ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে আইনগত বার্তা

  • আপডেট সময় : ০৫:১০:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক: যুক্তরাষ্ট্রে আইনি বাধ্যবাধকতায় নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে রোববার (১৯ জানুয়ারি) বন্ধ হয়ে গেছে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক।

এর ফলে যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহারকারী ব্যক্তিরা অ্যাপটিতে ঢুকলে একটি বার্তা দেখতে পাচ্ছেন। তাতে লেখা রয়েছে, ‘আইনগতভাবে টিকটক নিষিদ্ধ করা হয়েছে। এর অর্থ হলো, আপনি এখন থেকে টিকটক ব্যবহার করতে পারবেন না।’

বার্তায় আরও বলা হয়েছে, ‘আমরা ভাগ্যবান যে ক্ষমতা গ্রহণের পর টিকটক পুনর্বহালে সমাধানমূলক পথ খুঁজতে আমাদের সঙ্গে কাজ করার বিষয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন।’

এর আগে টিকটকের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছিল, নিষেধাজ্ঞা কার্যকর না করার বিষয়ে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন সরকার আশ্বাস না দিলে আজ দেশটিতে টিকটক বন্ধ হয়ে যাবে।

চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক নিষিদ্ধ করার একটি আইন গত শুক্রবার সুপ্রিম কোর্ট বহাল রাখেন। এরপর এমন পরিস্থিতি তৈরি হয়। এমন অবস্থায় টিকটক ও যুক্তরাষ্ট্রে তাদের ১৭ কোটি গ্রাহক অনিশ্চয়তার মধ্যে পড়েন।
আইন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ১৯ জানুয়ারির মধ্যে টিকটকের মালিকানা বিক্রি না করলে কোম্পানিটির ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে। গত বছরের এপ্রিলে মার্কিন কংগ্রেসে পাস হওয়া আইনটির বিষয়ে টিকটক, বাইটড্যান্স ও কিছুসংখ্যক ব্যবহারকারী চ্যালেঞ্জ করেন। এরপর শুক্রবার সুপ্রিম কোর্টের ৯ জন বিচারপতি সর্বসম্মতিক্রমে ওই আইন বহাল রাখার আদেশ দেন।

বাইটড্যান্সের মালিকানাধীন অ্যাপটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ হলো, এটি জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে আইনগত বার্তা

আপডেট সময় : ০৫:১০:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

প্রযুক্তি ডেস্ক: যুক্তরাষ্ট্রে আইনি বাধ্যবাধকতায় নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে রোববার (১৯ জানুয়ারি) বন্ধ হয়ে গেছে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক।

এর ফলে যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহারকারী ব্যক্তিরা অ্যাপটিতে ঢুকলে একটি বার্তা দেখতে পাচ্ছেন। তাতে লেখা রয়েছে, ‘আইনগতভাবে টিকটক নিষিদ্ধ করা হয়েছে। এর অর্থ হলো, আপনি এখন থেকে টিকটক ব্যবহার করতে পারবেন না।’

বার্তায় আরও বলা হয়েছে, ‘আমরা ভাগ্যবান যে ক্ষমতা গ্রহণের পর টিকটক পুনর্বহালে সমাধানমূলক পথ খুঁজতে আমাদের সঙ্গে কাজ করার বিষয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন।’

এর আগে টিকটকের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছিল, নিষেধাজ্ঞা কার্যকর না করার বিষয়ে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন সরকার আশ্বাস না দিলে আজ দেশটিতে টিকটক বন্ধ হয়ে যাবে।

চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক নিষিদ্ধ করার একটি আইন গত শুক্রবার সুপ্রিম কোর্ট বহাল রাখেন। এরপর এমন পরিস্থিতি তৈরি হয়। এমন অবস্থায় টিকটক ও যুক্তরাষ্ট্রে তাদের ১৭ কোটি গ্রাহক অনিশ্চয়তার মধ্যে পড়েন।
আইন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ১৯ জানুয়ারির মধ্যে টিকটকের মালিকানা বিক্রি না করলে কোম্পানিটির ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে। গত বছরের এপ্রিলে মার্কিন কংগ্রেসে পাস হওয়া আইনটির বিষয়ে টিকটক, বাইটড্যান্স ও কিছুসংখ্যক ব্যবহারকারী চ্যালেঞ্জ করেন। এরপর শুক্রবার সুপ্রিম কোর্টের ৯ জন বিচারপতি সর্বসম্মতিক্রমে ওই আইন বহাল রাখার আদেশ দেন।

বাইটড্যান্সের মালিকানাধীন অ্যাপটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ হলো, এটি জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে।