ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

রিশাদকে বিগ ব্যাশ-পিএসএল খেলার সুযোগ দিতে বললেন মালান

  • আপডেট সময় : ০৬:১৩:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪ উইকেট নিয়েছিলেন রিশাদ হোসেন। এরপর বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলগুলোর নজরে আসেন প্রতিশ্রুতিশীল এই লেগ স্পিনার। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি, জিম আফ্রো ও অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলার সুযোগ হয়েছিলো রিশাদের। কিন্তু বিভিন্ন কারণে তিনটি টুর্নামেন্টের কোনটিতেই খেলতে পারেননি তিনি।

বিপিএল খেলার ব্যস্ততার মাঝে তার পাকিস্তান সুপার লিগে খেলার দরজা খুলে গেছে। এবার কী তার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার সুযোগ মিলবে? প্রশ্নটা সময়ের কাছেই তোলা থাক। তবে এসব প্রতিযোগিতায় রিশাদের অংশগ্রহণ চান ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ব্যাটসম্যান ডেভিড মালান। তার মতে, যত বেশি প্রতিযোগিতায় রিশাদ অংশগ্রহণ করবে, তত তার উন্নতি হবে।
বিপিএলে ফরচুন বরিশালের হয়ে রিশাদ ও মালান খেলছেন।

নেটে বাংলাদেশের লেগ স্পিনারকে খেলে মনে ধরেছে তার। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের খবর টুকটাক জানা মালালেন। নিয়মিত বিপিএল বাদেও ঢাকা লিগে অংশগ্রহণ করেছেন। তাইতো রিশাদের জন্য সব প্রতিযোগিতায় খেলার দুয়ার খুলে দিতে বললেন ইংলিশ ব্যাটসম্যান, ‘‘রিশাদকে অসাধারণ লাগছে। বাংলাদেশের লেগ স্পিনারদের জন্য রিশাদকে আমার আদর্শ ও প্রতিশ্রুতিশীল মনে হচ্ছে। বিশ্বের প্রায় সব দলেরই এখন একজন মান সম্মত লেগ স্পিনার রয়েছে যারা খেলাটাকে আরো একধাপ এগিয়ে নিয়েছে। আপনার দলে যদি একজন লেগ স্পিনার থাকে তাহলে খেলা কঠিন হয়ে যাচ্ছে। বিশেষ করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে।’’ বরিশাল বিপিএলে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেললেও রিশাদ সুযোগ পেয়েছেন মাত্র ৩টিতে। কম্বিনেশনের কারণে তার সুযোগ মিলছে না তা আগে থেকেই ধারনা দিয়েছেন টিম ম্যানেজমেন্ট। তবে লেগ স্পিনারের উন্নতির জন্য ধারাবাহিক ম্যাচ খেলার বিকল্প নেই তা জানিয়েছেন মালান,

‘‘তার মূল চ্যালেঞ্জ হচ্ছে ম্যাচ খেলা। যত বেশি ম্যাচ সে খেলবে তত তার উন্নতি হবে। যত প্রতিযোগিতায় সে অংশ নেবে তত তার ধার বাড়বে। যেমনটা আপনি বললেন তার বিগ ব্যাশে খেলার সুযোগ হয়েছে। ওখানে গেলে তার উন্নতি হতো। সেখানকার ভিন্ন কন্ডিশনে সে বোলিং করতো। ভিন্ন ভিন্ন ব্যাটসম্যানকে সে বোলিং করতো। তার জ্ঞানের পরিধি আরও বেড়ে যেত। তাতে সে আরও উৎসাহিত হতো।

শুধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বাংলাদেশ ক্রিকেট নয়, সে সব ধরণের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। আমার মতে তার উন্নতির জন্য এটা ভালো উপায়।’’ ‘‘সে প্রতিভাবান। উচুঁ, বল দুদিকে ঘুরাতে পারে। তার আলো স্কিল আছে, ব্যাটিংও করতে পারে। এটা অবশ্যই ভালো দিক।’’ – যোগ করেন মালান। লিগে এখন পর্যন্ত মাত্র এক ম্যাচ খেলেছেন মালান। শুরুর দিকে দলের সঙ্গে যোগ দিলেও কম্বিনেশনের কারণে তারও সুযোগ হয়নি। কাইল মায়ার্স চলে যাওয়ার পর মালান প্রথম ম্যাচে নেমে গতকাল ৪৯ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতাতে ভূমিকা রাখেন। এখানকার কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছেন বেশ ভালোভাবেই। সামনে আরও ভালো করা প্রত্যয় ব্যক্ত করেছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

