ঢাকা ১২:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

রাবি উপকেন্দ্রে ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯৩ শতাংশ

  • আপডেট সময় : ০৭:৩৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

রাবি সংবাদদাতা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আঞ্চলিক কেন্দ্র হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৯৩ শতাংশ ভর্তিচ্ছু শিক্ষার্থী উপস্থিত ছিলেন। গতকাল শনিবার (২৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রের কো-অর্ডিনেটর ও কলা অনুষদের অধিকর্তা অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসেন।

তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আঞ্চলিক কেন্দ্র হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার ৮৬৫ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে ১১ হাজার ৯৫৮ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। যা মোট আবেদকারীর প্রায় ৯৩ শতাংশ। তিনি বলেন, ‘ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভর্তি পরীক্ষাটি সম্পন্ন হয়েছে। পরীক্ষাটি কোনো অনাকাঙ্খিত ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে।

’ প্রসঙ্গত, আঞ্চলিক কেন্দ্র হিসেবে সকাল ১১টায় শুরু হয় ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা যা চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এ ছাড়াও আগামী ১ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিট ও ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা এই কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টাকে রুখে দিতে হবে: প্রধান উপদেষ্টা

রাবি উপকেন্দ্রে ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯৩ শতাংশ

আপডেট সময় : ০৭:৩৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

রাবি সংবাদদাতা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আঞ্চলিক কেন্দ্র হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৯৩ শতাংশ ভর্তিচ্ছু শিক্ষার্থী উপস্থিত ছিলেন। গতকাল শনিবার (২৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রের কো-অর্ডিনেটর ও কলা অনুষদের অধিকর্তা অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসেন।

তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আঞ্চলিক কেন্দ্র হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার ৮৬৫ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে ১১ হাজার ৯৫৮ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। যা মোট আবেদকারীর প্রায় ৯৩ শতাংশ। তিনি বলেন, ‘ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভর্তি পরীক্ষাটি সম্পন্ন হয়েছে। পরীক্ষাটি কোনো অনাকাঙ্খিত ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে।

’ প্রসঙ্গত, আঞ্চলিক কেন্দ্র হিসেবে সকাল ১১টায় শুরু হয় ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা যা চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এ ছাড়াও আগামী ১ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিট ও ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা এই কেন্দ্রে অনুষ্ঠিত হবে।