ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

এআই প্রকল্পে ৫০ হাজার কোটি ডলার মার্কিন বিনিয়োগ

  • আপডেট সময় : ০৬:৫৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে স্টারগেট নামের এক যৌথ প্রকল্প হাতে নিয়েছে ওপেন এআই, ওরাকল ও সফটব্যাংক। এর জন্য তাৎক্ষণিকভাবে ১০ হাজার কোটি ও আগামী চার বছরে মোট ৫০ হাজার কোটি ডলার বিনিয়োগ করা হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ খবর জানা গেছে।

ওপেন এআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বলেছেন, এটি বর্তমান যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হতে যাচ্ছে বলে আমার বিশ্বাস।

হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন এই তিন প্রতিষ্ঠানের প্রধান। স্টারগেট সম্পর্কে ট্রাম্প বলেছেন, এই প্রকল্প আমেরিকার সম্ভাবনার প্রতি দৃঢ় আস্থা প্রকাশ করছে।
এর জবাবে ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অল্টম্যান বলেন, আপনার সমর্থন ছাড়া এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে না।

২০২২ সালে চ্যাট জিপিটি বট উন্মুক্ত করার মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণায় এক নতুন দিগন্তের সূচনা করে ওপেন এআই। তবে নির্মাতাদের চাহিদামতো এই প্রযুক্তির বিকাশের জন্য ডাটা সেন্টার স্থাপন জরুরি হয়ে পড়ে। সে জন্য চাই ডাটা সেন্টার নির্মাণের জন্য প্রচুর অর্থ এবং তা পরিচালনার জন্য ব্যাপক বিদ্যুৎ প্রবাহ।

ট্রাম্পের দাবি, প্রকল্পের জন্য ডাটা সেন্টারের মতো অবকাঠামো স্থাপনের মাধ্যমে অন্তত এক লাখ কর্মসংস্থান তৈরি হবে।

ওরাকলের পক্ষ থেকে জানানো হয়, প্রথম দফায় টেক্সাস অঙ্গরাজ্যে কয়েকটি ডাটা সেন্টার নির্মাণকাজ চলছে। সামনের দিনে অন্যান্য স্থানে আরও অবকাঠামো নির্মাণ করা হবে।

ওপেন এআই ও সফটব্যাংকের যৌথ বিবৃতিতে জানানো হয়, তাদের প্রকল্প অংশীদার হিসেবে রয়েছে মাইক্রোসফট, এআরএম ও এনভিডিয়া।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আর্থিক খাতের ‘ডাকাতি’ খতিয়ে দেখতে প্রতিনিধি পাঠানোর আহ্বান :ড. ইউনূস

এআই প্রকল্পে ৫০ হাজার কোটি ডলার মার্কিন বিনিয়োগ

আপডেট সময় : ০৬:৫৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

প্রত্যাশা ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে স্টারগেট নামের এক যৌথ প্রকল্প হাতে নিয়েছে ওপেন এআই, ওরাকল ও সফটব্যাংক। এর জন্য তাৎক্ষণিকভাবে ১০ হাজার কোটি ও আগামী চার বছরে মোট ৫০ হাজার কোটি ডলার বিনিয়োগ করা হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ খবর জানা গেছে।

ওপেন এআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বলেছেন, এটি বর্তমান যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হতে যাচ্ছে বলে আমার বিশ্বাস।

হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন এই তিন প্রতিষ্ঠানের প্রধান। স্টারগেট সম্পর্কে ট্রাম্প বলেছেন, এই প্রকল্প আমেরিকার সম্ভাবনার প্রতি দৃঢ় আস্থা প্রকাশ করছে।
এর জবাবে ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অল্টম্যান বলেন, আপনার সমর্থন ছাড়া এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে না।

২০২২ সালে চ্যাট জিপিটি বট উন্মুক্ত করার মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণায় এক নতুন দিগন্তের সূচনা করে ওপেন এআই। তবে নির্মাতাদের চাহিদামতো এই প্রযুক্তির বিকাশের জন্য ডাটা সেন্টার স্থাপন জরুরি হয়ে পড়ে। সে জন্য চাই ডাটা সেন্টার নির্মাণের জন্য প্রচুর অর্থ এবং তা পরিচালনার জন্য ব্যাপক বিদ্যুৎ প্রবাহ।

ট্রাম্পের দাবি, প্রকল্পের জন্য ডাটা সেন্টারের মতো অবকাঠামো স্থাপনের মাধ্যমে অন্তত এক লাখ কর্মসংস্থান তৈরি হবে।

ওরাকলের পক্ষ থেকে জানানো হয়, প্রথম দফায় টেক্সাস অঙ্গরাজ্যে কয়েকটি ডাটা সেন্টার নির্মাণকাজ চলছে। সামনের দিনে অন্যান্য স্থানে আরও অবকাঠামো নির্মাণ করা হবে।

ওপেন এআই ও সফটব্যাংকের যৌথ বিবৃতিতে জানানো হয়, তাদের প্রকল্প অংশীদার হিসেবে রয়েছে মাইক্রোসফট, এআরএম ও এনভিডিয়া।