আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার অভিষেক ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই মুহূর্ত থেকে আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে।
সোমবার (২০ জানুয়ারি) তিনি শপথ নেওয়ার পর এই ভাষণ দেন। ভাষণে তিনি আমেরিকাকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেছেন।
বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধ করা হবে উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, বিচারের ভারসাম্য পুনর্বিন্যাসিত হবে। দুর্বৃত্ত, অত্যাচারী ও অস্বচ্ছ বিচার বিভাগের এবং সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধ হবে।
ট্রাম্প বলেন, তিনি ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার সময় একটি নতুন ও সফল যুগের সূচনার ব্যাপারে আশাবাদী। ‘পরিবর্তনের জোয়ার দেশজুড়ে বইছে,’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সূর্যালোক এখন গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে এবং আমেরিকার জন্য এই সুযোগটি কাজে লাগানোর সময় এসে গেছে।’
জনগণকে তাদের বিশ্বাস, তাদের সম্পদ, তাদের গণতন্ত্র এবং তাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়া হবে বলে ভাষণে বলেছেন ট্রাম্প। তিনি বলেন, এই মুহূর্ত থেকে, আমেরিকার পতন শেষ।
ট্রাম্প তার বক্তৃতায় নর্থ ক্যারোলিনার হারিকেন এবং লস অ্যাঞ্জেলেসের আগুন নিয়ে কথা বলেছেন। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে একটি স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে যা দুর্যোগের সময়ে সঠিকভাবে কাজ করে না। দেশটির শিক্ষা ব্যবস্থায় শিশুদের নিজেদের লজ্জিত হতে শেখানো হয়। এগুলো সবই আজ থেকেই পরিবর্তিত হবে এবং খুব দ্রুত পরিবর্তিত হবে।
ভাষণে ট্রাম্প তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি বলেন, আমাদের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করা হবে, আমাদের নিরাপত্তা পুনরুদ্ধার করা হবে, বিচার ব্যবস্থার ভারসাম্য পুনর্বিন্যাসিত হবে।
তিনি আরও বলেন, আমাদের শীর্ষ অগ্রাধিকারের মধ্যে থাকবে একটি গর্বিত, সমৃদ্ধ এবং স্বাধীন জাতি তৈরি করা। সূত্র: বিবিসি, সিএনএন