ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫

৬ গোলের উৎসব করে শীর্ষ চারে ম্যানচেস্টার সিটি

  • আপডেট সময় : ০৪:৪২:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: অনেক দিন পর ম্যানচেস্টার সিটির সেই ধারাল রূপের দেখা মিলল। দুর্বল ইপ্সউইচ টাউনকে নিয়ে যেন ছেলেখেলা করল তারা। প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে ফিরল পেপ গুয়ার্দিওলার দল। প্রতিপক্ষের মাঠে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৬-০ গোলে জিতেছে সিটি।

প্রথমার্ধে ফিল ফোডেনের জোড়া গোলের মাঝে জালের দেখা পান মাতেও কোভাসিচ। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান জেরেমি দোকু, আর্লিং হলান্ড ও জেমস ম্যাকাটি। পেপ গুয়ার্দিওলার কোচিংয়ে এই নিয়ে ১৩ বার প্রিমিয়ার লিগের ম্যাচে ৬ বা তার বেশি গোল করল সিটি। আর্সেন ভেঙ্গারের কোচিংয়ে আর্সেনাল সমান সংখ্যক ম্যাচে এই কীর্তি গড়েছিল। এই প্রতিযোগিতায় একমাত্র অ্যালেক্স ফার্গুসনের কোচিংয়ে ম্যানচেস্টার ইউনাইটেড (১৪) বেশিবার ম্যাচে ৬ বা তার বেশি গোল করতে পেরেছিল।

লিগ শিরোপা ধরে রাখার অভিযানে অনেক পিছিয়ে পড়া সিটি গত রাউন্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে শেষ সময়ে দুই গোল খেয়ে পয়েন্ট হারিয়েছিল। জয়ের পথে ফেরার লড়াইয়ে নজরকাড়া পারফরম্যান্স উপহার দিল দলটি। ২২ ম্যাচে ১১ জয় ও ৫ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে সিটি। সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে এক ধাপ নিচে নেমে গেছে নিউক্যাসল ইউনাইটেড। চার দিন আগে ব্রেন্টফোর্ডের জালে জোড়া গোল করা ফোডেনের নৈপুণ্যেই এদিন এগিয়ে যায় সিটি।

২৭তম মিনিটে বাঁ থেকে কেভিন ডে ব্রুইনের পাসে প্রতিপক্ষের গা ছুঁয়ে আসা বল প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে, নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন ইংলিশ মিডফিল্ডার। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করা গোলেও জড়িয়ে ফোডেনের নাম। তার ছোট পাস ডি-বক্সের মুখে পেয়ে জোরাল শটে বল জালে পাঠান ক্রোয়াট মিডফিল্ডার কোভাসিচ। ৪২তম মিনিটে আবারও অ্যাসিস্টের ভূমিকায় ডে ব্রুইনে এবং গোলদাতা ফোডেন।

এবার তার কাটব্যাক ছয় গজ বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় নিচু শটে স্কোরলাইন ৩-০ করেন তিনি। গোলরক্ষক ঝাঁপিয়ে বলে হাত ছোঁয়ালেও আটকাতে পারেননি। চাপ ধরে রেখে ৪৯তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে বড় জয়ের পথে এগিয়ে যায় সিটি। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে, দুজনের মধ্যে দিয়ে জায়গা বানিয়ে শট নেন জেরেমি দোকু, সামনে ইপ্সউইচের ডিফেন্ডার দারা ও’শিয়ার পায়ে লেগে বল যায় জালে। গত অগাস্টে ইপ্সউইচের বিপক্ষে প্রথম দেখায় ৪-১ ব্যবধানের জয়ে হ্যাটট্রিক করা হলান্ড এবার গোলের দেখা পান ৫৭তম মিনিটে। প্রতিপক্ষের ভুল পাস ধরে ক্ষিপ্র গতিতে ডি-বক্সে ঢুকে দোকু পাস দেন ডান দিকে, আর প্লেসিং শটে গোলরক্ষককে পরাস্ত করেন নরওয়ের তারকা।

এবারের লিগে হলান্ডের মোট গোল হলো ১৭টি, তার চেয়ে একটি বেশি নিয়ে তালিকার শীর্ষে লিভারপুলের মোহমেদ সালাহ। ৬৩তম মিনিটে ডে ব্রুইনেকে বসিয়ে ম্যাকাটিকে নামান কোচ। মাঠে নামার ছয় মিনিটের মধ্যেই স্কোরলাইনে নাম লেখান এই ইংলিশ মিডফিল্ডার। কোভাসিচের উঁচু করে বাড়ানো থ্রু বল হেডে জালে পাঠান তিনি। অবনমন অঞ্চলের দল ইপ্সউইচ বেশ কয়েকবার পাল্টা আক্রমণ শাণায়, গোলের জন্য অনেকগুলো শটও নেয় তারা। কিন্তু যথেষ্ট কার্যকর হতে পারেনি দলটি। আরেক ম্যাচে সাউথ্যাম্পটনকে ৩-২ গোলে হারিয়েছে নটিংহ্যাম ফরেস্ট। ২২ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে দুইয়ে আর্সেনাল।

২১ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। এদিকে, দুই প্রতিযোগিতায় টানা দুটি জয়ের পর ফের পথ হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলটিকে তাদেরই মাঠে ৩-১ গোলে বিধ্বস্ত করেছে ব্রাইটন। চলতি আসরে ইউনাইটেডের এটা দ্বাদশ পরাজয়। ২২ ম্যাচে সাত জয় ও পাঁচ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে দলটি। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে ব্রাইটন।

