক্ষার্থীরা। বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থী হত্যার শিকার হন; তা মেনে নেওয়া যায় না।

এ ধরনের নির্মম হত্যাকাণ্ড শুধু শিমুলের পরিবারকেই নয়, পুরো ছাত্রসমাজকে শোকাহত করেছে। আমরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাই। পাশাপাশি এ মৃত্যুর পেছনের মূল ঘটনা উদঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। কর্মসূচিতে কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এমন ঘটনার প্রতিবাদ জানান। কোনো ব্যবস্থা না নিলে তারা এ ঘটনায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন। তারা বলেন, আন্দোলনের ডাক দিয়েছি, এখন প্রতিদিনই তা চলবে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো বাস জিরোপয়েন্ট, মণিচত্ত্বর, রাজশাহী কলেজ পার হতে দেবো না।

যারা হত্যাকাণ্ডে জড়িত সিসি ক্যামেরা দেখে তাদের শাস্তির আওতায় আনতে হবে। কর্মসূচিতে রাজশাহী কলেজ শিক্ষার্থী- সামিউল, রুহুল আমিন ও রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবিরসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

কলেজশিক্ষার্থীকে হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

আপডেট সময় : ০৭:৪৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

রাজশাহী সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে রাজশাহী কলেজ শিক্ষার্থীকে হত্যার অভিযোগ তুলে এর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। গতকাল শনিবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী রাজশাহী কলেজ প্রশাসন ভবনের সামনের সড়ক অবরোধ করে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

এর আগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রাজশাহী কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে শিক্ষার্থীরা কলেজ প্রশাসন ভবনের সামনের সড়কে গিয়ে অবস্থান নেন।
বিক্ষোভ কর্মসূচি চলাকালে ’প্রক্টরের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘তুমি কে, আমি কে, বহিরাগত, বহিরাগত’, ’বিচার চাই, বিচার চাই, শিমুল হত্যার বিচার চাই’, ‘আয় প্রক্টর দেখে যা, রাজপথে তোর বাপেরা’, ‘আমার ভাই কবরে, খুনিরা কেন বাইরে’?, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন রাজশাহী কলেজ শিক্ষার্থীরা। বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থী হত্যার শিকার হন; তা মেনে নেওয়া যায় না।

এ ধরনের নির্মম হত্যাকাণ্ড শুধু শিমুলের পরিবারকেই নয়, পুরো ছাত্রসমাজকে শোকাহত করেছে। আমরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাই। পাশাপাশি এ মৃত্যুর পেছনের মূল ঘটনা উদঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। কর্মসূচিতে কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এমন ঘটনার প্রতিবাদ জানান। কোনো ব্যবস্থা না নিলে তারা এ ঘটনায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন। তারা বলেন, আন্দোলনের ডাক দিয়েছি, এখন প্রতিদিনই তা চলবে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো বাস জিরোপয়েন্ট, মণিচত্ত্বর, রাজশাহী কলেজ পার হতে দেবো না।

যারা হত্যাকাণ্ডে জড়িত সিসি ক্যামেরা দেখে তাদের শাস্তির আওতায় আনতে হবে। কর্মসূচিতে রাজশাহী কলেজ শিক্ষার্থী- সামিউল, রুহুল আমিন ও রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবিরসহ আরও অনেকে বক্তব্য রাখেন।