ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

চীনে ধেয়ে যাচ্ছে টাইফুন ‘চ্যানথু’

  • আপডেট সময় : ১১:২৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
  • ১০০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : চীনের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন ‘চ্যানথু’। ক্ষয়ক্ষতি এড়াতে দেশটির সাংহাই শহর এবং আশপাশের এলাকাগুলোর স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি স্থগিত করা হয়েছে উড়োজাহাজ, পাতালরেল ও ট্রেন চলাচল। গতকাল সোমবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়েছে।
ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৭০ কিলোমিটারের বেশি বলে জানিয়েছে সাংহাই শহর কর্তৃপক্ষ। গতকাল রোববার সন্ধ্যার দিকে দুর্বল হতে থাকে সুপার টাইফুন। ঘূর্ণিঝড়টি সময়ের সঙ্গে আরও দুর্বল হয়ে পড়বে বলে জানানো হয়েছে। একই সঙ্গে উপকূল এলাকাগুলোতে ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাস অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।
চীনের আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশটির জিয়াংসু ও ঝেজিয়াং প্রদেশ এবং সাংহাইয়ের কিছু এলাকায় ২৫০ থেকে ২৮০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।
চীনের বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, চ্যানথুর জেরে সাংহাইয়ের কাছেই ঝেজিয়াং প্রদেশে রোববার সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। প্রদেশটির কিছু শহরে রেল সেবা ও ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে। স্কুলগুলো আপাতত না খোলার নির্দেশ দেওয়া হয়েছে। বন্যাসতর্কতা জারি করা হয়েছে ঝেজিয়াংয়ের নয়টি জেলায়।
এদিকে সাংহাইয়ের পুডং আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট গতকাল সোমবার বেলা ১১টা থেকে স্থগিত ঘোষণা করা হয়েছে। বেলা তিনটা থেকে শহরটির হংকিয়াও বিমানবন্দরের উড়োজাহাজ চলাচলও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে বন্ধ রাখা হয়েছে সাংহাই শহরের পাতালরেল সেবা। গতকাল সোমবার ও আগামীকাল মঙ্গলবার দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে পার্ক ও পর্যটনকেন্দ্র। গতকাল বিকেল থেকে কাল সারা দিন খোলা হবে না শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

চীনে ধেয়ে যাচ্ছে টাইফুন ‘চ্যানথু’

আপডেট সময় : ১১:২৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : চীনের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন ‘চ্যানথু’। ক্ষয়ক্ষতি এড়াতে দেশটির সাংহাই শহর এবং আশপাশের এলাকাগুলোর স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি স্থগিত করা হয়েছে উড়োজাহাজ, পাতালরেল ও ট্রেন চলাচল। গতকাল সোমবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়েছে।
ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৭০ কিলোমিটারের বেশি বলে জানিয়েছে সাংহাই শহর কর্তৃপক্ষ। গতকাল রোববার সন্ধ্যার দিকে দুর্বল হতে থাকে সুপার টাইফুন। ঘূর্ণিঝড়টি সময়ের সঙ্গে আরও দুর্বল হয়ে পড়বে বলে জানানো হয়েছে। একই সঙ্গে উপকূল এলাকাগুলোতে ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাস অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।
চীনের আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশটির জিয়াংসু ও ঝেজিয়াং প্রদেশ এবং সাংহাইয়ের কিছু এলাকায় ২৫০ থেকে ২৮০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।
চীনের বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, চ্যানথুর জেরে সাংহাইয়ের কাছেই ঝেজিয়াং প্রদেশে রোববার সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। প্রদেশটির কিছু শহরে রেল সেবা ও ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে। স্কুলগুলো আপাতত না খোলার নির্দেশ দেওয়া হয়েছে। বন্যাসতর্কতা জারি করা হয়েছে ঝেজিয়াংয়ের নয়টি জেলায়।
এদিকে সাংহাইয়ের পুডং আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট গতকাল সোমবার বেলা ১১টা থেকে স্থগিত ঘোষণা করা হয়েছে। বেলা তিনটা থেকে শহরটির হংকিয়াও বিমানবন্দরের উড়োজাহাজ চলাচলও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে বন্ধ রাখা হয়েছে সাংহাই শহরের পাতালরেল সেবা। গতকাল সোমবার ও আগামীকাল মঙ্গলবার দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে পার্ক ও পর্যটনকেন্দ্র। গতকাল বিকেল থেকে কাল সারা দিন খোলা হবে না শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।