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৬ গোলের উৎসব করে শীর্ষ চারে ম্যানচেস্টার সিটি

আপডেট সময় : ০৪:৪২:০৪ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

ক্রীড়া ডেস্ক: অনেক দিন পর ম্যানচেস্টার সিটির সেই ধারাল রূপের দেখা মিলল। দুর্বল ইপ্সউইচ টাউনকে নিয়ে যেন ছেলেখেলা করল তারা। প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে ফিরল পেপ গুয়ার্দিওলার দল। প্রতিপক্ষের মাঠে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৬-০ গোলে জিতেছে সিটি।

প্রথমার্ধে ফিল ফোডেনের জোড়া গোলের মাঝে জালের দেখা পান মাতেও কোভাসিচ। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান জেরেমি দোকু, আর্লিং হলান্ড ও জেমস ম্যাকাটি। পেপ গুয়ার্দিওলার কোচিংয়ে এই নিয়ে ১৩ বার প্রিমিয়ার লিগের ম্যাচে ৬ বা তার বেশি গোল করল সিটি। আর্সেন ভেঙ্গারের কোচিংয়ে আর্সেনাল সমান সংখ্যক ম্যাচে এই কীর্তি গড়েছিল। এই প্রতিযোগিতায় একমাত্র অ্যালেক্স ফার্গুসনের কোচিংয়ে ম্যানচেস্টার ইউনাইটেড (১৪) বেশিবার ম্যাচে ৬ বা তার বেশি গোল করতে পেরেছিল।

লিগ শিরোপা ধরে রাখার অভিযানে অনেক পিছিয়ে পড়া সিটি গত রাউন্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে শেষ সময়ে দুই গোল খেয়ে পয়েন্ট হারিয়েছিল। জয়ের পথে ফেরার লড়াইয়ে নজরকাড়া পারফরম্যান্স উপহার দিল দলটি। ২২ ম্যাচে ১১ জয় ও ৫ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে সিটি। সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে এক ধাপ নিচে নেমে গেছে নিউক্যাসল ইউনাইটেড। চার দিন আগে ব্রেন্টফোর্ডের জালে জোড়া গোল করা ফোডেনের নৈপুণ্যেই এদিন এগিয়ে যায় সিটি।

২৭তম মিনিটে বাঁ থেকে কেভিন ডে ব্রুইনের পাসে প্রতিপক্ষের গা ছুঁয়ে আসা বল প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে, নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন ইংলিশ মিডফিল্ডার। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করা গোলেও জড়িয়ে ফোডেনের নাম। তার ছোট পাস ডি-বক্সের মুখে পেয়ে জোরাল শটে বল জালে পাঠান ক্রোয়াট মিডফিল্ডার কোভাসিচ। ৪২তম মিনিটে আবারও অ্যাসিস্টের ভূমিকায় ডে ব্রুইনে এবং গোলদাতা ফোডেন।

এবার তার কাটব্যাক ছয় গজ বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় নিচু শটে স্কোরলাইন ৩-০ করেন তিনি। গোলরক্ষক ঝাঁপিয়ে বলে হাত ছোঁয়ালেও আটকাতে পারেননি। চাপ ধরে রেখে ৪৯তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে বড় জয়ের পথে এগিয়ে যায় সিটি। বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে, দুজনের মধ্যে দিয়ে জায়গা বানিয়ে শট নেন জেরেমি দোকু, সামনে ইপ্সউইচের ডিফেন্ডার দারা ও’শিয়ার পায়ে লেগে বল যায় জালে। গত অগাস্টে ইপ্সউইচের বিপক্ষে প্রথম দেখায় ৪-১ ব্যবধানের জয়ে হ্যাটট্রিক করা হলান্ড এবার গোলের দেখা পান ৫৭তম মিনিটে। প্রতিপক্ষের ভুল পাস ধরে ক্ষিপ্র গতিতে ডি-বক্সে ঢুকে দোকু পাস দেন ডান দিকে, আর প্লেসিং শটে গোলরক্ষককে পরাস্ত করেন নরওয়ের তারকা।

এবারের লিগে হলান্ডের মোট গোল হলো ১৭টি, তার চেয়ে একটি বেশি নিয়ে তালিকার শীর্ষে লিভারপুলের মোহমেদ সালাহ। ৬৩তম মিনিটে ডে ব্রুইনেকে বসিয়ে ম্যাকাটিকে নামান কোচ। মাঠে নামার ছয় মিনিটের মধ্যেই স্কোরলাইনে নাম লেখান এই ইংলিশ মিডফিল্ডার। কোভাসিচের উঁচু করে বাড়ানো থ্রু বল হেডে জালে পাঠান তিনি। অবনমন অঞ্চলের দল ইপ্সউইচ বেশ কয়েকবার পাল্টা আক্রমণ শাণায়, গোলের জন্য অনেকগুলো শটও নেয় তারা। কিন্তু যথেষ্ট কার্যকর হতে পারেনি দলটি। আরেক ম্যাচে সাউথ্যাম্পটনকে ৩-২ গোলে হারিয়েছে নটিংহ্যাম ফরেস্ট। ২২ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে দুইয়ে আর্সেনাল।

২১ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। এদিকে, দুই প্রতিযোগিতায় টানা দুটি জয়ের পর ফের পথ হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলটিকে তাদেরই মাঠে ৩-১ গোলে বিধ্বস্ত করেছে ব্রাইটন। চলতি আসরে ইউনাইটেডের এটা দ্বাদশ পরাজয়। ২২ ম্যাচে সাত জয় ও পাঁচ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে দলটি। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে ব্রাইটন।