রিশাদকে বিগ ব্যাশ-পিএসএল খেলার সুযোগ দিতে বললেন মালান

আপডেট সময় : ০৬:১৩:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

ক্রীড়া ডেস্ক: গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪ উইকেট নিয়েছিলেন রিশাদ হোসেন। এরপর বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলগুলোর নজরে আসেন প্রতিশ্রুতিশীল এই লেগ স্পিনার। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি, জিম আফ্রো ও অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলার সুযোগ হয়েছিলো রিশাদের। কিন্তু বিভিন্ন কারণে তিনটি টুর্নামেন্টের কোনটিতেই খেলতে পারেননি তিনি।

বিপিএল খেলার ব্যস্ততার মাঝে তার পাকিস্তান সুপার লিগে খেলার দরজা খুলে গেছে। এবার কী তার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার সুযোগ মিলবে? প্রশ্নটা সময়ের কাছেই তোলা থাক। তবে এসব প্রতিযোগিতায় রিশাদের অংশগ্রহণ চান ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ব্যাটসম্যান ডেভিড মালান। তার মতে, যত বেশি প্রতিযোগিতায় রিশাদ অংশগ্রহণ করবে, তত তার উন্নতি হবে।
বিপিএলে ফরচুন বরিশালের হয়ে রিশাদ ও মালান খেলছেন।

নেটে বাংলাদেশের লেগ স্পিনারকে খেলে মনে ধরেছে তার। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের খবর টুকটাক জানা মালালেন। নিয়মিত বিপিএল বাদেও ঢাকা লিগে অংশগ্রহণ করেছেন। তাইতো রিশাদের জন্য সব প্রতিযোগিতায় খেলার দুয়ার খুলে দিতে বললেন ইংলিশ ব্যাটসম্যান, ‘‘রিশাদকে অসাধারণ লাগছে। বাংলাদেশের লেগ স্পিনারদের জন্য রিশাদকে আমার আদর্শ ও প্রতিশ্রুতিশীল মনে হচ্ছে। বিশ্বের প্রায় সব দলেরই এখন একজন মান সম্মত লেগ স্পিনার রয়েছে যারা খেলাটাকে আরো একধাপ এগিয়ে নিয়েছে। আপনার দলে যদি একজন লেগ স্পিনার থাকে তাহলে খেলা কঠিন হয়ে যাচ্ছে। বিশেষ করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে।’’ বরিশাল বিপিএলে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেললেও রিশাদ সুযোগ পেয়েছেন মাত্র ৩টিতে। কম্বিনেশনের কারণে তার সুযোগ মিলছে না তা আগে থেকেই ধারনা দিয়েছেন টিম ম্যানেজমেন্ট। তবে লেগ স্পিনারের উন্নতির জন্য ধারাবাহিক ম্যাচ খেলার বিকল্প নেই তা জানিয়েছেন মালান,

‘‘তার মূল চ্যালেঞ্জ হচ্ছে ম্যাচ খেলা। যত বেশি ম্যাচ সে খেলবে তত তার উন্নতি হবে। যত প্রতিযোগিতায় সে অংশ নেবে তত তার ধার বাড়বে। যেমনটা আপনি বললেন তার বিগ ব্যাশে খেলার সুযোগ হয়েছে। ওখানে গেলে তার উন্নতি হতো। সেখানকার ভিন্ন কন্ডিশনে সে বোলিং করতো। ভিন্ন ভিন্ন ব্যাটসম্যানকে সে বোলিং করতো। তার জ্ঞানের পরিধি আরও বেড়ে যেত। তাতে সে আরও উৎসাহিত হতো।

শুধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বাংলাদেশ ক্রিকেট নয়, সে সব ধরণের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। আমার মতে তার উন্নতির জন্য এটা ভালো উপায়।’’ ‘‘সে প্রতিভাবান। উচুঁ, বল দুদিকে ঘুরাতে পারে। তার আলো স্কিল আছে, ব্যাটিংও করতে পারে। এটা অবশ্যই ভালো দিক।’’ – যোগ করেন মালান। লিগে এখন পর্যন্ত মাত্র এক ম্যাচ খেলেছেন মালান। শুরুর দিকে দলের সঙ্গে যোগ দিলেও কম্বিনেশনের কারণে তারও সুযোগ হয়নি। কাইল মায়ার্স চলে যাওয়ার পর মালান প্রথম ম্যাচে নেমে গতকাল ৪৯ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতাতে ভূমিকা রাখেন। এখানকার কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছেন বেশ ভালোভাবেই। সামনে আরও ভালো করা প্রত্যয় ব্যক্ত করেছেন।