ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

দুই সিমেন্ট ফ্যাক্টরিকে ৩ লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় : ০৭:১৯:১০ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জে পরিবেশ আইন অমান্য করায় দুটি সিমেন্ট ফ্যাক্টরিকে তিন লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ আদালত। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশ আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান এ আদেশ দেন। রবিবার বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের পশ্চিম মুক্তারপুর এলাকায় স্ক্যান সিমেন্ট ও মেট্রোসেম সিমেন্ট ফ্যাক্টরিতে এ অভিযান চালানো হয়।

অভিযানে পরিবেশের ছাড়পত্র নবায়ন না থাকায় ও খোলা অবস্থায় কাঁচামাল ও নির্মাণসামগ্রী রাখায় মেট্রোসেম সিমেন্ট ফ্যাক্টরিকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ১৫ ধারা এবং বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২২-এর ১৭ বিধি মতে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া, খোলা অবস্থায় কাঁচামাল ও নির্মাণসামগ্রী রাখায় স্ক্যান সিমেন্ট ফ্যাক্টরিকে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২২-এর ১৭ বিধি মতে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। এ ছাড়া তিন মাসের মধ্যে বায়ুদূষণ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়। কোম্পানির পক্ষে সংশ্লিষ্ট জেনারেল ম্যানেজারকে এই দণ্ড আরোপ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন– পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. সানোয়ার হোসেন এবং মুন্সীগঞ্জ থানা ও পুলিশ লাইনসের দুটি পুলিশ দল।
এ ব্যাপারে পরিবেশ আদালতের ভারপ্রাপ্ত বেঞ্চ সহকারী জাকির হোসেন জানান, পরিবেশের ছাড়পত্র নবায়ন না থাকায় এবং খোলা অবস্থায় কাঁচামাল ও নির্মাণসামগ্রী রাখায় মেট্রোসেম সিমেন্ট এবং স্ক্যান সিমেন্ট ফ্যাক্টরিকে তিন লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দুই সিমেন্ট ফ্যাক্টরিকে ৩ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৭:১৯:১০ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জে পরিবেশ আইন অমান্য করায় দুটি সিমেন্ট ফ্যাক্টরিকে তিন লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ আদালত। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন পরিবেশ আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান এ আদেশ দেন। রবিবার বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের পশ্চিম মুক্তারপুর এলাকায় স্ক্যান সিমেন্ট ও মেট্রোসেম সিমেন্ট ফ্যাক্টরিতে এ অভিযান চালানো হয়।

অভিযানে পরিবেশের ছাড়পত্র নবায়ন না থাকায় ও খোলা অবস্থায় কাঁচামাল ও নির্মাণসামগ্রী রাখায় মেট্রোসেম সিমেন্ট ফ্যাক্টরিকে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ১৫ ধারা এবং বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২২-এর ১৭ বিধি মতে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া, খোলা অবস্থায় কাঁচামাল ও নির্মাণসামগ্রী রাখায় স্ক্যান সিমেন্ট ফ্যাক্টরিকে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২২-এর ১৭ বিধি মতে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। এ ছাড়া তিন মাসের মধ্যে বায়ুদূষণ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়। কোম্পানির পক্ষে সংশ্লিষ্ট জেনারেল ম্যানেজারকে এই দণ্ড আরোপ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন– পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. সানোয়ার হোসেন এবং মুন্সীগঞ্জ থানা ও পুলিশ লাইনসের দুটি পুলিশ দল।
এ ব্যাপারে পরিবেশ আদালতের ভারপ্রাপ্ত বেঞ্চ সহকারী জাকির হোসেন জানান, পরিবেশের ছাড়পত্র নবায়ন না থাকায় এবং খোলা অবস্থায় কাঁচামাল ও নির্মাণসামগ্রী রাখায় মেট্রোসেম সিমেন্ট এবং স্ক্যান সিমেন্ট ফ্যাক্টরিকে তিন লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট।