ঢাকা ১২:০১ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

আকাশপথে বিড়ালের নিউ জিল্যান্ড-অস্ট্রেলিয়া ভ্রমণ

  • আপডেট সময় : ০৬:৪৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক: নিউ জিল্যান্ডের একটি মেইন কুন প্রজাতির বিড়াল মিটেনস ভুলবশত একটি উড়োজাহাজের কার্গোয় তিনবার নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে ভ্রমণ করেছে। ২৪ ঘণ্টায় ঘটে যাওয়া এই ঘটনায় আলোচনায় এসেছে আট বছর বয়সী বিড়ালটি।
১৩ জানুয়ারি মিটেনসকে তার মালিক মার্গো নিয়াসের সঙ্গে নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চ থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে স্থায়ীভাবে যাওয়ার জন্য বিমানে তোলা হয়। তবে, মার্গো জানান, বিমানের কার্গো থেকে বিড়ালটিকে নামাতে তিন ঘণ্টার অপেক্ষার পরেও কোনও খোঁজ পাওয়া যায়নি। এরপর জানা গেছে, বিমানটি নিউ জিল্যান্ডে ফিরে গেছে। আর মিটেনস তখনো বিমানের কার্গোতে রয়ে গেছে। মার্গো এই ঘটনায় বিস্ময় প্রকাশ করে বলেন, কীভাবে এমনটা ঘটলো? এটা কীভাবে সম্ভব?

বিমানের পাইলট জানান, মিটেনসের উপস্থিতি সম্পর্কে জানার পর কার্গোতে তাপমাত্রা বাড়ানো হয়েছিল। বিমানের কর্মীরা বলেন, একটি হুইলচেয়ার মিটেনসের খাঁচাকে আড়াল করায় এই ভুল হয়েছে। পরে একটি পোষা প্রাণী পরিবহন কোম্পানি মিটেনসকে ক্রাইস্টচার্চে ফিরিয়ে এনে আবার একমুখী ফ্লাইটে মেলবোর্ন পাঠায়। সেখানে মিটেনস তার মালিকের সঙ্গে পুনর্মিলিত হয়। মার্গো বলেন, সে একদম আমার দিকে দৌড়ে এসে জড়িয়ে ধরে। এটা ছিল সবচেয়ে বড় স্বস্তি।

এয়ার নিউ জিল্যান্ড এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে মিটেনসের ভ্রমণ সংক্রান্ত সব ব্যয় ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সংস্থার মুখপাত্র আলিশা আর্মস্ট্রং বলেন, আমরা মেলবোর্নের গ্রাউন্ড হ্যান্ডলারের সঙ্গে কাজ করে নিশ্চিত করব যেন এমন ঘটনা আর না ঘটে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ডিসেম্বর ধরেই নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসি

আকাশপথে বিড়ালের নিউ জিল্যান্ড-অস্ট্রেলিয়া ভ্রমণ

আপডেট সময় : ০৬:৪৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

বিদেশের খবর ডেস্ক: নিউ জিল্যান্ডের একটি মেইন কুন প্রজাতির বিড়াল মিটেনস ভুলবশত একটি উড়োজাহাজের কার্গোয় তিনবার নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে ভ্রমণ করেছে। ২৪ ঘণ্টায় ঘটে যাওয়া এই ঘটনায় আলোচনায় এসেছে আট বছর বয়সী বিড়ালটি।
১৩ জানুয়ারি মিটেনসকে তার মালিক মার্গো নিয়াসের সঙ্গে নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চ থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে স্থায়ীভাবে যাওয়ার জন্য বিমানে তোলা হয়। তবে, মার্গো জানান, বিমানের কার্গো থেকে বিড়ালটিকে নামাতে তিন ঘণ্টার অপেক্ষার পরেও কোনও খোঁজ পাওয়া যায়নি। এরপর জানা গেছে, বিমানটি নিউ জিল্যান্ডে ফিরে গেছে। আর মিটেনস তখনো বিমানের কার্গোতে রয়ে গেছে। মার্গো এই ঘটনায় বিস্ময় প্রকাশ করে বলেন, কীভাবে এমনটা ঘটলো? এটা কীভাবে সম্ভব?

বিমানের পাইলট জানান, মিটেনসের উপস্থিতি সম্পর্কে জানার পর কার্গোতে তাপমাত্রা বাড়ানো হয়েছিল। বিমানের কর্মীরা বলেন, একটি হুইলচেয়ার মিটেনসের খাঁচাকে আড়াল করায় এই ভুল হয়েছে। পরে একটি পোষা প্রাণী পরিবহন কোম্পানি মিটেনসকে ক্রাইস্টচার্চে ফিরিয়ে এনে আবার একমুখী ফ্লাইটে মেলবোর্ন পাঠায়। সেখানে মিটেনস তার মালিকের সঙ্গে পুনর্মিলিত হয়। মার্গো বলেন, সে একদম আমার দিকে দৌড়ে এসে জড়িয়ে ধরে। এটা ছিল সবচেয়ে বড় স্বস্তি।

এয়ার নিউ জিল্যান্ড এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে মিটেনসের ভ্রমণ সংক্রান্ত সব ব্যয় ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সংস্থার মুখপাত্র আলিশা আর্মস্ট্রং বলেন, আমরা মেলবোর্নের গ্রাউন্ড হ্যান্ডলারের সঙ্গে কাজ করে নিশ্চিত করব যেন এমন ঘটনা আর না ঘটে।